What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০১৮ (3 Viewers)

Status
Not open for further replies.
Uruguyan kid crying after second goal. That is passion. That is Football. That's why they are world class.

বাচ্চার কান্নাটা দেখে আমারও কান্না চলে আসছিলো... যদিও আমি আজকের খেলায় ফ্রান্সকেই সমর্থন করেছি আগা-গোড়া... সত্যিই বাচ্চাটার কান্না বেশ কস্টদায়ক ছিলো...
 
সে কথা বিস্তারিত জানতে হলে যে আপনার "কোথাও কেউ নেই" নাটকটা দেখতে হবে, মামা। ঐ নাটকের বিখ্যাত চরিত্র হচ্ছে "বাকের ভাই" আর সূবর্ণা তারই নায়িকা...
Baker Bhai comic character?
 
মামা দেখি সবের ভিতরেই এই প্রসঙ্গ টেনে আনেন।
ফোরামে এটা ঠিক না।
আশা করি আগামীতে এটা পরিহার করবেন।

বাংলাদেশের নাটকের মান ভালো না খারাপ এই বিষয়ে বলা মত অনেক কিছুই আছে।
নাটক যখন শিল্প হিসাবে তৈরি হয় তখন তার মান একরকম আর যখন বাণিজ্যের উদ্দেশে তৈরি হয় তখন একরকম।

বাংলাদেশের দর্শকরা ভারতীয় চ্যানেল দেখার উল্লেখযোগ্য দুইএকটা কারন হলঃ
* বাংলাদেশের চ্যানেল গুলতে এড এর বাহুল্যতা।
* টিভি চ্যানেলের আধিক্যতা।
* মহিলা দর্শকের আধিক্যতা। যাদের নজর বেশি থাকে ড্রেস, ফ্যাশন, ও জুয়েলারি ডিজাইনের দিকে। ঘরোয়া কূটনীতিও তাদের কাছে কম আকর্ষণীয় নয়।
জী জনাব, আপনি বোধ হয় নাটকের পরিচালক/ প্রযোজকদের interview পড়েন না। যদি পড়তেন ,তাহলে জানতেন যে,৫৭ ধারা সম্পর্কে আমি বাড়তি কিছুই বলিনি। ভারতীয় সিরিয়ালগুলোতে বারংবার তাদের দেবদেবীকে দেখানো হয় অথচ আমাদের দেশে নাটকে ধর্মীয় কোন সংলাপ থাকলে 57 ধারায় সেটা কেটে দেওয়া হয়।
আর টেলিভিশনে নাটক/ সিরিয়াল মহিলা দর্শকরাই দেখে। পুরুষেরা তো cricket/ ফুটবল.. লাইভ দেখে।
আর গয়নাগাটি কথা বলছেন। গয়নাগাটি মহিলারা পড়বে নাতো পুরুষের পড়বে।
 
এটা বেলজিয়ামের বিজয় নয়। সেটা ব্রাজিলের ফুটবল অভিনেতাদের পরাজয়। ওয়েলডান বেলজিয়াম।
 
ওয়েলডান ফ্রান্স। আজকে ফ্রান্সের ফুটবল দলে যে মুসলিম খেলোয়াড়-গুলো খেলেছেন তারা হলেন নাবিল ফকির,ওসমান ডেম্বেলে,বেলজিয়াম ফাহাদ।
 
সম্ভাবনা নাই বলা যাবে না।
তবে ফ্রান্স না বলে আফ্রিকান টিম বললেই বোধহয় ভালো হবে।
জনাব,আফ্রিকান টিম নয়। এটা আফ্রিকা মহাদেশের team । শুধু আফ্রিকা বললে মানুষ সাউথ আফ্রিকা ধরে নিবে।
আপনারা যারা ব্রাজিল-আর্জেন্টিনার ভক্ত আছেন তারা কেন ব্রাজিল আর্জেন্টিনাকে দক্ষিণ আমেরিকার টিম বলেন না?
 
নাস্তিক বিরোধী সংলাপ নিয়ে আমার কিছু বলা র নেই|
বিদেশি বলে এই বিষয়ে আমার কিছু বলার নেই,
তবুও|
কিন্তু মুক্তি যুদ্ধ
বিরোধী চেতনা প্রচারিত হলে আর বাংলাদেশের থাকল কি?
জী জনাব, প্রথম আলো বন্ধুসভার লেখা এক বন্ধুর কবিতা। "আবে ওই মুক্তিযোদ্ধা/ মুক্তিযোদ্ধার নাতি পুতি নিজের বাপ-দাদার নাম ভাঙ্গিয়ে আর কত খাবি... নিজের যোগ্যতায় কিছু অর্জন কর।
তোদের জন্য দেশে চেতনার ব্যাবসা নামে একটি ব্যবসা শুরু হয়ে গেছে। ঘাট হয়েছে ভাই এবার মেধাবীদের একটু সুযোগ দে..."
 
I strongly disagree with you.
কিছু কিছু নাটকের পরিবেশনা, থিম যথেষ্ট উচ্চমানের, তবে কমেডিগুলো অনেক ক্ষেত্রেই মোটা দাগের হয়ে যায়; এর কারণ মনে হয় এক শ্রেনীর দর্শকে টার্গেট করে এগুলো বানানো হয়।
জী জনাব, আপনি নাটক- সিরিয়াল দেখেন?
নাটক সিরিয়াল তো মহিলারা দেখে। 😁
পুরুষেরা সারাদিন অফিসে কাজ করে ক্লান্ত হয়ে এসে এসব দেখার টাইম কই?
তবে মাঝে মাঝে টিভিতে live football cricket match দেখা হয়।
যেহেতু মহিলারা নাটক সিরিয়াল দেখে সুতরাং তারা এর ভালো-মন্দ বলতে পারবে?
 
আজকে england cricket team ভারতকে হারিয়েছে। কালকে england football team কি পারবে সুইডেনকে হারাতে?
 
"আবে ওই মুক্তিযোদ্ধা/ মুক্তিযোদ্ধার নাতি পুতি নিজের বাপ-দাদার নাম ভাঙ্গিয়ে আর কত খাবি... নিজের যোগ্যতায় কিছু অর্জন কর।
তোদের জন্য দেশে চেতনার ব্যাবসা নামে একটি ব্যবসা শুরু হয়ে গেছে। ঘাট হয়েছে ভাই এবার মেধাবীদের একটু সুযোগ দে..."
ঠিক| কিন্তু তাই বলে স্বাধীনতা সংগ্রাম (মুক্তি জুদ্ধ ) এর চেতনা কি ভাবে পরিত্যাজ্য হয়?
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top