What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০১৯ (18 Viewers)

Status
Not open for further replies.
মিডিয়াতে দেখছি প্রিয়া সাহা বেশ ভালো একটা জায়গা দখল করে নিছে...
নিজের বিজ্ঞাপন হিসাবে এচিভম্যান্ট একেবারে খারাপ না। কি বলেন সবাই ?
 
সেখানে রিপ্লায়তে আরো লেখা ছিল যে উনি ক্রীড়ার সাথে জড়িত নন, একমাত্র টেলিভিশন সেলিব্রেটি উনি............

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ ও অন্যান্য কোচিং স্টাফ কে/কারা হবেন তা নির্ধারনের সম্পূর্ণ এখতিয়ার বিসিবির...


সরকারের উচ্চ পর্যায়ের কেউ কেউ কখনো সখনো কোচ/দল নির্বাচনে প্রভাব রাখেন (সেটা আমার বিষয় নয় এবং এখানে আলোচ্যও নয় - শুধুমাত্র কখনো সখনো ঘটে বলে উল্লেখ করা হলো)...


নির্জনের আড্ডায়, পত্রিকায়, দেশের অন্যত্র আড্ডায়/আলোচনায়ও ভক্ত/ক্রীড়ামোদিরা দলের কোচ ও অন্যান্য কোচিং স্টাফ কে/কারা হবেন, কে হলে ভালো হয়, কার হওয়া উচিত নয়, দলে কাকে কাকে নেয়া দরকার, কাকে কাকে বাদ দেয়া দরকার, ম্যাচে কাকে কাকে খেলানো উচিৎ তা আলোচনা করে...
সেটা দেশকে/দলকে ভালোবেসেই করে, তাতে কোন অন্যায় নাই এবং তা সাধারনত এ ব্যাপারে প্রভাবও ফেলে না...


হ্যাঁ, আপনার আগের রিপ্লাইগুলিতে 'উনি ক্রীড়ার সাথে জড়িত নন', 'স্পোর্টস লাইনের সাথে কোনোভাবেই আর জড়িত নন' কথাগুলি অবশ্যই ছিল । সেই সাথে আরো উল্লেখ ছিলো 'আর ঐপাড়ের দাদা হলে তো আরো ভালো হতো', 'বুঝানোর কি আছে তিনি তো দাদা তাই'... আরো কিছু মন্তব্য ছিলো যা আপাতত উল্লেখ করলাম না...

এখানে আপনি আপনার নিজেরই যুক্তির সাথে contradict করছেন না ? আপনার কি মনে হয় ?...

আপনার মতামত, মন্তব্য, যুক্তি আপনার নিজের - তাতে আমার বা কারো কোন প্রভাব নেই...

আলোচনায় আমি ও আরন মামা বারবার যেটা উল্লেখ করছিলাম - এটা আমাদের জাতীয় দল, ছোটখাট কোন ক্লাব বা দল নয় ।দাদা ও জয়াসুরিয়া নিঃসন্দেহে খুবই ভালো খেলোয়াড় ছিলেন । কিন্তু ভালো খেলোয়াড় হলেই সবসময় ভালো কোচ হওয়া যায় না । তাছাড়া খেলোয়াড়ী জীবন শেষে তারা কোন পর্যায়ে কোচিং এর সাথে যুক্ত ছিলেন কিনা সে তথ্য জানা নেই। কোচিং এ অনভিজ্ঞ, আনকোরা কারো উপর জাতীয় দলের দায়িত্ব দেয়ার মত রিস্ক নেয়া ঠিক হবে না।
আমি আরো বলেছিলাম - 'আমাদের খেলোয়াড়দের গিনিপিগ হিসাবে ট্রিটমেন্ট করার উদ্ভট আইডিয়ায় আমি ঘোর বিরোধী' ।

যাই হোক আলোচনার খাতিরেই বিষয়গুলি উল্লেখ করলাম । আপনার নিজস্ব যুক্তি, বিবেচনা আপনার নিজের ব্যাপার ।
ভালো থাকুন । অনেক ধন্যবাদ ।
 
সেকারণেই গাছ না লাগানোর আগেই কাঁঠালের মাপজক শুরু করছেন :rolleyes:

মন্তব্যটার আগা-মাথা কিছু বোঝা গেলো না ...
 
