What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০১৯ (8 Viewers)

Status
Not open for further replies.
ফোরাম জগতে আমার স্রেফ দুইটা আইডি ব্যবহারের অভিজ্ঞতা আছে।

একটা তো ডুবে গেছে যৌবনযাত্রার সাথে।
ঐ আইডিটাকে নিজের আর এক পরিচয় বলে মনে হত।

এখন মাঝে মাঝে মনে হয়, এই আইডি পালটে ওটাতে ফিরে যাই

ঐ আইডিতে আপনার একটা ফেবু আইডিও ছিলো না ?
 
মোটা জামা কাপড় পইরা আইসেন, চান্সে অনেক মামারাই সুড়সুড়ি দেয়ার চেষ্টা করতে পারে...
তা আর বলতে...
দেখা হওয়ার আগে অনলাইনে যতো কাতুকুতু খাই,অফলাইন আড্ডার দিন ঐ সব কাতুকুতুর হাসি একবারে হেসে ফেলি...
এর পর থেকে আবার হাসি জমাইতে থাকি, অফলাইন আড্ডার দিন হাসার জন্য...
 
খেলায় হার-জিত থাকবেই...
আমরা দলের মাঝে ফাইটিং স্পিরিটটা দেখতে চাই...
এই স্পিরিটটা বিশ্বকাপের পর আরো বাড়ার কথা ছিলো, কিন্তু কি কারনে জানি না কমে এটা একেবারে তলানীতে চলে এসেছে। হতে পারে মাশরাফির অনুপস্থিতির কারনে এরকমটা হচ্ছে !
 
ছোটবেলায় অধিকাংশ শিক্ষার্থীর মনে অংক ভীতি কাজ করে...
সরল অংকে অনেকগুলি ধাপ/প্রক্রিয়া থাকায় এটাকে বেশ জটিল মনে হয়...
সৌভাগ্য, একজন আন্তরিক শিক্ষাগুরু ধাপ/প্রক্রিয়া গুলি আয়ত্ব করে অংক ভীতি কমাতে সাহায্য করেছিলেন...
সেদিক দিয়া আপনি ভাগ্যবান, মামা।
তবে এক্ষেত্রে নিজের ইচ্ছাটাও একটা বড় ভুমিকা পালন করে। আপনার ইচ্ছা প্রবল থাকার কারনেই ভীতিটাকে জয় করতে পেরেছেন !
 
'শামান' শব্দটির সাথে প্রথম পরিচিত হই 'মাসুদ রানা' সিরিজের 'লালপাহাড়' বইটিতে (রড়ি শামান)...
পরবর্তীতে 'জুলভার্ণ' ও 'এইচ আর হ্যাগার্ড' এর বইতেও 'শামান' শব্দটি পেয়েছি...

শামান বলতে এমন এক ধরনের মানুষকে বোঝায়, যারা অলৌকিক বা রহস্যময় ক্ষমতাসম্পন্ন...
যারা তাদের অলৌকিক ক্ষমতা ও তন্ত্র-মন্ত্র দ্বারা অশুভ আত্মার প্রভাব নষ্ট করে, রোগবালাই দুর করে...
শামান শব্দটি বহুল প্রচলিত একটি শব্দ । এটির স্ত্রীরুপ শামানকা...
শামান শব্দের একটি অর্থঃ হি/শি নোজ (যে জানে)...
কারো কারো মতে শামান শব্দের উদ্ভব সংস্কৃত শ্রমণ বা আশ্রম শব্দ থেকে...

একসময় বাংলাদেশের গ্রামাঞ্চলে গুনীন, ওঝা ও সাপুড়েদের বেশ দাপট ছিল। তারা ঝাঁড়ফুকের মাধ্যমে রোগ সারাত, বালামুসিবত দূর করত...
শ্রদ্ধেয় লেখক 'হুমায়ুন আহমেদ' এর 'ফেরা' উপন্যাসে আমরা 'ফিরাইল সাব' বলে একজন গুনীন বা অলৌকিক ক্ষমতাধর ব্যাক্তির দেখা পাই...
শিক্ষার প্রসার ও চিকিৎসা সুবিধার প্রসারের ফলে এখন অবশ্য ওঝা/গুনীনদের প্রভাব অনেক কমে গেছে...
তবে আজও বাংলাদেশের শহর, গ্রাম, গঞ্জের অনেকে ওঝা/গুনীনদের অলৌকিক ক্ষমতায় বিশ্বাস করে...
মনে করে, তারা বশীকরণ মন্ত্র জানে, তারা বাণ মারতে পারে ...

একেক সংস্কৃতিতে শামানদের ভূমিকা একেকরকম। আমরা যাকে বলি ওঝা - তারাই আসলে শামান...
আফ্রিকায় এখনও শামানদের প্রভাব সর্বব্যাপী। আফ্রিকার রোগ উপশমকারী 'উইচ ডাক্তার'রা এক ধরনের শামান...

মালির ডোগান যাদুকররা তাদের 'প্রধানা উপাস্য দেবী আমা' এর সহায়তায় রোগ নিবারন করে, সমস্যার নিদান দেয়...
শামান বিষয়ে বিস্তারিত জানতে পারলাম। আপনাকে ধন্যবাদ, মামা।
 
জ্বী, তার গল্পতো অসাধারন...
এ ব্যাপারটিও দারুন সিস্টেমেটিক...
নিয়মানুবর্তীতা বিষয়ে যুবি মামা একটা রোল মডেল...
 
hello! ami nijonmelay new .sobai kemon acen?
আলহামদুলিল্লাহ ! ভালো আছি, মামা।
আপনাকে নির্জনমেলায় স্বাগতম। আশা করি এখানে আপনার সময়টা ভালই কাটবে !
 
দবরেই উৎরা, মানে শুভ সকাল মামা...
রাশিয়ার দিকে যাবেন নাকি !!
বাঙ্গালীদের ওখানে সব থেকে সমস্যার বিষয় হচ্ছে ভাষা... আপনার তো দেখি ভালোই আয়ত্ব আছে... একটা টেরাই লইয়া ফালান !!
 
সেদিক দিয়া আপনি ভাগ্যবান, মামা।
তবে এক্ষেত্রে নিজের ইচ্ছাটাও একটা বড় ভুমিকা পালন করে। আপনার ইচ্ছা প্রবল থাকার কারনেই ভীতিটাকে জয় করতে পেরেছেন !
আমার তো এখনো অংক মজা লাগে
নাইন আর ফাইভের অংক দেখিয়ে দেই বাচ্চাদের, যদিও কদাচিৎ।
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top