What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০১৮ (2 Viewers)

Status
Not open for further replies.
এইটা তো দিপু মামার পুরান পেশা... তয় যার তার ঘটকালি কইলাম মামায় করে না... আপনেগোর লাহান কিছু মাইনষের লাইগ্যা করে...
ভালো information :D
 
বেলজিয়াম কিন্তু তুখোড় ফুটবল খেলছে এবারের বিশ্বকাপে... জাপানের সাথে প্রায় পুরো ম্যাচ ০-২ গোলে পিছিয়ে থেকেও শেষ ক'মিনিটে ৩ গোল করে জয় ছিনিয়ে নেয়াটা কিন্তু চাট্টিখানি কথা ছিলো না।
আর ব্রাজিলের সাথে তো চমৎকার কাউন্টার এটাক করে গোলের খেলা ফুটবলের সেই কাংখ্যিত গোল আদায় করে নিয়েছে...
তবে এখন পর্যন্ত যতোগুলো খেলা দেখেছি, তার মাঝে গতো রাতের রাশিয়া-ক্রোয়েশিয়া ম্যাচটি ছিলো অন্যতম সেরা ম্যচ। এই ম্যাচের সাথে শুধুমাত্র স্পেন-পর্তুগালের ম্যাচটারই তুলনা চলে... কাল রাতের ম্যাচ দেখে আমি তৃপ্ত...
বেলজিয়ামের জন্য ভালো কিছু প্রত্যাশা করছি এবার মামু, সত্যি দলটা বেশ ব্যালেন্সড. অনেক বছর পর আবার এমন বেলজিয়াম দল দেখছি. বেলজিয়ামের একটা খেলার কথা আমি সবসময় মনে করি সেটা হলো ১৯৯৪ বিশ্বকাপের গ্রূপ পর্বে নেদারল্যান্ডসের বিরুদ্ধে যেখানে তারা ১-০ তে জেতে. আক্রমণ প্রতি আক্রমণে খেলার এমন অবস্থা সবাই নিঃশাস নিতেও ভুলে গেছিলো, আর বেলজিয়ান গোলরক্ষক মিচেল প্রেউড হমে সেদিন মনে হয় একাই দশ থেকে পনেরো বার নেদারল্যান্ডসের গোলশুট রুখে দিয়েছিলো. ওই খেলাটা ছিল আমার জীবনে দেখা সেরা খেলাগুলোর একটা. যেহেতু আমি নিজেও গোলকিতে খেলতাম তাই মিচেল প্রেউড হমের স্টাইল গুলোকে অনুকরণীয় হিসেবে নিয়েছিলাম
 
বেলজিয়ামের জন্য ভালো কিছু প্রত্যাশা করছি এবার মামু, সত্যি দলটা বেশ ব্যালেন্সড. অনেক বছর পর আবার এমন বেলজিয়াম দল দেখছি. বেলজিয়ামের একটা খেলার কথা আমি সবসময় মনে করি সেটা হলো ১৯৯৪ বিশ্বকাপের গ্রূপ পর্বে নেদারল্যান্ডসের বিরুদ্ধে যেখানে তারা ১-০ তে জেতে. আক্রমণ প্রতি আক্রমণে খেলার এমন অবস্থা সবাই নিঃশাস নিতেও ভুলে গেছিলো, আর বেলজিয়ান গোলরক্ষক মিচেল প্রেউড হমে সেদিন মনে হয় একাই দশ থেকে পনেরো বার নেদারল্যান্ডসের গোলশুট রুখে দিয়েছিলো. ওই খেলাটা ছিল আমার জীবনে দেখা সেরা খেলাগুলোর একটা. যেহেতু আমি নিজেও গোলকিতে খেলতাম তাই মিচেল প্রেউড হমের স্টাইল গুলোকে অনুকরণীয় হিসেবে নিয়েছিলাম

খেলাটা দেখেছি বলে স্পস্ট মনে পড়ছে না। আগে বিশ্বকাপের প্রায় খেলাই আক্রমণ প্রতিআক্রমণের মাঝে চলতো। শুরু থেকে শেষ পর্যন্ত টানা উত্তেজনায় থাকতে হতো। এখন সে তুলনায় দুয়েকটা ম্যাচ ছাড়া ওরকম উত্তেজনা আর খুঁজে পাই না...
 
