What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

অন্ধ বিশ্বাস (1 Viewer)

ফ্যান্টাস্টিক ! এ গল্পে নতুনত্ব আছে । এমন কল্প-মধুর কাহিনি আরো চাই ।
 
অন্ধ বিশ্বাস 01
এই প্রতিমা তোদের গ্রামটাতো বেশ সুন্দর রে! কি মনোরম পরিবেশ! এমন গ্রাম সত্যিই আমি দেখিনিরে। এখানে না আসলে এমন একটি গ্রাম দেখা ললাটে জুটতো না।

নিশিতা আবেগাপ্লুত হয়ে বলে। নিশিতার কথার জবাবে প্রতিমা তিরস্কারের সুরে বলে- ” কি করে দেখবি তুই ? কনক্রিটের ভিতর জম্মেছিস, কনক্রিটের ভিতর বড় হয়েছিস, কনক্রিটময় জীবন তোর, সবুজ গ্রাম দেখার সৌভাগ্য কি ভাবে হবে বল”?

দুজনের কথা শুনে কাকলী উচ্চস্বরে হা হা হা শব্ধে হেসে উঠে বলে- ” বাহ প্রতিমা তুইতো নিশিতাকে এক্কেবারে বোল্ট আউট করে দিলি”।

তিনজনেই হা হা হা করে হাসে।
হাসি থামার পর পর কাকলী বলে

কাকলীঃ যাই বলিস নিশি গ্রামটা আসলেই সুন্দর। চারিদিকে পাহাড় আর পাহাড় মাঝখানে সমতলভুমির ছোট্ট গ্রাম। যেদিকে তাকাই সবুজ আর সবুজ। সবুজে ঘেরা মনোরম পল্লী। বিকেলের স্নীগ্ধ সুর্যের আলো গ্রামটাকে আরো মনোরম করে তুলেছে। তাই না রে?

নিশিতাঃ সত্যি বলেছিস। তোর উপলব্ধি দারুন । আমারতো এখান থেকে যেতেই ইচ্ছে করবে না। মন চাইছে যুগ ‍যুগ ধরে এখানে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি।

প্রতিমাঃ এখানে বসে থেকে কি আর সৌন্দয্য উপভোগ করবি, চলনা হাটি, চারিদিকে ঘুরে ফিরে দেখলেইতো মজা পাবি।

নিশিতাঃ কোন দিকে যাবি?

কাকলীঃ চলো ঐ পাহাড়ের দিকে যায় আজ, কাল যাবো ঐ দিকে? পরশু যাবো উত্তরে পরের দিন যাবো দক্ষিন দিকে, কি বলিস।

নিষিতাঃ এতোদিন থাকবি নাকি?

প্রতিমাঃ থাকতে কি বারন করেছে তোদের? আর আসবি নাকি এই গরিবের বাড়ীতে? এটাই প্রথম এটাই শেষ।

তিনজনই উঠে পুবদিকে হাটা শুরু করে। হাটতে হাটতে টুকটাক গল্প করে। প্রতিমা বলে

প্রতিমাঃ এখানে তোদের লাভার নিয়ে আসলে আরো মজা পেতিস রে নিশি।

নিশিতাঃ কি ? কি? কি বললি তুই? লাভার? আমার কোন লাভার নেই বাপু। আমি পার্টিকুলারী কোন ছেলেকে ভালবাসি না। তুই বাসলে এখনি ডেকে নিয়ে আয়, যা, আমরা অপেক্ষা করছি। পাহাড়ে গিয়ে লুকে যাস, আমরা দুর থেকে দেখবো আর মজা লুটবো।

কাকলীঃ আমিও কোন ছেলেকে পছন্দ করি না। জানিসতো এখনকার ছেলেরা কোন ছেলে না, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। দেখতে ছেলে হলেও ভিতরে পৌরুষত্ব মোটেও নেই।

নিশিতাঃ কি করে বুঝলি তুই? অভিজ্ঞতা আছে নাকিরে?

কাকলীঃ অভিজ্ঞতা লাগেনা, ছেলেদের দেখলেই বুঝা যায়।

নিশিতাঃ কেমন ছেলে তোর পছন্দ?

কাকলীঃ আগে তুই বল, তোর কেমন ছেলে পছন্দ?

