What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০১৯ (7 Viewers)

Status
Not open for further replies.
গিন্নির কথায় বেশ অনেকদিন যাবৎ পিয়াজ কিনি নাই। তবে চিনা পিয়াজ টেস্ট করতে হবে ভাবছি।
আসলেই কি পেঁয়াজ ছাড়া চালাতে পেরেছিলেন মামী ?
নাকি আগের স্টক ছিলো !
আমার বউ কিন্তু চালাতে পারেননি। তবে কমিয়ে দিয়েছিলেন অনেকটা...
 
এক বিকেলে, হিমেল হাওয়াতে
ধরেছিলাম তোমার হাত,
কোথায় শীত!! উষ্ণ পরশে
কেটেছিলো মোর রাত।

আজও বইছে কঠিন হিমেল হাওয়া
কাঁপছে কন্ঠ আমার,
উষ্ণ তোমার শরীর জড়িয়ে শুয়ে আছে
হয়তো কোন রাজকুমার....
কবি দেখি আজকে মিনিটে মিনিটে কবিতা আউরাচ্ছেন। ছোটঘরে থেকে কবিতা মুখস্ত করে বের হয়েছেন মনে হচ্ছে।
 
সেটাই। এখন কে গ্রহন করতে জানে আর কে জানে না, সেটা নিয়ে বিতর্ক হতে পারে।
তর্কে তর্কে উড়িয়েছি হৃদয়ের ঘুড়ি
হঠাৎ সে খুজে পেয়েছে
তোমার হৃদয়ের ঝুড়ি...
 
আমি কখনো দুটোর কোনটার স্বাদ নিয়ে অভিযোগ করতে পারবো না। কারন, আমাদের পুরান ঢাকায় আলু পুরী এবং ডাল পুরী দুটোই বেশ খাস্তা হয়ে থাকে।
আসলে দুটোর দুরকম স্বাদ। একটার সাথে আরেকটার তুলনা চলে না।
ডাল পুরির সাথে যদি আলু পুরির তুলনা করা হয় তবে সেটা কোনো মতেই যুক্তিযুক্ত হবে বলে আমার মনে হয় না। যেমন শেমাই আর নুডলসের তুলনা চলে না !
 
সেই অপেক্ষায় দিন প্রহর গুনছি মামু।
এই পর্যন্ত কতো গুনতে পেরেছেন ?
আর লক্ষ্যমাত্রাই বা কতো নির্দ্ধারন করেছেন ? !!
 
সুখ অথবা দু:খ যেটাই আমাদের জীবনে আসুক না কেন, সেটা আসে চৈত্রের ঝড়ের মতো সহসা। হঠাৎ আসে আবার হঠাৎই চলে যায়।

আমি সুখে-দু:খে সব সময়ই গান গাই, সেই কুটি কাল থেকে।

সহসা এসে সহসা বিলীন হয়ে যেতে পারে। এটা খুব একটা অস্বাভাবিক নয়। তবে কিনা জীবনের পথচলায় সূখ আর দুঃখ কোন একটা সব সময় সাথে করে নিয়ে বেড়াতেই হবে। এই দুটোকে ছাড়া যে জীবন অচল !!
 
আমাদের জন্য যদি নুতন করে এলবামটা সাজায়, তাহলেইতো হয়ে যায়।
আপনি সাজিয়ে নিলেই তো পারেন।
রানী খালা তো একটার পর একটা দিয়েই যাচ্ছেন !!
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top