What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০১৯ (8 Viewers)

Status
Not open for further replies.
খেলা হবে কিনা সেটাই তো এখন পর্যন্ত নিশ্চিত হতে পারলাম না !
হলোনা আর শেষ পর্যন্ত 😟
 
যেখানে কোন পয়েন্ট পাওয়ার কথা না সেই খানে এক পয়েন্ট পাওয়া জয়েরই সমান।
কিন্তু দরকার ছিল ভালো রানরেটে বিজয়ের :confused:
 
সে জন্যই তো শ্রীলঙ্কা জিতছে !
খেলা হলে তো আর জিততে পারতো না ! এবারের বিশ্বকাপে সব থেকে দূর্বল টিম শ্রীলঙ্কার... এটা আমার না, ক্রিকেট বিশেষজ্ঞদের মতামত !
অনেকটাই ফিকে হয়ে গেলো ভবিষ্যত 😔
 
এই সময়ে ইংল্যান্ডে প্রায় প্রতিদিনই বৃস্টি হবার কথা ! যদিও সে বৃস্টি বেশীক্ষন স্থায়ী হবারও কথা না। কিন্তু আজ আমাদের কপাল খারাপ, যার জন্য বৃস্টি শেষ পর্যন্ত আর থামেইনি...
বৃষ্টিটা দরকার আসলে এখানে মামু, বেশ গরম..........
 
Hi ami ei site e new. Story porar jonno.100 ki comments korte hobe ??

Thik bujte parchu nah...Any one help me ??? Thanks in advance
welcome to নির্জনমেলা মামু। এই আড্ডাতে পোস্ট করে যান দেখবেন ১০০ কেন হাজারও পার হয়ে যাবে 😊
 
ভালোই তো লাগে দেখতে, কিন্তু কবে দেখবো.......
To view this content we will need your consent to set third party cookies.
For more detailed information, see our cookies page.
 
চিন্তার বিষয়। ধরুন দুনিয়াতে পাঠানোর আগে সৃষ্টিকর্তা যদি আমাকে সুযোগ দিতেন বেছে নেবার- আমি কি স্যামসন এইচ চৌধুরির ছেলে হয়ে জন্মাতে চাইতাম? কিংবা আইনস্টাইন? অথবা আমার বর্তমান প্যাথেটিক লাইফ? আমি প্রথমটাই চাইতাম। কিংবা যদি আমাকে সুযোগ দেওয়া হয় ৭০টা হুর চাও নাকি ছ্যাঁকা দেওয়া প্রেমিকাকে? আমি প্রেমিকা চাইতাম। এপার কিংবা ওপার আমার কোন ইচ্ছাই নাই! নিদেন পক্ষে আমাকে সুইসাইড করার অধিকার দেবার দরকার ছিল। আর ব্যাটারি উল্টা লাগানো? মামা, আমি যদি স্যামসন এইচের ব্যাটা হয়ে জন্মাতাম তাহলে ব্যাটারি কিংবা এরকম ছোট-খাট অনেক জিনিস নিয়ে আমার মাথা ঘামানোর প্রয়োজনই পড়ত না।

স্যামসন এইচ চৌধুরী কার ব্যাটা ছিলেন, মামা ? আপনি তার ছেলের সাথে নিজেকে তুলনা করতে চাইতেছেন কেনো ? কেনো আপনি খোদ স্যামসন চৌধুরীর সাথে নিজেকে তুলনা করছেন না ? নিজেকে মোদীর মতো কারোর সাথে তুলনা করলে হতাশাটা আরেকটু কম হতো বলেই আমার মনে হয়। প্রতিষ্ঠিত কারো প্রতি তাকিয়ে হুতাশ করা মানে আপনি আপনার নিজের অগোচরে তার প্রতি হিংসা করছেন বলে ধরে নিতে হবে। আর এই ধরনের হিংসা শুধু নিজেকে ধ্বংসের দিকেই টেনে নেয়...
আপনাকে আইনস্টাইন হতে তো কেউ বাঁধা দিচ্ছে না। নিজে আইনস্টাইন না হতে পারলে তো আইনস্টাইনের প্রতি বিদ্বেষ রাখাও ঠিক না, মামা।
আপনার জানা না থাকার কথা নয়, তবুও স্মরণ করিয়ে দিচ্ছি- এই মহা বিশ্বের তুলনায় আমাদের এই পৃথিবীটা কতো ক্ষুদ্র সেটা তো আপনি জানেনই। আর পৃথিবীর তুলনায় আমরা মানুষরা কতো ক্ষুদ্র !! এই ক্ষুদ্র জীবের জীবনও ততোটাই ক্ষুদ্র যতোটা এই মহা বিশ্বের তুলনায় আমরা...
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top