What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০১৯ (35 Viewers)

Status
Not open for further replies.
দুর্ভাগ্যজনক ভাবে তা আর হয়নি...
Beside Also There was Bad Umpiring...

ধর্মসেনার আম্পায়ারিং নিয়ে আমার খুব উঁচু ধারনা ছিলো। সব সময়ই তাকে ভালো আম্পায়ারিং করতেই দেখেছি। কিন্তু ফাইনালে এসে সে বেশ কিছুটা সুখ্যাতি হারিয়েছে বলেই মনে হয় !
 
আপনি ঠিকই বলেছেন, মামা। আসহাবে কাহাফ খ্যাত গুহাবাসীরা সাধারন গুহাবাসি ছিলেন না। তাছাড়া তারা ঐ গুহাতে স্বাভাবিক জীবন যাপনও করেননি। তবে পাহাড়ে গুহা তৈরী করে যারা বসবাস করতো এরকম ঘটনার বিবরণও ক্বোরআন হাদিস দ্বারা প্রমাণিত সত্য...

একমত । 'আসহাবে কাহাফ' অর্থাৎ 'গুহাবাসীরা' স্বাভাবিকভাবে গুহায় বসবাসকারী ছিলেন না।
তবে গুহায় বসবাস করতো এমন মানব গোষ্ঠীও অতীতে ছিলো ।
 
মেঘলা আকাশ ভালো লাগে...
আর আমার ভালো লাগে ঝড় বৃস্টি হয়ে যাবার পর শান্ত আবহাওয়াটা... বিশেষ করে ঝড়ের পরে...
 
মজার ব্যাপার কি জানেন! যে আলেম বা ওলামা এই বয়ান দিচ্ছেন, গিয়ে দেখেন উনি নিজেই পরিবার পরিকল্পনা গ্রহন করে নিজেকে নিয়ন্ত্রণে রেখেছেন। মানুষের প্রাত্যহিক জীবনে ইসলামী আইন কানুনের অবশ্যই গুরুত্ব রয়েছে। কিন্তু, তার কতটুকু আমরা সাধারণ জনগণ মেনে চলি। বলা সহজ, কিন্তু মানা কঠিন। আপনাকে বোতলের সাইজ বুঝেই পানি ঢালতে হবে। শিক্ষিত সমাজে তার কিছুটা প্রতিফলন দেখা গেলেও, অপেক্ষাকৃত নিম্নবুদ্ধি সম্পন্ন প্রান্তিক জনগণের মধ্যে অসচেতনতার অভাব রয়েছে। এই ব্যাপারে প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে তাদের কে সুশিক্ষা দেওয়া যেতে পারে। দিনশেষে আপনাকে কিন্তু পরিস্থিতি অনুযায়ী কাজ করতে হবে। যা ক্ষতিকর তা পরিহার করে সমস্যার সমাধান করায় সঠিক বলে আমি মনে করি।
আমি যাদেরকে ব্যাক্তিগতভাবে চিনি তারা কেউ ফ্যামিলি প্ল্যানিং এর সাথে নিজেদের জড়ায়নি। তবে আপনি যাদের কথা বলেছেন তাদেরকেও আমি চিনি। তাদের ব্যাপারে বলতে গেলে গীবত হয়ে যাবে বলে ঐভাবে বলতে চাচ্ছি না। আমি এমন একজন আলেমকে চিনতাম যিনি বেশ কয়েকটা টিভি চ্যানেলে নিয়মিত প্রোগ্রাম করতেন। ক্যামেরার সামনে বসার আগে বেশ কিছুক্ষণ সময় ওনি মেকাপ রুমে কাটাতেন। ওনার ব্যাক্তিগত মেকাপম্যান ছিলো বলেও শুনেছি। ফেস মেকাপের একটা পার্ট ছিলো কপালে নামযের দাগ অঙ্কন করা। যাতে ওনাকে খুব বেশী আমলদার লোক মনে হয়।
তবে আমি ব্যাক্তিগতভাবে হক্কানী আলেমদের মতের সাথে একমত পোষণ করি। পৃথিবীতে যারা আসার তাদের আসতে দেয়াই উচিৎ। তাদের ভাগ্য বা তাদের রিযিক নিয়ে আমাদের ভাবতে হবে না। যিনি রাজ্জাক তিনি সবাইকে রিযিক দান করবেনই ! তাছাড়া জনসংখ্যার আধিক্যতা কখনো অভিশাপ হয়ে দেখা দেবার কথা না, যদি সেই জনসংখ্যা দক্ষ জনশক্তিতে রূপান্তর করা যায়...
 
