"প্রিয় বৃষ্টি আমার"
পুরো বছর জুড়ে তোমার আনাগোনা
কত রূপ তোমার, কত ঢঙে আবির্ভাব
কখনো আকাশে ভাসো, কখনো রোদে হাসো ৷
কখনো বয়ে চলো পাহাড়ের গা ছঁয়ে ৷
তুমি এলেই আমি হয়ে যাই চঞ্চলা হরিণী
কখনো অভিমানী, কখনো কঠিন
তুমি এলেই দুঃখ গুলো ভাসিয়ে দেই
কখনো তোমার জলে নিজেকে লুকাই ৷
আমার চিন্তা জুড়ে তোমার বাস
এই যে অবিরাম ঝরে যাও বর্ষার দিনে
বাইরে বের হলেই পোহাতে হয় কষ্ট
তবু আমি সব মেনে নেই তোমায় ভালোবাসি বলে ৷
তুমি এলেই হয়ে যাই ভাবুক কবি
কখনো পেন্সিলের আঁচড় দেই সাদা কাগজটায়
রঙিন করে এঁকে দেই রংধনু, নীল আকাশ
তোমার উপস্থিতি পুরো ছবি জুড়ে ৷
তোমার ঝরে পড়ায় আমি শিহরিত হই
তোমার বয়ে চলায় চমকিত হই
গাছের পাতায়,জানালার গ্রীলে,বেলকুনিতে
রাজপথ, মেঠোপথ, টিনের চালের শব্দে
তোমায় খুঁজে ফিরি মন খারাপের দিনে ৷
তুমি এলেই বুঝতে পারি প্রেম আছে মনে
তুমি এলেই বুঝতে পারি সুর আছে গানে
তোমায় পেলে বুঝতে পারি আজও বেঁচে আছি
তুমি এসে বুঝিয়ে দাও, আমিও ভালোবাসতে পারি ৷
"আমিও ভালোবাসতে পারি "