What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২০ (11 Viewers)

Status
Not open for further replies.
পুরোটাই শিক্ষার অভাব । আমি প্রাতিষ্ঠানিক শিক্ষার কথা বলছি না । একটা মানুুষ প্রতিদিন শিক্ষার মাধ্যমে নিজেকে update করতে পারে । এইযে নিজেকে update করার শিক্ষাটাই বাংলাদেশীদের নেই । আমরা গুুজব প্রিয় জাতি । কিভাবে যেন আমরা সত্যিটা রেখে গুজবটাই বিশ্বাস করি । আমরা শিক্ষা নিতে specialist দের কাছে যাই না । তাদের ভিডিও দেখি না । ৯০% মানুষ ওয়াজ থেকে শিক্ষা গ্রহণ করে । ৩ মাস ধরে ওয়াজ থেকে করোনা বিষয়ে যে শিক্ষাগুলো তারা পেয়েছে, আপনি নতুন করে কি শিখাবেন ?
আমাদের IDOL কারা ? আজহারী, সাঈদী, চরমোনাই পীর, আমির হামজা, তারেক মনোয়ার এবং আরো অনেক ওয়াজী । ধন্যবাদ মাশরাফী ও সাকিবকে । অন্ধকারের মাঝেও কিছু আলো দেখানোর জন্য । আমি বেড়ে উঠেছি হূমায়ুন আহমেদ, হুমায়ূন আজাদ, জাফর ইকবাল, আবদুল্লাহ আবু সাঈদ এর মতো ব্যক্তিদের ধারণ করে । আমার মেয়ের সামনে কাদের রেখে যাব ?
৯০% মানুষ ওয়াজ থেকে শিক্ষা গ্রহণ করে কিনা জানি না। তবে বেশীরভাগ ওয়ায়েজই যে সঠিক শিক্ষাটা দিতে জানে না এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। ধর্মে কুসংস্কারের জায়গা নেই। অথচ বেশীরভাগ ক্ষেত্রেই তথাকথিত ওয়াজে আমরা সেই কুসংস্কার চর্চ্চা করতেই দেখি। কোরআন-হাদিসের বাস্তব সম্মত ব্যাখ্যা শুধু ধর্মীয় জ্ঞানকেই বৃদ্ধি করে না, বরং সমাজে প্রচলিত নানাবিধ কুসংস্কার থেকেও সমাজকে রক্ষা করে।
 
চোতরা পাতার প্রতিক্রিয়া তো হওনের কথা দিপু মামার। ঐটা আমার উপর তুইল্যা দিলেন ক্যান !!
দিপু মামার হাতে চোতরা পাতা তুলে দেওয়ার সময় আপনার হাতে যতটুকু পরশ লেগেছিল, এটা হয়তো তারই রেশ 😉
 
সবারই বাঁচার চেষ্টার অধিকার আছে।
সব গার্মেন্টস ফ্যাক্টরি তাদের পূর্ণ ক্ষমতার ১ দিন এই PPE প্রোডাকশনে জনকল্যাণ/সেবা মূলক কাজে নিবেদিত হয়ে এই সংকট উত্তরনে কাজ করলে আজ খবরে উপজেলা পর্যায়ে হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্র বন্ধ হবার খবর শুনতে হত না।
বলত পারেন সরকারী মহল প্রেস কনফারেন্স এর মাধ্যমে কে কি কাজ করেছে সেটা ব্যক্ত করে দায়মুক্তির পথ খুঁজতে ব্যস্ত না থেকে কি ভাবে এই সংকট উত্তরনে কার্যকরী পরিকল্পনা প্রনয়ন ও সে অনুযায়ী একজোটে কাজ করতে উদ্বুদ্ধ করতে পারছে না।
এর জন্য যাদের এগিয়ে আসার কথা তাদের অনেকেরই এই মহামারি সম্মন্ধে ভুল ধারনা আছে কিংবা ভুল কিছু ব্যাখ্যা দিচ্ছে। এর মাঝে মন্ত্রীস্থানীয় কিছু লোকজনও আছে। যাদের কাছ থেকে জনগণ আরো গঠনমূলক কথা আর বাস্তব সম্মত পদক্ষেপ আশা করে।
 
এর মধ্যে কোন এক্তিয়ার করার কিছু নেই।
সম্পূর্ণ নিজস্ব মতামত।
আপনি যখন আপনার পূর্বপুরুষের রেখে যাওয়া মতামতের ওপর আস্থা রাখতে পারেন নি তখন আপনার মেয়ে আপনার রেখে যাওয়া মতের ওপর আস্থা রাখবে সেটা ভেবে নিলেন কিভাবে।
IDOL হিসাবে ব্যক্তি বা ব্যক্তিবর্গদের বেছে না নিয়ে আপনার ধর্ম গ্রন্থ কে বেছে নিন।
তাতে অন্ততঃ আত্মতৃপ্তি পাবেন আর সন্দেহের দোলায় দুলতে হবে না।
এর থেকে স্পস্ট কথা আর কিছু হতে পারে না।
যে কারো কথায় সন্দেহ থাকলেও ঐশী বাণীতে কারো কোনো সন্দেহ থাকার কথা নয়।
 
তখন পর্যন্ত তো পাখি মামা দুপায়ের উপরই থাকেন !!
ঐ রাতে আমি দিপু মামার থেকে দেড় ঘন্টা পর ঘুমিয়েছিলাম
 
সামনের দিকে দৌড়ে কূল পাচ্ছি না। পিছনে যেতে পারব না।
তাইলে থাক।
আর পিছন ফিরে তাকাতে হবে না !!
আমি না হয় নাইবা জানলাম !!
 
ভয়ের ভেতরেই বসবাস, কিন্তু তারপরেও মানে আগাম বিপদের কল্পনা করতে মন চায়না। নিজেরা সর্বোচ্চ সাবধানতাই অবলম্বন করছি...........
আল্লাহ আমাদের সবাইকে হেফাযত করুন !
 
পপুলেশন তত্ত্ব সেই রকমই বলে।
তবে আর কি ?
২০২১ সালে দ্যাশে না হয় অনেকগুলো নতুন মুখের আগমন ঘটবে...
সেই সাথে অনেকগুলো পুরনো জীর্ণ শীর্ণ মুখও হারিয়ে যাবে...
সংখ্যায় আগমনের চাইতে প্রস্তানের সংখ্যাটা বেশীই হতে পারে...
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top