What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০১৮ (6 Viewers)

Status
Not open for further replies.
তাইত! হীরা, মনি, মুক্তা সব তো তলেই পাওয়া যায়।
তয় উপরের মেঘ বৃষ্টি ও তো আপনার দখলে।
তাইলে আরন মামায় পাইব কি ? ;)

আমার আর কি! শেষ পর্যন্ত বাগানে বাগানে সময় পার করন লাগবো...
 
মমমমানে....আড্ডাটা আবার অন্যদিকে ঘুইরা যাইতাছে কিনা, তাই........

ঘুরা জিনিষ আবার ঘুরবো কি? আড্ডার চাক্কা তো সব সময় ঘুরতেই আছে...
 
মেঘ বৃষ্টিটা কইলাম আমার.........

খাইছে! এইবার তো মনে হয় বর্ষাও দখলের চেস্টা করবেন বইল্যা মনে হয়...
 
পুরান ঢাকার কথা উঠলেই ভানু বন্দোপাধ্যায়ের কথা মনে পরে যায় মামু. "আজ্ঞে আমি ঢাকার ভানু"

ওনি তো দিপু মামার বাড়ির লোক...
 
কেন মামু? হেয় তো সেইরকম কেউ না. শিল্পী মানুষ. মানুষের জন্যই তাগো কাম কাইজ :)

সেই রকমটা কোন রকম, মামা?
 
প্রথম কথা হচ্ছে নির্জন মেলায় কোন সাহেব নেই-সব মামা।

ফ্রান্স কে আফ্রিকান টিম বলার কারন হল দলে ওদের খেলোয়াড়দের জন্মসুত্রে নাগরিকত্তের পরিচিতিঃ-


1. Presnel Kimpembe- Congo
2. Samuel Umititi- Cameroon
3. Paul Pogba-Guinea
4. Kylian Mbappe- Nigeria/Cameroon
5. Corentin Tolisso-Togo
6. N 'Golo Kante- Mali
7. Ousmane Dembele- Senegal/Mali
9. Steve Mandada-DR Congo
10. Adil Rami- Morocco
11. Nabil Fekir- Algeria
12. Steven Nzoni-DR Congo
13. Djibril Sidibe-Senegal
14. Benjamin Mendey-Senegal


আফ্রিকা বলে কোন দেশ নেই।
'আফ্রিকান' বললে আফ্রিকান মহাদেশের বলেই বোঝে। সাউথ আফ্রিকা নয়।
যেমন এশিয়ান ইউরোপিয়ান বললে কোন দেশ নয় মহাদেশের বলে বোঝায়।

ধর্ম, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা ইত্যাদি নিয়ে আপনার মতবাদ এর যথার্থতা নিয়ে আমার সহমত বা দ্বিমত নাই।
ইকবাল মামা। আপনাকে শুধু অনুরোধ করছি এই আড্ডায় এই ধরনের উক্তি গুলো পরিহার করতে।
কারন ধর্ম, জাতি, বর্ণ এইগুলো মানুষের মনের গভিরের আবেগের বিষয়।
এই গভীর আবেগের বিষয় গুলো দলাদলি ও সিরিয়াস বিতর্কের সৃষ্টি করে।

"আড্ডায় আমি/আমরা" শুধুমাত্র বিনোদন আস্বাদ করতে চাই"
অন্য কিছু নয়।
অন্যকিছুর জন্য অন্য অনেক ফোরাম আছে।

এই বিষয়ে কারও দ্বিমত থাকলে প্রকাশ করতে পারেন।

এই কথাটাই আমি বারবার বুঝানোর চেস্টা করছিলাম...
 
এগুলো আমি বেশ ভালোই জানি মামু. কিন্তু এমন লোকও আছে যারা এসব মেনে নিতে তো পারেইনা আবার তাদের অন্ধ ফান্ডামেন্টাল উক্তি দিয়ে একটা কঠিন পরিস্থিতির সৃষ্টি করে (আমি সাধারণত তাদেরকে ইগনোর করে চলি মানে তারা অস্তিত্বহীন আমার নিকট)

এই জন্যই এটা নির্জন আড্ডা... নির্মল আনন্দের ঠিকানা... এখানে শুধু আনন্দ দেয়া আর নেয়ার কারবার...
 
ওই টাতে আমার ছবি যেন অবশ্যই থাকে ।

হ, ঐটার পরথমেই আপনের ছবি থাকবো... তয় আপনে কইলাম এখনো আপনের ছবি (আভাটার) দ্যান নাই!
 
কুমড়া আরন মামারও অনেক পছন্দ।

তাই নাকি! আমি কিন্তু জানি না। আমার জানামতে হের তো আপেল পছন্দ আছিলো !!...
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top