নিশিতাঃ মিনিমাম পাঁচ ফুট সাত ইঞ্চি লম্বা। ইয়া বড়ো বুক, হাতের পেশিগুলো টাইট যাকে বলে মাশল ম্যান, প্রশস্ত কোমর, উচু উচু টিলার মতো পাছা। না মোটা না পাতলা মেদহীন দেহের অধিকারী পুরুষই আমার পছন্দ। ভগবান

জানে এমন পুরুষ মিলবে কিনা জীবনে।

প্রতিমাঃ কি করবি এমন পুরুষ দিয়ে তুই?

প্রতিমার কথায় তিনজনেই খিল খিল করে হেসে উঠে।

নিশিতাঃ তুই তো বললি না তোর লাভারের কথা।

প্রতিমাঃ আমার আবার লাভার! কে ভালবাসবে আমাকে? গ্রামের মেয়ে আমি। তোদের মতো শহুরে মেয়ে যেখানে খালি যাচ্ছিস সেখানে আমি লাভার পাবো কোথায় রে।

নিশিতাঃ ই ই ইস। তুই যা সুন্দরী, যে কোন ছেলে দেখলে তোকে ”মাল” না বলে ছাড়বে না। দিব্যি করে বলছি আমি যদি ছেলে হতাম না তোকে বিয়ে না করে ছাড়তাম না।

কাকলীঃ কি করতিরে ওকে বিয়ে বরে? হি হি হি করে হাসে কাকলী।

নিশিতাঃ কি করতাম দেখতে চাস? বলেই নিশিতা প্রতিমাকে জড়িয়ে ধরে, প্রতিমার গালে গালে চুমু দেয়, একটা দুধকে খামচে ধরে চিপে দেয়। প্রতিমা ছাড় ছাড় বলে চিৎকার করতে শুরু করলে ছেড়ে দিয়ে বলে- ” কি করতাম দেখলি কাকলী”?

কাকলী যেন হাসি থামাতে পারে না নিশিতার কান্ড দেখে।প্রতিমারও হাসতে হাসতে দম বন্ধ হওয়ার উপক্রম হয়। হাসি থামিয়ে কাকলী বলে।

কাকলীঃ তুইতো হঠাৎ করে উত্তেজিত হয়ে গেলি। সেক্স মাথায় উঠে গেছে বুঝি? আহ এখানে যদি তোর কল্পনার মতো কোন পুরুষ কে পেতাম, তোকে তার হাতে তোলে দিয়ে বড়ই মজা পেতাম রে ভাই।

প্রতিমাঃ আমরাতো সেক্সের কথা তেমন বলছি না, তবুও এমন করলি কেনরে নিশি?

কাকলীঃ শুধু মৌখিক ভাবে পুরুষের বর্ননা দিতেই তোর এ অবস্থা, আর সেই পুরুষকে দেখলে তুই কি করবি ভগবান জানে। ঐ পুরুষ যদি তোর গায়ে হাত লাগায় তাহলে যৌন আগুনে জ্বলে ছাই হয়ে যাবি তুই।

নিশিতাঃ মিথ্যে বলবোনা তোদের মত। মাঝে মাঝে আমার খুব মন চায় কোন সুপুরুষের বুকের নিচে সারা রাত ধরে পিষ্ঠ হতে। একবার নয়, দুবার নয়, হাজার বার তার ভোগে নিজেকে সপে দিতে। তোদের চায় না?

কাকলীঃ আমরা মেয়ে নই? চাইবে না কেন? বুক ফেটে যায় তবুও মুখে কি কাউকে বলা যায় ” এই আমাকে ইয়ে করো”।

কথা বলতে বলতে কখন তারা পাহাড়ের পাদদেশে এসে দাড়িয়েছে বুঝতেই পারেনি। প্রতিমা নিশিতা আর কাকলীকে লক্ষ্য করে বলে-

প্রতিমাঃ চল এখন ফিরে যায়। কিছুক্ষন পরেই সুর্য চলে যাবে। একদম নির্জন এলাকা । আমরা সবাইতো মেয়ে।

নিশিতাঃ নির্জন বলেইতো ভাল লাগছে। লোকারণ্য হলেতো এখানে আসতামই না। পাহাড়ের চুড়ার দিকে উঠে যাওয়া একটা রাস্তার দিকে ইঙ্গিত করে নিশিতা বলে ” এ রাস্তাটা কোথায় গেছে জানিস প্রতিমা”?

