What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০১৯ (12 Viewers)

Status
Not open for further replies.
আল্লাহর অশেষ রহমত, পিঠের ব্যাথা নিয়ে ভালই আছি। তয় পাছা শুধু জ্বলে, ২৩০ কিলোমিটার মোটর সাইকেলে বাড়ী থেকে গাজীপুর।
সব সময় পিঠে বোঝা নিয়া ঘুরলে তো পিঠ ব্যাথা করতেই পারে... ঐটা বোঝা নামাইয়া ফেললেই ঠিক হইয়া যাইবো !
তয় আপনের পাছা যদি এমনি কইরা ঢাইক্যা রাখেন, তাইলে কইলাম পাছার জ্বলুনী সহসা কমার কোনো সম্ভাবনা নাই। সেক্ষেত্রে পাছা উদলা কইরা দ্যান, দেখবেন জ্বলুনী কইম্যা গ্যাছে...
 
না, মামা। মা জীবিত থাকা পর্যন্ত বাড়ীতেই হবে ইনশাআল্লাহ্‌।
একা ? নাকি সবাই মিলে ?
বাইক নিয়া গেছিলেন কিনা, হের লাইগ্যা জিগাইলাম...
 
বলিতে দোষ হইয়াছে...
ওনি কোনো উড়ানে চড়িয়াছেন বলিয়া তো স্বীকার করিয়া লন নাই !!

একেবারে বিদ্যাসাগরীয় ভাষা...
বাহ্, সাধু সাধু...
 
আমারো ভাবতে ভালো লাগছে যে আমি আপনার কারনে বিভিন্ন দেশ ঘুরতে পারছি। ভাগ্যিস আপনার মতিভ্রম ঘটেছে। নয়তো ভিসা ছাড়ায় বিনা টিকেটে কি আর এমন ভ্রমন করতে পারতাম! ঈদ মুবারাক

Admin note: Please don't use red colour. Red is preserved for Forum Staff. Thanks for understanding.

আমি আফসুস করছিলাম, মামার বাহারি চশমার নজর আমার উপর পড়লে, ফ্রিতে আমার ইউরোপ ট্যূরটা হইয়াই যাইতো...
যাক, কপালে নাই ঘি, ঠকঠকাইলে হইবো কি...
ঈদ মুবারাক !!! গতটার না আগামীটার... :p
 
তওবা, এইটা কি কইলেন মামা...
সব বান্ধনই কি দঁড়ির বান্ধন হয় নাকি !
মায়ার বান্ধনও তো আছে... যারে ছবির ভাষায় " মায়ার বাঁধন " কয় !
 
বলিবার হেতুতে কোনই দোষ হইয়াছে বলিয়া আমার জ্ঞাত হয় নাই। যেহেতু আপনি উড়াল পথে আমাকে বারংবার বিভিন্ন পতাকার সহিত উড্ডয়ন করিতে দেখিতেছেন, সেই হেতু আপনাকেই তার কারন বলিতে হইবে🤗🤗🤗😘

বিদ্যাসাগরীয় এর পরে এবারে বঙ্কিমিয় ভাষার প্রয়োগ অনুভব করিতেছি...
সাধু সাধু...
 
LAte Eid MuBarak to all Mamuzzzz......
ভাগ্যিস ঈদটা হইছিলো...
না হইলে ঈদে চান্দেও কথা হয় না, ইমুন কথা কইতে পারতাম না !! হে হে হে...
আপনাকে আড্ডার ঘরে পূনঃস্বাগতম, মামা।
 
মামা, আশা করি আপনি ভালো আছেন...
কিছু মনে না করলে কিছু কথা বলতে চাই...
আশা-নিরাশা নিয়েই আমাদের জীবন...
মানুষ সম্ভবত একমাত্র প্রানী যে নিরাশাকে পরাভূত করে আশায় জীবন গড়তে পারে...
সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে নিজের প্রতি আস্থা রাখুন, সময়ে সব ঠিক হয়ে যাবে...
কোথাও বেড়িয়ে আসুন, আড্ডা দিন, কারো সাথে গল্প করুন, ভালো লাগা কোন বই পড়ুন...
ন্যাদাগ্যাদা একটা বাচ্চার দিকে তাকান, দেখুন ওর হাসিটা কত চমৎকার, ওর Activity কত বিচিত্র...

ভালো থাকুন, এই শুভ কামনায়...
চমৎকার...
এই কথার পর খারাপ মন ভালো না হয়েই পারে না !!
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top