খেলাটা দেখেছি বলে স্পস্ট মনে পড়ছে না। আগে বিশ্বকাপের প্রায় খেলাই আক্রমণ প্রতিআক্রমণের মাঝে চলতো। শুরু থেকে শেষ পর্যন্ত টানা উত্তেজনায় থাকতে হতো। এখন সে তুলনায় দুয়েকটা ম্যাচ ছাড়া ওরকম উত্তেজনা আর খুঁজে পাই না...
খেলাটার কিছু অংশ ইউটুবে পাবেন, নেদারল্যান্ডস - বেলজিয়াম ইউএসএ ১৯৯৪. এখন একবার দেখলাম আবারো :)
 
আপনার এই কথাটায় আমি সম্পূর্ণ সহমত পোষন করছি।
জী জনাব, ধন্যবাদ।
নিজেদের মধ্যে মতভেদ থাকতেই পারে তবে দেশের স্বার্থে আমার সবাই একজোট...
 
খোচা দিবো কেনো, মামা? আপনি তো চিড়িয়াখানায় বসবাস করেন না! আমি শুধু আপনার মন্তব্যে আমার সংশয়টা নিরসন করতে চেয়েছিলাম... আপনি ফ্রান্সকে আফ্রিকান টিম হিসাবে আমাদের কাছে পরিচয় দেয়াতে আমি একটু দ্বিধায় পরে গেয়েছিলাম। যেহেতু আমার পড়া-লেখা নেই বললেই চলে, এব্যাপারে জ্ঞান একেবারেই অপ্রতুল, তাই আপনার মতো গ্র্যাজুয়েট লোকের কথা তো সরাসরি অবিশ্বাস বা অস্বীকার করতে পারি না, সেই জন্য ফ্রান্সের এই মহাদেশীয় পরিবর্তনের কথাটা অন্যান্যদের কাছ থেকে জেনে নিতে চেয়েছিলাম আরকি! নিচের দু'টি কোটের উপর একটু চোখ বুলালেই বিষয়টা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে, মামা...
জী জনাব,প্রথম কমেন্টে মনি সাহেব করেছেন। আমি তার জবাব দিয়েছি।
যেহেতু মনি সাহেব প্রথমে ফ্রান্সকে african team বলেছেন আপনার উচিত ছিল ওনাকেই এই প্রশ্ন করা..
bangladesh সাড়ে 4 কোটি শিক্ষিত বেকার যুবক আছে তারমধ্যে ফিফটি পার্সেন্ট আরো বেশি গ্রাজুয়েট।
অর্থাৎ বাংলাদেশের শিক্ষিত বেকার যুবকদের মধ্যে 10 জনের মধ্যে 6-7জন গ্রাজুয়েট।
এটা নিয়ে খোঁচা দেয়ার কি হলো?
 
বাংলাদেশে যাত্রা দল অতটা জনপ্রিয় না। তবে টিভির ধারাবাহিক নাটকগুলো একসময় মানুষের মনে স্থান করে নিয়েছিল। ঠিক তেমনি বাকের ভাইয়ের চরিত্রটা।
জী জনাব, কিন্তু বাকের ভাই চরিত্রে অভিনয় করেছেন নাস্তিক আসাদুজ্জামান নূর ..এই নাস্তিক লোকটি তার একমাত্র মেয়েকে ইহুদি ছেলের সাথে বিয়ে দিয়েছে... এবং সবাইকে দাওয়াত দিয়ে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলেছিল..আস্তিকেরা কই ? পারলে এইবিয়ে ঠেকিয়ে দেখিয়ে দাও..
 
আজ ভারতের কাছে ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ হেরেছে...😥
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top