What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০১৯ (9 Viewers)

Status
Not open for further replies.
গর্বে বুকটা সত্যিই ফুলে গেছে, মামা।
সময়ের অভাবে যদিও এখন আর ওদিকে তেমন একটা যেতে পারি না। তবে ইচ্ছা আছে অচিরেই সময় বের করে ওদিকে একবার ঢু মেরে আসবো...
অবশ্যই মামা, উৎসাহ দেবার জন্য আমরা হাজির সর্বদা।
 
এই ধরনের সমস্যার জন্য সাধারনত হার্ড ড্রাইভের বেড সেক্টরই দায়ী। দেখেন কোনো ভালো হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার দিয়ে বেড সেক্টরটা তুলতে পারেন কিনা...
:ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:, দুক্ষের কথা আর কি বলব মামা, এই বান্দা নিজে ১৫+ বছরের অভিজ্ঞ একজন ( ইঞ্জিনিয়ার বললে লজ্জা পাই ) কর্মী।
কথায় আছে না , মিস্তিরির বারি ভাঙ্গা পিরি, আমার অবস্থাও কিছুটা তেমনি। বিশেষ দ্রষ্টব্য আমি বহু আগে উনার HDD পাল্টায় SSD করে দিয়াছিলাম।
 
এই ধরনের সমস্যার জন্য সাধারনত হার্ড ড্রাইভের বেড সেক্টরই দায়ী। দেখেন কোনো ভালো হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার দিয়ে বেড সেক্টরটা তুলতে পারেন কিনা...
গ্রাফিক্স চিপসেট তখন এরকম বিহেভ করবে যখন আপনার প্রসেসর দুর্বল হয়ে যাবে। ওটাও একবার দেখে নিলে ভালো হয়।
আবার এরকমও দেখেছি, নতুন করে উইন্ডোজ সেটাপ দিলে এই ধরনের সমস্যার সমাধান হয়ে যায় !
আমি বর্তমানে যেটা ব্যবহার করছি, সেটা SONY VAIO, Core i5 3rd Gen, With Dedicated Nvedia 410M GPU. 120GB SSD 4GB DDR3 Ram.

planning to upgrade Lenovo Thinkpad T450.
 
আমি এখনো রসিকতা শুরু করি নাই
না বুঝলে ভয় পেয়ে যাবে

ফাহিমা খালাকে ব্যান করার কথা বলেছিলাম, তাতেই ভয় পেয়েছিল
হাহ হাহ হা
এসব ক্ষেত্রে কার কারো সাথে শুরুতেই রসিকতা করা যায়, যে রসিকতাটা বুঝে।
না হলে ফলাফল খুব তিক্ত হয় !!
 
:ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:, দুক্ষের কথা আর কি বলব মামা, এই বান্দা নিজে ১৫+ বছরের অভিজ্ঞ একজন ( ইঞ্জিনিয়ার বললে লজ্জা পাই ) কর্মী।
কথায় আছে না , মিস্তিরির বারি ভাঙ্গা পিরি, আমার অবস্থাও কিছুটা তেমনি। বিশেষ দ্রষ্টব্য আমি বহু আগে উনার HDD পাল্টায় SSD করে দিয়াছিলাম।
আমি বর্তমানে যেটা ব্যবহার করছি, সেটা SONY VAIO, Core i5 3rd Gen, With Dedicated Nvedia 410M GPU. 120GB SSD 4GB DDR3 Ram.

planning to upgrade Lenovo Thinkpad T450.
মা'র কাছে মাসীর বাড়ির গপ্পোর মতো হয়ে গেছে আমার কথাটা। আমার জানা ছিলো না, মামা। আমি আসলে এসব ব্যাপারে খুব একটা বুঝিও না। তবুও অনেক সময় ছোট্ট একটা ব্যাপার হ্যতো মাথায় ছিলো না এরকম কোনো কিছু যদি হয়ে যায় সে উদ্দেশ্যে কথা ক'টি বলেছিলাম। এখন দেখছি আমি যে ট্রিটম্যান্ট দিয়েছি সেটা প্রাথমিক ট্রিটম্যান্টের চাইতেও লো গ্রেডের ছিলো...
বাসায় আমিও আপনার কনফিগারেশনের সনি ভাইও ব্যবহার করি। এক কথায় আপনার ল্যাপ্পু আর আমারটা একই। চলছে ভালোই। যদিও আমার তেমন কিছু কাজ করতে হয় না ওটা দিয়ে। আমার কাছে ওটার স্ক্রীন রেজুলেশনটা খুব ভালো লাগে। অন্তত আশেপাশের দুয়েকজনের মেশিনে যা দেখি তার চাইতে তো ভালো অবশ্যই...
 
