What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০১৯ (7 Viewers)

Status
Not open for further replies.
TDK হয়তো এখনো বাজবে যদি বাজানো যায় 〰
একটু রোদে দিয়ে নিলে হয়তো অন্যান্য ক্যাসেটও বাজবে। কিন্তু প্লেয়ারই তো নেই। আমার বাসায় যেটা আছে, সেটাতে দিয়ে দেখছিলাম। প্রেসার পুলি কাজ করে না। যার কারনে ফিতা আটকে যায়। হেডও মনে হয় অকেজো হয়ে গেছে দীর্ঘদিন ব্যবহার না করার ফলে ধুলা-বালি জমে থাকার কারনে...
 
তো অস্বাভাবিক কিছু চোখে পড়ছিলো নাকি মামু.........
হ, দিপু মামা। ঘটনার কিঞ্চিৎ বিবরণ আমাগোরে দিয়েন, মামা।
 
সেকালেও ফোন ছিল!
তাও কি সম্ভব !!
এটা নিশ্চয়ই অন্য কিছু ছিলো।
 
ক্যাসেট প্লেয়ারের সাউন্ড আউটপুট থেকে কম্পিউটারে ইনপুট কানেকশন দিতে হবে। তাহলে কোন রকম এক্সটার্ণাল নয়েজ ছাড়া রেকর্ডিং পাবেন।
@Ajazil মামাকে দেখি না কেন?
উনার এই ব্যাপারে ভাল অভিজ্ঞতা থাকার কথা।
ক্যাসেট প্লেয়ার/ডেকসেট এর আউটপুট ক্যাবল কম্পিউটার/সিপিইউ এর “মাইক্রোফোন” বা Line In পোর্টে কানেক্ট করতে হবে।
এক্ষেত্রে 3.5 এম.এম হেডফোন জ্যাক সম্বলিত ক্যবালেই কাজ হয়ে যাবার কথা।
ক্যাবল ঠিকঠাক কানেক্ট করতে পারলে কম্পিউটারের Sound অপশনের Recording ট্যাবে সেটা দেখতে পাবার কথা।
এরপর সফটওয়্যারের কাজ-
অপারেটিং সিস্টেম উইন্ডোজ হলে Audacity সফটওয়্যার ব্যবহার করতে হবে, ম্যাক হলে QuickTime সফটওয়্যার ভাল কাজ করবে।
খেয়াল রাখতে হবে sound recording option যেন MME (মাল্টি মিডিয়া এক্সটেনশন) সাপোর্টেটেড হয়।
Audacity ওপেন করুন।Audio Input drop-down box এ ক্লিক করুন।
এরপর Line In option এ ক্লিক করুন। এবং "Record" বাটনে ক্লিক করুন।
ক্যাসেট ডেক এর Play বাটন চাপুন, দেখবেন Audacity-তে সেটা Record হওয়া শুরু হয়েছে।

গত অগাস্ট (নাকি আগষ্ট) মাসে আমি আমার জীবনের খুব মূল্যবান একটা সম্পদ হারিয়েছি। আপনি জানেন।
সেই শোক এখনো কাটিয়ে উঠতে পারিনি, হয়তবা পারবোও না। তাই আমাকে নিয়মিত হয়ত পাবন না।
নিজেকে ব্যস্ত রাখার জন্য এখন অনেক কিছু করতে হয়। যখন একদম একা হয়ে যাই, তখন বিভিন্ন ফোরামগুলোতে মশগুল থাকার চেষ্টা করি।
 
এমন একটা পোস্ট দিলেন, লাইক দিব, না সমবেদনা জানাব, বুঝি না।
তাছাড়া আমি নিজে এই বেদনা সইছি ২২ বছর ধরে, তবু স্বান্তনার ভাষা খুঁজে পাই না।
ভাল থাকবেন। দোয়া রইল।
 
আমাদের এক অ্যাডমিনকে আজকে ভুতে ধরেছে।

আমার এক দিনে ৩০০ পোস্ট করলেই হাফ ধরে যায়। উনার আজকে মনে হয় দেড় হাজারের বেশি পোস্ট হয়ে গেছে। রাত হতে হতে দুই আড়াই হাজার হয়ে যেতে পারে।

হি ইজ হিম্যান।
 
গোয়েন্দা চোখ না হলেও এযে অভিজ্ঞ চোখ, মামা।
পোড় খাওয়া ফোরামিক। এই চোখ থেকে কিছুই রেহাই পায় না ! হে হে হে...

ভয়ের কথা, সাবধান থাকতে হবে, হা হা হা...
 
ডায়লগটা ভালো প্রচলিত হইছে।

একটু চা খাই, চা খাবো ? খাই একটু, আপনারা খাবেন, ডেলে দেই, ডেলে দেই...
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top