What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আমি টাকা জমাচ্ছি কেনো (2 Viewers)

Vai jetai mone korina kno, future khub insecure lage. Taka ar family hocche ultimate backup. I'm fed up with my family. So money is important
 
কথা গুলো খুব সুন্দর। টাকার পিছনে ছুটছি আমরা জাগতিক কিছু জিনিসের মোহে, যতদিনে টাকা হয় ততদিনে সেই সব জিনিস আর আমাদের প্রয়োজন মেটাতে পারে না।
 
বছরের শুরুর দিকে ঠিক করলাম বছর শেষ হবার আগে একটা ওয়ানপ্লাস নিবোই। বছর চলে যাচ্ছে, কিন্তু টাকা জমানো হচ্ছে না, চিন্তাও হচ্ছে না।
সম্ভবত টাকার নেশায় পড়তেসি না দেখেই সামনে আগাতে পারতেসি না।
 
প্রয়াত সাহিত্যিক সমরেশ মজুমদার এর এই লেখাটি পড়ুন। টাকা যে আসলে কত তুচ্ছ সেই উপলব্ধি হবে।

"আমি টাকা জমাচ্ছি। যেদিন অনেক টাকা হবে, সময় কেনার মতো টাকা, সেদিন কিছু সময় কিনে নেবো। যারা প্রতি দিন, প্রতি মাস, প্রতি বছরে বলে যায়------- 'খুব ব্যস্ত' একদম সময় পাইনা কাজের চাপে মনে থাকেনা '---তাদের সে কেনা সময় ধার দেব। সময় কেনা হয়ে গেলে, আমি আবার টাকা জমাবো। এরপর কিনবো অজুহাত"পৃথিবীর সমস্ত অজুহাত কিনে জমা করবো। সময়ের অভাবে, অজুহাতের কারণে,কেউ যেন আর প্রিয় মানুষদের ভুলে না যায় ---- তাই অফুরন্ত সময় আর শূন্য অজুহাতের এক পৃথিবী বানাবো।।"........ সমরেশ মজুমদার।
এইদিকে কোন টাকা না জমাতে পারা আমি
 
আমি টাকা জমাচ্ছি একমাত্র বিয়ে করার জন্য ।আমি অনেক চিন্তা করে দেখছি বিয়ে ছাড়া জীবন শুধু লস আর লস
 

Users who are viewing this thread

Back
Top