What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০১৯ (3 Viewers)

Status
Not open for further replies.
আমি বাংলাদেশ কে ভালবাসি তার কয়েকটি কারন।
১. আমার মা এর জন্ম বাংলাদেসে।( তার কাছে অনেক গল্প সুনেছি)
২. ২১ এ ফেব্রুয়ারী বাংলা ভাষার ঐতিহ্য, আমাদের মাত্রি ভাসা দিবস
এবং কয়েকটা বাংলা ফোরাম যারা এখনো বাংলাকে ধরে রেখেছে।

আমি নিজে কখন অইপার বাংলায় জাই নি, কিন্তু বহুবার আমন্ত্রন পেয়েছি আগের ফোরাম থেকে।
আমি প্রথম যখন ফোরাম এ আসি, তখন ইতালি থেকে ফোন কল পেয়েছিলাম প্রথম এডমিন নির্জন মামার থেকে।
তারপর অনেক পরিবরতন হয়েছে, নাম পরিবরতন হয়েছে , ফোরাম এর ঠিকানা পরিবর্তন হয়েছে। কিন্তু আজো ওই
ভালবাসা মনে রেখে সাথে ছলেছি, এবং ভবিষ্যতেও সাথে থাকব।

সবাইকে ধন্যবাদ।

তখনও আমার ওই কথাটি ছিল, আজো আছে

"দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে একটি শিশির বিন্দু "
 
Its been long time that I have forgotten my old username, but I can only remember it may was "Por4073" or simmilar, and I was a Mod earlier, Nirjonmela, NirjonAdda, and before that too. Still its a honor to me.

Yes, among the few IDs I can recall from old forum, before crash, definitely your Por is worth remembering. Old memories always stir some emotions.

Happy foruming.
 
Welcome por04073 mama. Great pleasure to get you back among us.
ধন্যবাদ মামা, ওই ভুলে গেছিলাম। ওই একটি শূন্য, সাথে ছিলাম, সাথে আছি, সাথে থাকব। কিন্তু নিছক মজার জন্য আর একটু স্মৃতি শক্তির জন্য পুরান নামটি আর নেই নি। আপনি মনে রেখেছেন তার জন্য আজ আমি সত্যি খুবি আনন্দিত।
 
Yes, among the few IDs I can recall from old forum, before crash, definitely your Por is worth remembering. Old memories always stir some emotions.

Happy foruming.
মামা। একসময় অনেক আড্ডা দেয়াছি, সত্যি ভুলি নি। ধন্যবাদ মামা আমাকে মনে রাখার জন্য।
 
আইডি পাল্টেছেন বলে চিনতে পারি নি।

কিন্তু অভিজ্ঞ একজন ফোরামিকের চিহ্ন চিনতে ভুল করি নি।
নির্জন মামা নিশ্চয়ই চিনতে পেরেছেন আগেই, তাই যোগাযোগ করেছিলেন।
 
আমি বাংলাদেশ কে ভালবাসি তার কয়েকটি কারন।
১. আমার মা এর জন্ম বাংলাদেসে।( তার কাছে অনেক গল্প সুনেছি)
২. ২১ এ ফেব্রুয়ারী বাংলা ভাষার ঐতিহ্য, আমাদের মাত্রি ভাসা দিবস
এবং কয়েকটা বাংলা ফোরাম যারা এখনো বাংলাকে ধরে রেখেছে।

আমি নিজে কখন অইপার বাংলায় জাই নি, কিন্তু বহুবার আমন্ত্রন পেয়েছি আগের ফোরাম থেকে।
আমি প্রথম যখন ফোরাম এ আসি, তখন ইতালি থেকে ফোন কল পেয়েছিলাম প্রথম এডমিন নির্জন মামার থেকে।
তারপর অনেক পরিবরতন হয়েছে, নাম পরিবরতন হয়েছে , ফোরাম এর ঠিকানা পরিবর্তন হয়েছে। কিন্তু আজো ওই
ভালবাসা মনে রেখে সাথে ছলেছি, এবং ভবিষ্যতেও সাথে থাকব।

সবাইকে ধন্যবাদ।

তখনও আমার ওই কথাটি ছিল, আজো আছে

"দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে একটি শিশির বিন্দু "

ফোরামে আমাদের মূল যোগসূত্র বাংলা
নিশ্চয়ই জানেন, ফোরামের টপ পোস্টার এবং প্রিয় অ্যাডমিন গঙ্গা পাড়ের মানুষ।
আসলে পদ্মার পাড়ে থাকি, আর গঙ্গার তীরে, রক্তে আমাদের একই বাঙালিয়ানা।
 
আইডি পাল্টেছেন বলে চিনতে পারি নি।

কিন্তু অভিজ্ঞ একজন ফোরামিকের চিহ্ন চিনতে ভুল করি নি।
নির্জন মামা নিশ্চয়ই চিনতে পেরেছেন আগেই, তাই যোগাযোগ করেছিলেন।
মামা, আসলে পুরান ID টা নিতে পারতাম, কিন্তু নেইনি, ভাবলাম কেউ যদি বলে সুযোগ নিচ্ছে, বা নাম ভাঙাচ্ছে। নাই নতুন নাম নিলাম, ১০০০০ পোস্ট করলাম, ফোরাম এ নতুন করে সন্মান পেলাম, তাই একটু nostalgic হয়ে গেলাম। কিন্তু আপনারা যে আজো আমাকে মনে রেখেছেন, এটাই বা কম কিসের। এই আনান্দ টাও কম কিসের।
 
ফোরামে আমাদের মূল যোগসূত্র বাংলা
নিশ্চয়ই জানেন, ফোরামের টপ পোস্টার এবং প্রিয় অ্যাডমিন গঙ্গা পাড়ের মানুষ।
আসলে পদ্মার পাড়ে থাকি, আর গঙ্গার তীরে, রক্তে আমাদের একই বাঙালিয়ানা।
আমি বাংলায় গান গাই
আমি বাংলার গান গাই
আমি, আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top