প্রতিমাঃ উপরে একটা শিব মন্দির আছে, ছোট থাকতে একবার মায়ের সাথে আসছিলাম। আর আসা হয়নি।

নিশিতাঃ আমরা তিনজন আছি ভয় কিসের? চলনা একবার শিব ঠাকুর কে ভক্তি করে আসি। কি বলিস কাকলী?

কাকলীঃ ইচ্ছে হলে চলো। আরতো আসা হবে না। শিব ঠাকুর তুষ্ট হলে তোর কল্পনার পুরুষ মিললে মিলতেও পারে। বলে কাকলী হাসে।

প্রতিমাঃ আমার কিন্তু ভয় করছে।

প্রতিমার দ্বিধাকে পাত্তা না দিয়ে দুজনে ঐ রাস্তা দিয়ে হাটা শুরু করে। অগত্যা প্রতিমাও তাদের সঙ্গি হয়। কথা বলতে বলতে হাটে।

কাকলীঃ আচ্ছা নিশি এমন যদি হয় ঐ মন্দিরে এখন আর কেউ যায়না। দুষ্ট লোকদের আখড়া হয়ে গেছে মন্দির টা। তাহলেতো আমরা বিপদে পরে যাবো।

নিশিতাঃ তোর এমন মনে হওযার কারন কি।

কাকলীঃ কাউকে তো মন্দিরের দিক হতে আসতে দেখছিনা তাই।

নিশিতাঃ এমন কিছু ঘটলে প্রতিমা জানার কথা। জানিস তুই কিছু প্রতিমা?

প্রতিমাঃ নাতো শুনিনি।

কিছুদুর যেতেই তাদের সামনে পরে এক লোক। একটা সাদা রঙ এর পাতলা নেংটি পরে দাড়িয়ে আছে। নেংটির গিটটা নাভির এতো নিচে যে পুরুষাঙ্গের উপরের কিছু কেশ স্পষ্ট দেখা যাচ্ছে। পতলা আবরনের কারনে তার ঝুলন্ত পুরুষাঙ্গটা দেখতে কারো তেমন অসুবিধা হয়নি। লোকটা প্রায় ছয় ফুট লম্বা। ইয়া বড় মোচ ,মুখে খোচা খোচা দাড়ি। বিরাট আকারের বুক, পুরো বুকটা কালো কেশে ভরা। কেশগুলো বুক, পেট, আর নাভির নিচে পর্যন্ত ছড়িয়ে আছে।পিঠও কেশে ঢেকে আছে। হাতের পেশিগুলো এত মোটা যে যেন পুর্ণ বয়স্ক একজন ছেলের উরুর সমান। আর উরু গুলো একটা ছোটখাট দেহের সমান। কিন্তু লোকটি পেশির তুলনায় তেমন মোটা নয়। দেখলে বুঝা যায় ব্যায়ামের শরির।

তারা তিনজনই বিশ ফুট দুর থেকে লোকটিকে পরিপুর্ন জরিপ করে নেয়। পাশ দিয়ে অতিক্রম করতে তিনজনেই মাথা বাকিয়ে চোখ নিচু করে চলে যেতেই লোকটি ডাক দেয়।

লোকঃ তোমরা কারা? কোথঅয় যাও?

সবাই পিছন ফিরে দাড়ায়। প্রতিমা আমতা আমতা করে বলে

প্রতিমাঃ আমার নাম প্রতিমা রায়। আমি মৃত সুবোধ রায়ের মেয়ে। এ গ্রামেরই মেয়ে আমি। এরা আমার বন্ধু । একসাথে ভার্সিটিতে পড়ি। ছুটিতে বেড়াতে এসেছে আমার সাথে।

লোকঃ তোমারতো কোন ভাইবোন নেই তাই না।

প্রতিমাঃ জি । আপনি কি করে জানেন? চিনতেন আমার বাবাকে?

লোকঃ না। তোমার বাবাকে চিমতাম না। তবে তোমার মাকে এখনো চিনি।

প্রতিমাঃ কিভাবে চিনেন মাকে?

