What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০১৮ (3 Viewers)

Status
Not open for further replies.
বেশি হাতড়ানোরও দরকার নাই মামু. উপমহাদেশীয়রা দুইভাগে বিভক্ত যেমন আর্য আর দ্রাবিড়. পশ্চিমাংশের প্রায় সবই আর্য আর দক্ষিণ পূর্বাংশের অংশ দ্রাবিড়, সাথে আমরা বাংলাদেশিরাও. দ্রাবিড়, যাদের পূর্বপুরুষেরা একসময় গড়ে তুলেছিল এক অত্যাধুনিক বিশ্বসভ্যতা মহেঞ্জোদারো যেটা আর্যদের দ্বারা ধ্বংস হয়েছিল বলে ধারণা :)

খাইছে! আমার লাহান মূর্খ্যের লাইগ্যা তো এইটা প্রাগৈতিহাসিক যুগের ঘটনা...
 
খাইছে! আমার লাহান মূর্খ্যের লাইগ্যা তো এইটা প্রাগৈতিহাসিক যুগের ঘটনা...
তাইলে আমরা মূর্খরা কই যামু :(
 
আচ্ছা আচ্ছা. তাইলে দল ভারী করনের লাইগা ঘুইরা বেড়াইতেছেন :LOL:


আমাগো কান্ধের দাগ দেইখ্যা কেউ যদি জিগায় কিসের দাগ? যাগোর দাগ পড়ে নাই, তাগোরে তো জোয়ালের দাগ হিসাবে সেইটার পরিচয় দিতে পারি না, যদি জোয়াল টানা হয়- তাইলে তারও যে কান্ধে দাগ আছে সেইটা দেখাইয়া দিতে পারতাম আরকি...
 
আমাগো কান্ধের দাগ দেইখ্যা কেউ যদি জিগায় কিসের দাগ? যাগোর দাগ পড়ে নাই, তাগোরে তো জোয়ালের দাগ হিসাবে সেইটার পরিচয় দিতে পারি না, যদি জোয়াল টানা হয়- তাইলে তারও যে কান্ধে দাগ আছে সেইটা দেখাইয়া দিতে পারতাম আরকি...
গরুই বানায়া দিলেন মামু :confused:
 
সে তো আমাদের এপারের. মানে বাংলাদেশের. ভানু বন্দোপাধ্যায় সবসময় বলতো যে "আমি ঢাকার ভানু" :)

এপার আর ওপার নিয়া আমি মাথা ঘামাই না। ওনি আসলে আমাদের সবার... কারন ওনার কৌতুক আমরা সবাই সমানভাবেই ভালোবাসতাম...
 
ভাওয়াল রাজা একজন প্রজা বৎসল জমিদার ছিলেন. কই যে গেলেন উনি আর কি হলো তার পরিণতি কেউ জানে না.................

অনেকদিন আগে ভুলক্রমে ঐ এলাকায় চলে গিয়েছিলাম। সেই সুবাদে ভাওয়াল রাজবাড়ি দেখার সুভাগ্য হয়েছিলো...
 
কেন মামু? আশা করেন যে ঐটা আপনার কখনোই হবেনা :)

আশা তো আরো অনেক কিছুই করি/করেছিলাম... শেষ পর্যন্ত কি হয় জানি না...
 
Eti vul dharona. prakritik durjog. Ek tana 900 bochor khora. Basindara joler sondhane aro vitore chole jai. Eti IIT Kharagpur r ekti gobeshana potre promanito.The study is to be published in Quaternary International Journal by Elsevier in April 2018.

হয়তো আপনারটা ঠিক, কিংবা @hlnr মামারটা... এতে অবশ্য আমার কিচ্ছু আসে যায় না। কারন এই খাবারটা আমার জন্য বেশ শক্ত... আমি এতো শক্ত খাবার খেতে পারি না!
 
এপার আর ওপার নিয়া আমি মাথা ঘামাই না। ওনি আসলে আমাদের সবার... কারন ওনার কৌতুক আমরা সবাই সমানভাবেই ভালোবাসতাম...
ভালো কে তো ভালো বলতেই হবে মামু. এপার কি ওপার কি. মিঠুন চক্রবর্তীও এপারের বরিশালের লোক, তবে তার অভিনয়কে আমি অতটা ভালো বলিনা............
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top