What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০১৯ (18 Viewers)

Status
Not open for further replies.
আমিও এরকমটাই পড়েছি ও শুনেছি।
এটা ব্যাক্তি পর্যায়ে হয়েছে। রাস্ট্রীয় পর্যায়ে এরকম কোনো ঘটনা ঘটেনি।
আর ব্যাক্তিগত এই ধরনের ঘটনার বিচারও অনেক হয়েছে !
 
ইতিহাস সেটাই বলে মামা।

অটোমান শাষন বিলুপ্তির কারন হিসাবে ধর্মীয় বিদ্রোহটা বড় একটা ভূমিকা পালন করেছিলো। আর নজদের লোকেদের অর্থনৈতিক মুক্তির বিষয়টা তো আগে থেকেই ছিলো !
 
আপনে না আইলেও আমার আত্মীয় স্বজনরা যে পিছু ছাড়ে নাই মামা।

কি কইতে চাইতেছেন ?
আমি কি আপনের আত্নীয় না !!
 
ঈদের দিন সকালে গিয়া পরের দিন রাতে ফিরছি মামা।
আপনের হিসাব তো ঠিকই আছে !
মাগার আমরা যে হিসাব মিলাইতে পারতেছি না !
তাইলে যে ঈদের আগেরদিন থাইক্যা ঈদের পরেরদিন পর্যন্ত খালি বাসায় মেহমান বসাইয়া রাখছিলেন !
 
আবার ভ্যাপসা গরম।
তবুও যে খালি ভ্যাঁপসার উপর দিয়া যাইতেছে !
কাতারে ইতিমধ্যেই ৬৩ ডিগ্রী পার হইয়া গেছে। এই তাপ আমাগোর দেশে হইলে তো গায়ে ফোস্কা পইড়া যাইতো...
 
আরবে যারা একবার গিয়া থাইকা আসছে তারা সবাই আরবের মানুষদের সম্বন্ধে খারাপ কথাই বলে।
এর যথেষ্ট কারনও আছে।
তেল পাওয়ার আগে এরা ছিল মিসকিন। হাজীদের অপেক্ষায় থাকত দান খয়রাত পাওয়ার জন্য।
তেল পাওয়ার পর এদের ভোল পালটে গেছে। টাকার গরিমায় মানুষকে নাকি মানুষ মনে করে না।
এটা আমাদের ইসলাম ধর্মের সাঙ্ঘরসিক।
ধনদৌলতের গরিমা, অহঙ্কার ও শিক্ষার অভাব দিনে দিনে তাদের বর্বরতা বাড়িয়েই দিয়েছে।
ধর্মের ভিত্তি বা মূল সেখানে হলেও সাধারনেরা নাকি সেটার সঠিক আমল করে না।
দুঃখজনক।

সৌদিতে লাখ লাখ লোক বিনাশ্রমে প্রতি মাসে কুটি কুটি টাকা রাস্ট্রীয় কোষাগার থেকে ভাতা হিসাবে পাচ্ছে ! বাদশার গোষ্ঠীর কারোরই কোনো কাজ করতে হয় না। যদি কাজ না করলেও টাকার অভাব না হয়, তবে তারা বর্বর হবে না তো কি হবে ?
 
আপনাকেতো সবাই কিছু না কিছু বলেছে।
তার পিঠে আপনি কিছু না বললে আর কিছু বলবে কি করে।

তা নির্জন মেলার নির্জন ছায়ায় কবে পৌছবেন বলে আশা করছেন আপনি।
মনে হয় ফুড়ুৎ...
 
সেটাও ভালো যদি জানা যায় তাইলে পরিশোধ করতে সুবিধা হইবো :rolleyes:
তারা জানে।
সে জন্যই নিয়মিত শোধ দিয়া যাইতেছে !!
 
আমার পছন্দ ছিল আঁখের গুড়ের চা, তখন গুড়ের দাম চিনির থেইকা কম ছিল ☹

খেজুরের গুড়ের চা কিন্তু আরো মজার...
কাচা রসের সাথে পাতি মিশাইয়া জ্বাল দিলেই হতো... সাথে তেজপাতা এলাচ আর লবঙ্গ...
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top