কেনো, উনি কি আপনাকে সারাক্ষণ নজরে রাখেন নাকি?
আমার নজরে সবাই আছে। থাকেও সব সময়। তবে টাম্পা খালা মনে হয় ভেবেছেন ওনার দিকে আমি একদৃস্টে চেয়ে আছি...
 
আমিও এটাই বলতে চাচ্ছিলাম।
আমার কাছে প্রান কোনো ক্লাসেই পড়ে না !
তাদের মূল লক্ষ্য হচ্ছে শুধু ব্যবসা করে যাওয়া। সেটি যাই হউক...
 
এমনকি মাল্টিন্যাশনাল গুলোর প্রডাকটও বাইরে ভালো, দেশে মানহীন
মানহীন না। পূর্ণমানের নয় !
কিছু পণ্যের ক্ষেত্রে এটা মানতেই হবে। ইউরোপ আমেরিকায় ঐসব মাল্টিন্যাশনাল কোম্পানীগুলো শতভাগ মান বজায় রেখে পন্য উৎপাদন করে থাকে। কিন্তু আমাদের দেশের মত এই ধরনের অনুন্নত কিংবা উন্নয়নশীল দেশে সে মানটা তারা সব পন্যে শতভাগ বজায় রাখে না। আসলে রাখতে পারে না। বাজার প্রতিযোগিতার ব্যাপার তো থাকেই সেই সাথে সাধারন জনগণের ক্রয় ক্ষমতার বিষয়টিও তখন মাথায় রাখতে হয়। এছাড়া পরিবেশগত একটা ব্যাপার আছে, যেটা পণ্যের মান নিয়ন্ত্রনে বিশেষ ভুমিকা রাখে। আর সবশেষ কথা হলো, মাল্টিন্যাশনাল কোম্পানীর এমন অনেক পণ্য আছে যা বাংলাদেশ স্ট্যান্ডার্ডে মূল্যায়ন করার কোন সুযোগ নেই। বিএসটিআইয়ের ক্যাটাগরি ওয়াইজ যে তালিকা আছে, সে তালিকায় সেসব পণ্যে টেস্টিংয়ের আওতায়ই পড়ে না। যার কারনে এমন অনেক পণ্যই আছে যেগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের আওতায় মান নিয়ন্ত্রন করা হয়। আর সেখানে যে স্কেল দেয়া আছে সেই স্কেলের সুযোগ নিয়ে তারা সর্বনিন্ম মান বজায় রেখে পণ্য উৎপাদন করে। এতে করে তারা আইএসও সনদের আওতায় পণ্য উৎপাদন করে আমাদের দেশে বাজারজাত করে...
 
পটেছেন নাকি কখনো?
পটার অভিজ্ঞতা না থাকলে জানলো কি করে ?
কবিরা যে মেয়ে পটিয়ে কবি হয় সে কথা ক'জনে জানে ? যারা জানে, তারা কোনো না কোনো কবির কাছে নিজে পটেছে বলেই জানে। তবে তার পরে কথাটাও কিন্তু আপনার খেয়াল করতে হবে। কবিদের নাকি স্বভাব খারাপ... বিষয়টা এবার একবার ভেবে দেখুন !! টাম্পা খালার অভিজ্ঞতা কতোটা গভীর পর্যন্ত গিয়েছে !!
 
তাইলে জিএফ-রে সামলাইয়া চইলেন।
মামা কি জিএফকে অন্যদের থেকে লুকায় রাখতে রাখতে বলতেছেন, নাকি জিএফ থেকে লুকায়ে থাকতে বলতেছেন ?
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top