আমি তো বলবো, আড্ডায়ই ওনি সব থেকে বেশী নিরাপদ। না হলে এতোগুলো পোস্টের সব গুলোই বাদ হয়ে গেলো। বেঁচে রইলো শুধু আড্ডার সেই একটি বাণী... রিপোর্টের জন্য অপু মামাকে অনেক ধন্যবাদ !!
অবশেষে আযাজিল রহস্যের সর্বশেষ মোড়ক উন্মোচন -
জনাবের সাথে প্রায় ৬ বছর আগে আমার এক দফা ইমেইল চালাচালি হয়েছিল। সেই জন্যই মুখোমুখি দেখা ছাড়াই উনি আমার ফেসবুক খুঁজে পেয়েছিলেন।
সেই শঙ্কা থেকেই আজ এই অবস্থা হয়েছে। নিজে সময় দিতে পারি না, সেও তার মতো করেই তার ভূবনটা গড়ে নিচ্ছে। খুব খারাপ লাগে। যদিও আমি তাকে মোবাইলে পুরো আশক্ত হতে দিচ্ছি না। কিন্তু কতদিন ঠেকিয়ে রাখতে পারবো !!
২০৮৫ সালে আমার হাড্ডি (যদি কিছু অবশিষ্ট থাকে) বগুড়া/রাজশাহী হইতে আলোর গতিতে ছুটতে পারা বাহন দ্বারা চিটাগাঙ্গের মিলনমেলায় মামাদের সাথে মোলাকাত করতে যাইবো...