এইরে... সেরেছে !!
বয়সের কারনে কি শেষ পর্যন্ত মতিভ্রমের পাল্লায় পড়লাম নাকি !!
এখন যে আবার বনেদি পতাকা উড়ছে দেখছি... খোদ ইংল্যান্ডের পতাকা...
পেটে আপাতত কোনো সমস্যা তো দেখছি না। উল্টা পাল্টা কোন কিছু খাবারও কোনো অভ্যাস আজ পর্যন্ত গড়তে পারিনি। তবে কি...
নাহ্ , বয়সটা আসলেই বেশী হয়ে গ্যাছে...
চোখের পাওয়ার কমলে সব কিছু ঝাপসা বা অস্পস্ট দেখার কথা, কিন্তু আমি যে পরিস্কারই দেখছি এটা ব্রিটিশ পতাকা...
তবে মনের ভুল হলেও তাতে আমার কোনো কস্ট নেই। নেই কোনো আফসোসও। এই মনের ভুলে হলেও যে আমার মন দিয়ে অন্তত আপনাকে ইউরোপের অনেক দেশ পরিভ্রমণ করাতে পারছি তাতেই আমার শান্তি, আমার সূখ...