What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০১৯ (12 Viewers)

Status
Not open for further replies.
বাইরে বেরিয়ে একটু ভিজলেও কিন্তু পারতেন...
বৃস্টিতে ভেজা আমার একটা পুরনো শখ ছিলো... এখন ইচ্ছা থাকলেও আর ওভাবে ভিজতে পারি না ! মঝে মধ্যে বাসায় ফেরার পথে ইচ্ছে করেই ছাতা ভুলে বাসার দিকে রওয়ানা দেই।...
সেটাও ভালো কিন্তু বৃষ্টিতে ভিজতে হলে মনের জোর লাগবে, যে এটার কারণে কোনো সমস্যা হবেনা পরে 😌
 
লাগতেই হবে... না হলে নির্মাতাদের এতো টাকা তো পানিতে চলে যেতো... সত্যি বলতে এই ধরনের ছবি ব্যাবসায়ীকভাবে কখনো লস করে না। কারন এই ধরনের ছবির দর্শক আমার মতো কেউ নয়। অর্থাৎ দর্শকের সংখ্যা অনেক বেশী...
সেটা একটা apocalyptic অ্যাকশন গোছের ছবি এবং এজাতীয় ছবিগুলো বরাবরই ভালো ব্যবসা করে থাকে। আর Mad Max Fury Road ছবিটার প্রতি দর্শকের আকর্ষণের আরেকটা কারণ যে এই চরিত্রটিকে পরিচালক আবার দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরিয়ে এনেছিলেন, ৮০ এর দশকে Mel gibson প্রথম এই চরিত্রটিতে অভিনয় করেন এবং তখন এই ম্যাড ম্যাক্স চরিত্রটি দর্শকের মাঝে যথেষ্ট সারা ফেলে 🤩
 
সবার খুশির জন্য...
সেজন্যেই কাজী নজরুল ইসলাম লিখেছেন যে "রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ" :)
To view this content we will need your consent to set third party cookies.
For more detailed information, see our cookies page.
 
আপনি বলেছিলেন দেশ নাকি শতভাগ শিক্ষিতের দ্যাশ হয়ে যাচ্ছে... প্রমান স্বরূপ মুচির হাতে স্যামসাং মোবাইলকে দাঁড় করিয়েছিলেন, মামা। এখন আমার মতো অশিক্ষিতের হাতে যদি স্যামসাং মোবাইল উঠলেই আমি শিক্ষিত হয়ে যেতে পারি, তবে সে সুযোগটা আমি হাতছাড়া করবো কেনো, মামা ? সে জন্যই আমি ঐ মোবাইলের পিছনে পড়ে আছি...
আদতে মোবাইল দিয়ে দেশের শিক্ষার হার নির্ণয় করা ঠিক হবে না। শুধু তাই নয়, বর্ত্মান শিক্ষা পদ্ধতি সহ পাশের হার নিয়ে আমি বেশ শঙ্কিত... এই অবস্থা যদি বেশি দিন চলতে থাকে, তবে দেশে পাশের হার বাড়তেই থাকবে, আর সেই সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকবে অশিক্ষিতের হারও...
খুব ভালো বলেছেন!! একমত
 
এটি সত্য় হলে আপনি ডায়াবিটিক

আপনি যথার্থই ধরেছেন, মামা।
আমি ডায়াবেটিক রোগী...
 
শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা হৃদয় শান্তি ও ভালোবাসায় ভরে উঠুক

নির্জনমেলার পক্ষ থেকে আপনাকেও ঈদের অনেক অনেক শুভেচ্ছা, মামা !
 
না মামু, সব না। চাইলেও আপনে পরশ পাথরের দেখা পাবেননা কিন্তু কল্পনায় সবই সম্ভব :rolleyes:

পরশ পাথর জিনিষটাই তো কল্পনা... এই পাথরের সাথে বাস্তবের কোনো সম্পর্কই নাই...
 
যা হোক, কি হইলো তারপর আর কোনো খোঁজ নাই 😐

কি আর হইবো... রাজা হউক আর প্রজা, মইরা গেলে আর তার আর খোঁজ পাইবেন ক্যামতে !!
 
আসলে শিক্ষাটা যে কে কোথায় কাজে লাগবে সেটাই কথা।
একসময় দেশের বাইরে থাকার কারণে এমন অনেককেই দেখছি যাদের সাথে কিনা ইংলিশ কথায় এদেশের পররাষ্ট্র মন্ত্রীও পেরে উঠবেনা, কিন্তু তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আচ্ছা ভাই বলেন তো দেখি grammar কাকে বলে তো তারা তখন বলবে যে সেটা আবার কি? এই নামতো কোনোদিন শুনিনি..........

শিক্ষা মানে তো ইংরেজীতে কথা বলা না...
আমাদের জাকিরের মতো ইংরেজী বলুয়া লোক আমি খুব কমই দেখেছি... অনর্গল তো বলতেই পারে, সেই সাথে উচ্চারনও করে একেবারে ইংলিশম্যানদের মতো করে ! সে কিন্তু তৃতীয় শ্রেনী পাশ দিতে পারে নাই ! সিঙ্গাপুরে ছিলো টানা পনেরো বছর...
 
কি কারণ আর মামু? নিশ্চই সেখানে গ্রাহকের আসা যাওয়া ছিলোনা.........

অনেক কারনই থাকতে পারে। তবে লাভ না হবার কারনে যে বন্ধ করে দিতে হয়েছিলো, এরকম কোনো কারনই নেই !
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top