What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০১৯ (14 Viewers)

Status
Not open for further replies.
অভাগা যে দিকে চায় সাগর শুকায় ... 🥺
দুধের স্বাদ অবশ্য পানিতে মিটাতে পারেন।
সে জন্য আপনাকে মাইন মামা ভালো সহযোগিতা করতে পারবেন... হে হে হে...
 
অজায়গায় সাহস দেখালে শ্যাম কুল উভয় নাশের ব্যাপক সম্ভাবনা আছে, যা নথি দ্বারা প্রমাণিত
সে জন্যই যুবরাজরা কোনো সমস্যায় পতিত হয় না ! (সৌদি যুবরাজ, সিঙ্গাপুর কেলেঙ্কারী )
এমনকি রাজকন্যারাও পার পেয়ে যান অবলীলায়... (কাতারের রাজকন্যা, লন্ডন স্ক্যান্ডাল )
 
হোঁতকা পেটুক
খাও একা পাও যেথায় যেটুক
পেটে তোমার কিড়ে হবে
সময় মত ভাগ না দিলে
ভাইজান মামা মাঝে মধ্যেই এই ঘরে ঢু মারেন।
পরেরবার কিছু আশা করতেই পারেন !!
 
পুরানো হয়ে গেছে। তাছাড়া আরও বা আবার লাগতে পারে।
শুধু পুরনো হয়নি,সেই সাথে অব্যবহৃত থাকতে থাকতে অকেজো হয়ে গেছে...
 
আপনার হাহুতাস দেখেতো সেরকমই মনে হচ্ছে। 🙂
অবশেষে আজ দুপরে তার সাথে দেখা হলো কিছুক্ষনের জন্য। তার সাথে বাতাস মিলায়ে ঝাপটাঝাপটি করতে বেশ লেগেছে...
 
শুভ সকাল আরন মামা।
দুঃখিত, মামা। সকালটা দুপরে হলেও প্রায় সারাদিনই ছিলাম দৌড়ের উপর। আগামী দুদিনও এরকমই যাবে বলে পূর্বাভাস পাচ্ছি...
আপনাকে শুভ রাত্রী...
 
তার সাথে তেল লাগাইলে?
কেউ ভয় পাইলে আমার দোষ নাই।
মিডিয়ামওয়েভের এন্টেনাটা পাল্টাইয়া এইবার আমার একটা সর্টওয়েভের এন্টেনা লাগাইতে হইবো !!
 
ঝলসানো রুটিতে পরিনত হয় নাই... 😊
ক্রিকেট খেলায় কারো না কারো কান্ধে ভর দিয়াই বৈতরণী পার হতে হয় এটা যেমন সত্যি, ঠিক এটাও সত্যি যে প্রায় প্রতিটা খেলায়ই আমাদের ওপেনাররা যেভাবে শুরু করছে তাতে যেকোনো সময় পা পিছলে একেবারে ঝলসানো রুটি হয়ে যেতে পারে !
 
বালিশ দর্শন করতে পারেন নাই... :confused:
কলাগাছের ওপর মাথা রাইখা ঘুমান নাকি?
আমি কি আমার বালিশের কথা কইছি নাকি ?
আমি তো কইছিলাম দিপু মামা আর যুবি মামার কোল বালিশের কথা !
ঐ কোল বালিশের দর্শন তো আর পাই নাই !!
 
ঠিক বলেছেন...

পজিটিভ দিকঃ
আফগানদেরও টি-২০তে হারানো যায় এই বিশ্বাস ফিরে পাওয়া...
নিজেদের মনোবল ও আত্মবিশ্বাস চাঙ্গা হওয়া...
পর পর দুই ম্যাচে হারে আফগানদের মনোবলে খানিকটা হলেও চিড় ধরা...

সতর্কতাঃ
অন্ধভক্ত ও মিডিয়ার অতিরিক্ত বন্দনা ও স্তুতি থেকে বাঁচা...
অযথা পরীক্ষা নিরিক্ষা না করে স্বাভাবিক খেলাটা খেলা...

কাম্যঃ
মনোবল ও আত্মবিশ্বাস ধরে রাখা...
নিজেদের সামর্থ অনুযায়ী ভালো খেলা...


All the best Bangladesh Cricket Team...
চমৎকার বলেছেন, মামা। ২০১৪ এর পরে গতোকাল প্রথম তাদের হারালো বাংলাদেশ। এই জয়টাকে পূঁজি করে টিম বাংলাদেশের মনোবল যে আরো বৃদ্ধি পাবে সেটা বলাই বাহুল্য। তবে সে মনোবল যেনো অতিরিক্ত আত্নবিশ্বাসের ফাঁদে ধরা না দেয় সেটাই এখন তাদের মনে রাখতে হবে...
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top