What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আমি টাকা জমাচ্ছি কেনো (1 Viewer)

BRICK

Board Senior Member
Elite Leader
Joined
Dec 12, 2019
Threads
355
Messages
10,072
Credits
81,248
Sari
Strawberry
Glasses sunglasses
T-Shirt
Calculator
Watermelon
প্রয়াত সাহিত্যিক সমরেশ মজুমদার এর এই লেখাটি পড়ুন। টাকা যে আসলে কত তুচ্ছ সেই উপলব্ধি হবে।

"আমি টাকা জমাচ্ছি। যেদিন অনেক টাকা হবে, সময় কেনার মতো টাকা, সেদিন কিছু সময় কিনে নেবো। যারা প্রতি দিন, প্রতি মাস, প্রতি বছরে বলে যায়------- 'খুব ব্যস্ত' একদম সময় পাইনা কাজের চাপে মনে থাকেনা '---তাদের সে কেনা সময় ধার দেব। সময় কেনা হয়ে গেলে, আমি আবার টাকা জমাবো। এরপর কিনবো অজুহাত"পৃথিবীর সমস্ত অজুহাত কিনে জমা করবো। সময়ের অভাবে, অজুহাতের কারণে,কেউ যেন আর প্রিয় মানুষদের ভুলে না যায় ---- তাই অফুরন্ত সময় আর শূন্য অজুহাতের এক পৃথিবী বানাবো।।"........ সমরেশ মজুমদার।
 
We save money for our future
সত্য বচন। জীবন যে কতটা অনিশ্চিত আমরা তা ভুলে যাই। জীবিকার তাগিদে জীবনকেই উপভোগ করা হয় না।
যেখানে প্রতি পল বাঁচবো কিনা তাই ঠিক নাই সেখানে ভবিষ্যত,আসলে নিজ জীবনে যত টাকা জমাই তার অধিকাংশ পরের প্রজন্মের কথা চিন্তা করে।
 
Like delicate strokes of a painter's brush, time paints our lives with intricate patterns and hues. So let us pause, even for a moment, to relish the enchanting beauty of time cause we don't have enough of it.
 
Like delicate strokes of a painter's brush, time paints our lives with intricate patterns and hues. So let us pause, even for a moment, to relish the enchanting beauty of time cause we don't have enough of it.
Thanks for your poetic evaluation.
 

Users who are viewing this thread

Back
Top