What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০১৯ (3 Viewers)

Status
Not open for further replies.
যেই শ্রীলঙ্কার জয়াসুরিয়াকে নিয়ে কথা হচ্ছিলো সেই শ্রীলঙ্কা বাংলাদেশকে আজ এক হাত দেখিয়ে দেবার প্রত্যাশায় মাঠে নেমেছে। ইতিমধ্যেই তারা খেলার দখল বেশ কিছুটা নিজেদের করে নিয়েছে। সাকিব, মাশ্রাফি আর লিটন বিহীন বাংলাদেশ দলের অবস্থা এই মুহুর্তে খুবই নাজুক...
নতুনদের সুযোগতো দিতেই হবে, এভাবেই হয়তো বেরিয়ে আসবে নতুন কোনো মাশরাফি বা সাকিব :rolleyes:
 
কথায় বলে, আমেরিকা বিশেষ উদ্দেশ্যে যার বন্ধু হয়, তার শত্রুর দরকার হয় না...
প্রিয়া সাহার আসল উদ্দেশ্য কি, সে ব্যাপারে সরকার যদি তদন্ত না করে কিংবা এর পিছনে কোনো ষড়যন্ত্র থেকে থাকলে সেটা যদি অনুসন্ধান করে বের না করে তবে এর জন্য দেশকে হয়তো ক্ষতির সম্মুখীন হতে হবে !!
 
এখন মামু বিজ্ঞানিক কল্পকাহিনী লিখতে গেলে কোথাও না কোথাও কারো লেখার সাথে অথবা হলিউডের সিনেমার সাথে মিলে যেতেই পারে। যেমন স্পেসশিপ, আকাশগঙ্গা, ব্ল্যাক হোল, গ্রহ অভিযান, রোবট এসবই তো কল্পকাহিনীর বিষয় 🤖
বৈজ্ঞানিক কল্প কাহিনী লিখলে লগি, বৈঠা কিংবা নৌকা তার লেখার উপকরণ থাকার কথা নয়। স্পেশ শীপ, রোবট, কিংবা ভিন্ন ভিন্ন প্ল্যানেটই থাকবে তার লেখার বিষয়। যিনিই এই বিষয়ে লিখেন না কেনো তার বিষয় বস্তুতে এগুলো যে থাকতে হবে সেটা তো সবারই জানা। যেহেতু লেখাটাই এসব কিছু নিয়ে।
কারো কারো লেখার সাথে গল্পের কোনো অংশ মিলে যাওয়া আর গোটা গল্পটাই কোনো একটা লেখাকে অনুসরণ করে লেখার মাঝে অনেক পার্থক্য আছে, মামা। একই বিষয় নিয়ে লিখলে লেখাতে অন্যান্য লেখকের কিছু কিছু অংশ মিলে যেতেই পারে। এটা হওয়া খুবই স্বাভাবিক। কিন্তু গল্পটা কিংবা গল্পের থিমটা যদি কোন লেখককে অনুসরণ করে সাজানো হয়, তবেই তাকে সেই লেখা বা গল্পের ছায়া অবলম্বনে লেখা গল্প বলে। যেটা জাফর ইকবালের লেখাতে প্রায়ই দেখা যায়। শুধু তাই নয়, ওনি সেই গল্পের শুরুতে এই কথাটি উল্লেখও করে দেন। আর সে জন্যই আমি বলেছিলাম, ওনি এই বিষয়ে খুবই উঁচু মানের লেখক, যদিও ওনার বেশীরভাগ গল্পই বিদেশী কাহিনীর ছায়া অবলম্বনে রচিত...
 
আমি আমার মন্তব্যে কি বলেছি, তা হালনর মামা ছাড়া সবার কাছেই পরিস্কার...
ওনার কাছে ওনার যুক্তির বাইরে আর কিছু নাই, থাকতে পারেনা...
এরকম হলে যে কেউ তার গ্রহণযোগ্যতা হারাবে।
তবে আপনার কোন মন্তব্য আমার বা অন্য কারো বুঝতে কোন সমস্যা হয়েছে বলে এখন পর্যন্ত আমি দেখিনি...
 
আমেরিকা আইতে চাইলেও পারবেনা যদি পাশের দেশটা সজাগ থাকে এব্যাপারে, তয় সেখানকার বর্তমান সরকার প্রতিবেশীর প্রতি ততটা সজাগ না।
আসা না আসা তো অনেক দূরের ব্যাপার, মামা। তার আগে আসার জন্য যারা বা যিনি খাল খনন করেছেন/করতেছেন তাদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। এবং প্রয়োজনে এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে !
 
তাইলে আর কই? এতো সাধের মনিকেবিন, দেখাশোনা না কইরা কি পারে............
তার মানে আপনার কাছে মনি মামার ব্যাপারে খোঁজ আছে !!
আমি কিন্তু আপনাকে মনি কেবিনে খোঁজ নিয়ে জানানোর জন্য অনুরোধ করেছিলাম...
 
যতক্ষণ বিদ্যুৎ সরবরাহ থাকে আরকি, কিন্তু মাস শেষে আবার টাকার অঙ্কটা বিশাল আকারে ভরতে হবে 😕 প্রকৃতির বাতাসের কাছে ওই কৃত্রিম ঠান্ডাটার কোনো অবস্থানই নেই বলতে গেলে..........

প্রকৃতি যখন নিজেই গরম হয়ে যায়, তখন এসির থেকে আরামদায়ক আর কি আছে !!
 
hi . Ami new member . Amar nam Anupam .ami kolkata theke .
স্বাগতম, অনুপম মামা।
চলেন এখানে নিয়মিত আড্ডা দেই !
কলকাতাতে এখন গরম কেমন পড়ছে, মামা ?
 
ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুয়ো না...
আমার এতো সাধের কান্নার দাগ ধুয়ো না...
সে যেন এসে দেখে, পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি...
খবরটা মামী জানে ?
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top