বাংলাদেশ ক্রিকেট দলের কোচ ও অন্যান্য কোচিং স্টাফ কে/কারা হবেন তা নির্ধারনের সম্পূর্ণ এখতিয়ার বিসিবির...


সরকারের উচ্চ পর্যায়ের কেউ কেউ কখনো সখনো কোচ/দল নির্বাচনে প্রভাব রাখেন (সেটা আমার বিষয় নয় এবং এখানে আলোচ্যও নয় - শুধুমাত্র কখনো সখনো ঘটে বলে উল্লেখ করা হলো)...


নির্জনের আড্ডায়, পত্রিকায়, দেশের অন্যত্র আড্ডায়/আলোচনায়ও ভক্ত/ক্রীড়ামোদিরা দলের কোচ ও অন্যান্য কোচিং স্টাফ কে/কারা হবেন, কে হলে ভালো হয়, কার হওয়া উচিত নয়, দলে কাকে কাকে নেয়া দরকার, কাকে কাকে বাদ দেয়া দরকার, ম্যাচে কাকে কাকে খেলানো উচিৎ তা আলোচনা করে...
সেটা দেশকে/দলকে ভালোবেসেই করে, তাতে কোন অন্যায় নাই এবং তা সাধারনত এ ব্যাপারে প্রভাবও ফেলে না...


হ্যাঁ, আপনার আগের রিপ্লাইগুলিতে 'উনি ক্রীড়ার সাথে জড়িত নন', 'স্পোর্টস লাইনের সাথে কোনোভাবেই আর জড়িত নন' কথাগুলি অবশ্যই ছিল । সেই সাথে আরো উল্লেখ ছিলো 'আর ঐপাড়ের দাদা হলে তো আরো ভালো হতো', 'বুঝানোর কি আছে তিনি তো দাদা তাই'... আরো কিছু মন্তব্য ছিলো যা আপাতত উল্লেখ করলাম না...

এখানে আপনি আপনার নিজেরই যুক্তির সাথে contradict করছেন না ? আপনার কি মনে হয় ?...

আপনার মতামত, মন্তব্য, যুক্তি আপনার নিজের - তাতে আমার বা কারো কোন প্রভাব নেই...

আলোচনায় আমি ও আরন মামা বারবার যেটা উল্লেখ করছিলাম - এটা আমাদের জাতীয় দল, ছোটখাট কোন ক্লাব বা দল নয় ।দাদা ও জয়াসুরিয়া নিঃসন্দেহে খুবই ভালো খেলোয়াড় ছিলেন । কিন্তু ভালো খেলোয়াড় হলেই সবসময় ভালো কোচ হওয়া যায় না । তাছাড়া খেলোয়াড়ী জীবন শেষে তারা কোন পর্যায়ে কোচিং এর সাথে যুক্ত ছিলেন কিনা সে তথ্য জানা নেই। কোচিং এ অনভিজ্ঞ, আনকোরা কারো উপর জাতীয় দলের দায়িত্ব দেয়ার মত রিস্ক নেয়া ঠিক হবে না।
আমি আরো বলেছিলাম - 'আমাদের খেলোয়াড়দের গিনিপিগ হিসাবে ট্রিটমেন্ট করার উদ্ভট আইডিয়ায় আমি ঘোর বিরোধী' ।

যাই হোক আলোচনার খাতিরেই বিষয়গুলি উল্লেখ করলাম । আপনার নিজস্ব যুক্তি, বিবেচনা আপনার নিজের ব্যাপার ।
ভালো থাকুন । অনেক ধন্যবাদ ।
চমৎকার ব্যাখ্যা...
সব দিক তুলে ধরে আপনি যে মন্তব্য লিখেছেন এর পরে এই ব্যাপারে আর কোনো কথা থাকে না।
 

আসুন নির্জনে আড্ডা মারি - ২০১৯

সবাইকে আড্ডা ঘরে স্বাগতম!