লোকঃ বিশ বছর আগে থেকে চিনি বৈকি। আমাদের পরিচয় তোমার বয়সের সমান।

প্রতিমাঃ মাকে আপনার নাম বললে চিনবে? কি নাম আপনার?

লোকঃ আমার নাম শিবদয়াল। এ নামে কেউ আমাকে চেনেনা। সবাই আমাকে বাড়াবাবু ডাকে। মায়েরও বাড়াবাবু, মেয়েরও বাড়াবাবু । তোমরাও বাড়াবাবু বলে ডেকো। জানোতা শিবের অপর নাম বাড়া। তোমার বন্ধুদের নাম কি?

নাম শুনে এক অপরে দিকে চোখাচোখি করে। তারপর বাড়াবাবুর প্রশ্নের জবাব দেয়।

নিশিতাঃ আমার নাম নিশিতা দেবী।

কাকলীঃ আমার নাম কাকলী শীল।

বাড়াবাবুঃ যাও তোমরা ঘুরে আসো। যাওয়ার সময় আমার আশির্বাদ নিতে ভুলোনা কিন্ত।

সবাই সমস্বরে বলে জি আচ্ছা।

সবাই নির্বাক, নিশব্ধে কিছুদুর চলে যায়। কাকলী একটু পিক শব্ধে হেসে বলে

কাকলীঃ লোকটার নামটা জানি কেমন, বাড়া মানে কি রে? নিশি?

নিশিতাঃ জানিস না। যেটা নেংটির নিচে ঝুলতে দেখলি সেটা।

প্রতিমাঃ তোর মুখে দেখছি কিছু আটকায়না।

নিশিতাঃ আমরা সবাইতো মেয়ে, এখানে আটকাবে কেন?

কাকলীঃ তুই যে পুরুষের বর্ননা দিলি এর কিন্ত তার চেয়ে বেশি আছে, এর বুকের নিচে তোকে শুয়াতে পারলে কিন্ত ভালো হতো।
নিশিতাঃ চলনা সবাই মিলে শুই। আমি একা শুবো কেন।
কাকলীঃ বাড়াবাবুর বাড়া দেখেছিস, স্বাভাবিক অবস্থায়ও কত্ত বড়ো! এটা দাড়ালে কি হবে জানিস? আমার ভয় করে। আমি শুবো না। তোকে রেখে আমরা চলে যাবো। হাজারবার ভোগ করবে তোকে।

প্রতিমাঃ তোরা বন্ধ করবি বাজে কথা? এদিকে সন্ধা হয়ে আসছে।

প্রতিমার কথাই সবাই জোরে পা চালায়। পাঁচ মিনিট পরেই তারা মন্দিরে পৌছে যায়। সবাই শিবলিঙ্গের সামনে নতজানু হয়ে বসে। ভক্তি জানায়। কুর্নিশ করে। মনে মনে তাদের বাসনা জানায় শিব কে। শেষে কাকলী কৌতুক করে জোরে জোরে বলতে শুরু করে- ” হে শিব ঠাকুর আমার বন্ধু নিশিতার কামনার সুপুরুষ পথে দেখে এলাম, তুমি করুনা করে তার বুকের নিচে নিশিতাকে শুয়ে দিও”। বলে হি হি হি করে হাসে। নিশিতাও তখন জোরে জোরে বলে – ” হে শিব ঠাকুর আমাকে যদি শুয়াও কাকলীকেও শুয়াতে একদম ভুল করবে না”। তাদের এমন কৌতুক শুনে প্রতিমা রেগে বলে

প্রতিমাঃ তোরা কি শুরু করেছিস? শিব ভক্তি করছিস নাকি শিবের সাথে ঠাট্ট করছিস। শিব ঠাকুর তোদের আর্তি মেনে নিলে কি করবি তখন।

কাকলীঃ হে শিব ঠাকুর আমাকে বাদ দিয়ে নিশিতা আর প্রতিমাকে শুয়াও। আমি কিন্তু বাড়াবাবুর বাড়ার চাপে মরে যাবো।

তিনজনে শিব ভক্তি আর হাসি ঠাট্টা করে মন্দির ছাড়ে। তখন সুর্য ডুবে চারিদিকে অন্ধকার হয়ে আসছে ।
Excellent post dada many thanks
 

Users who are viewing this thread

Back
Top