পর্বের মুখ্য চরিত্র- ইসিজোউ রেইকো এবং তার অফিসের প্রেসিডেন্ট এবং কোম্পানীর ক্লায়েন্টরা।
পর্বের সংক্ষিপ্ত পরিচয়- জাপানীতে “মেসু কাচৌ জোগেজা” কথার অর্থ হল “Manager on her knees”, অর্থাৎ ম্যানেজারকে জোরপূর্বক ক্ষমা চাওয়ানো।
এই কাহিনী একজন জাপানী মহিলা ইসিজোউ রেইকোর। সে বিবাহিতা এবং একটি ৬ বছরের সন্তানের মা। রেইকো জাপানের এক বড় কোম্পানীতে সেলস্ ম্যানেজার হিসাবে কাজ করে। একদিন জানা যায় কোনো এক অধস্তন কর্মীর ভুলে কোম্পানীর সেলস্ সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গোপনীয় তথ্য হারিয়ে গেছে। এই কথা জানতে পেরে কোম্পানীর প্রেসিডেন্ট রেইকোকে ডেকে পাঠান এবং তাকে চাকরী থেকে বরখাস্ত করারও হুমকি দেন। রেইকো জানায় নিজের চাকরী বাঁচাবার জন্য সে সবকিছুই করতে প্রস্তুত। তাকে এবার কি করতে হবে, তাতে কি তার চাকরী থাকবে নাকি তাকে চাকরী থেকে বরখাস্ত করা হবে, জানতে হলে এই জাপানী মাঙ্গা সিরিজের প্রথম পর্বটি পড়তে হবে।