বিশেষ কারনে এই থ্রেডটি আবার নতুন করে চালু করা হয়েছে যার ফলে হয়তো অনেকেরই অসুবিধা হতে পারে, সে জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত!

এই থ্রেডটি আমাদের অনেকের জন্যই নিশ্বাসের মতো। বিশেষ করে আড্ডাপগল আড্ডাবাজদের জন্য তো বটেই। আমরা যেমন প্রতিনিয়ত নিশ্বাস নেই বেঁচে থাকার জন্য ঠিক তেমনি এই থ্রেডে আটকে থাকে আমাদের প্রান। একদিন আড্ডা দিতে না আসলে মনে হয় যেন কিছু হারিয়ে গেছে। অসম্পূর্ণ থেকে গেছে আজকের দিনটা...

শত ব্যস্ততার মধ্যেও সব ক্লান্তি দুর করে বন্ধুদের সাথে কিছুটা সময় অতিবাহিত করার জন্য আমরা এখানে ছুটে আসি এবং মন খুলে কথা বলে আড্ডা মারি যার ফলে সব ক্লান্তি দুর হয়ে যায়।

আশা করবো সবাই আগের মতোই এখানে আড্ডা মারবো এক সাথে।



ধন্যবাদ
Ha adda mara jay, kintu kar sathe
 
চমৎকার ব্যাখ্যা...
সব দিক তুলে ধরে আপনি যে মন্তব্য লিখেছেন এর পরে এই ব্যাপারে আর কোনো কথা থাকে না।
Every thing in Bangladesh is out of order
 
মন্তব্যটার আগা-মাথা কিছু বোঝা গেলো না ...
গাছে কাঁঠাল ধরতে দেখেই গোঁফে তেল দেয়ার মানেই হলো- আয়ত্তে না আসতেই আড়ম্বরের তোড়জোড় কিংবা প্রাপ্তির আগেই আয়োজন।
এক্ষেত্রেআমাদের হালনর মামা আরেক কাঠি উপরে মানে আরো সরেস মন্তব্য করেছেন। কাঁঠাল তো দূরে থাকুক, কাঁঠাল গাছ লাগানোর আগেই গোফে তেল দেয়ার মাপজোঁক চলছে... সম্ভবত ওনি এটাই বুঝিয়েছেন।
ওনি ওনার বক্তব্যে রস যোগ করে একেবারে রসময় করে তুলেছেন বলেই আমার মনে হলো...
 
Ha adda mara jay, kintu kar sathe
কেনো ? আমাদের সাথে আড্ডা মারবেন !!
আড্ডা দেয়ার জন্য তো আমরা একপায়ে দাঁড়িয়ে আছি...
 
Every thing in Bangladesh is out of order
আড্ডা দিতে চাইলে আপনাকে এই ঘরে স্বাগতম। এখানে আমরা সাধারণত বাংলা ভাষায় আড্ডা দিয়ে থাকি। অতএব, বাংলিশে নয়, বাংলাতে আপনার রিপ্লাই লিখে এখানে আড্ডা দিন। তাতে আড্ডার মজাটা সবাই সমানভাবে নিতে পারবে !!
 
ইসাবেলা আর হের্ জামাই ফার্দিনান্দের হাতে গ্রানাডার রক্ত লাইগা আছে...........

সঠিক । পর্তুগিজ (কাস্তিয়ার) রাণী ইসাবেলা এবং আরাগোনের রাজা ফার্ডিন্যান্ডের (স্বামী-স্ত্রী) ও তাদের বাহিনীর নিষ্ঠুরতা ও বর্বরতার তুলনা ইতিহাসে বিরল । নির্মমতার ও প্রতরনার সে ইতিহাস দুঃখজনক ভাবে পশ্চিমা (খৃষ্টান) ঐতিহাসিকদের রচনায় উহ্য রয়ে গেছে...
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top