আমার সাথে সময় করে একদিন আসুন মামা...
ইনশাআল্লাহ !
আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন...
 
আপনার কাছে যুক্তিযুক্ত মনে না হলেও তিনি/তারা তার/তাদের যুক্তি দিয়েই যাবেন...
প্রায় বছর কুড়ি বৎসর আগে আমার সাথে একজনের পরিচয় ঘটে যার আচার আচরণ ছিলো অত্যান্ত অমায়ীক। দ্বীন দুনিয়ার ব্যাপারে বিস্তর জ্ঞানের অধিকারী ঐ ব্যাক্তির সাথে সপ্তাহে একদিন আড্ডা দেয়ার জন্য আমি সপ্তাহের একদিন কাজ কামাই দিতাম। বেশ কিছুদিন এভাবে চলার পর এক সময় দেখলাম ওনার আক্বিদায় মারাত্নক ত্রুটি আছে। ওনার বিশ্বাস পবিত্র ক্বোরআনুল কারীম আসলে ত্রিশ পাড়া নয়। চল্লিশ পাড়া। আব্বাসীয় শাষনামলে দশ পাড়া বিভিন্ন কারনে গোপন করে ফেলা হয়েছে। শুরুতে ওনার কথার সাথে কোনো দ্বিমত করতাম না। না করার কারন হল, তাতে করে আড্ডার পরিবেশ এই কারনে নস্ট হয়ে যেতে পারে সে জন্য। সেই সুযোগে ওনি আব্বাসীয় শাষনামলের বিস্তারিত ইতিহাস ও সেই সাথে তার পর্যালোচনা তুলে ধরতে শুরু করলেন। এক সময় আমার কাছে ওনার কথাগুলো বেশ যুক্তিযুক্ত বলে মনে হতে লাগলো। ঘটনাটা পরবর্তীতে আমার আরেক বন্ধুর সাথে বলার পর সে আমাকে জানালো- শুরুতেই আমি দ্বিমত পোষণ না করে তার কথার সাথে কথা মিলানোর ফল স্বরুপ আমার মনের অবস্থা এমন হয়েছে। এই অবস্থা থেকে দ্রুত বেড়িয়ে না আসলে অবস্থার আরো অবনতি ঘটতে পারে। সিদ্ধান্ত নিতে আমি দেরি করিনি। পরের সপ্তাহ থেকেই আমি আর কাজ কামাই দেইনি। ফলশ্রুতিতে অল্প কিছুদিনের মাঝেই আমি আমার স্বাভাবিক মানসিকতায় ফিরে আসতে পেরেছি...
এখন ভাবি, এরকম একটা ভ্রান্ত ধারনা বা বিশ্বাস যারা পোষণ করে তাদেরও কতো সুন্দর যুক্তি আছে... আর সেই যুক্তির ফাঁদে ফেলে অনেককেই বিপথে নিয়ে যাবার প্রয়াস চালাচ্ছে।
সে কারনেই এখন বেশ জোর গলায়ই বলতে পারি, সব যুক্তি সবার কাছে যুক্তিযুক্ত নাও হতে পারে...
 
ক্যা বিড়ম্বিত ক্যা, নাম পছন্দ হয় নাই.. ??
নামের পছন্দ অপছন্দনীয়তা নিয়ে কোনো আপত্তি নেই।
কিন্তু নামের মাহাত্ন্য নিয়ে বিড়ম্বিত ! হে হে হে...
 
সহমত । খেলায় জয়ের জন্য ভালো খেলার সাথে সাথে ভাগ্যেরও সহায়তা লাগে...
ফাইনাল খেলায় নিউজিল্যান্ডকে বেশ কয়েকটা বেডলাক একবারে পেয়ে বসেছিলো। আর সেই খারাপ ভাগ্যের বলি হলো নিউজিল্যান্ড !!
 
হালনর মামায় কি আমারে ছাড়া একলা দাওয়াত খাইবো...
হালনর মামার বিয়ের খবরটা পান কিনা দেখেন, দাওয়াত সে তো মেলা দূরের ব্যাপার !!
 
আছি তো, চলে যাচ্ছে এভাবেই জীবনের নিয়মে
এখন আছেন, এভাবেই থাকেন সে কামনাও রইলো।
মাগার এইসা দিন নেহি রাহেগা...
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top