What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Audios আমার প্রিয় কিছু গান (3 Viewers)

গতকাল একটা গান খুঁজে পেলাম বেশ অনেকদিন পর, মিলন তারা ছবির "তুমি থাকবে বলো থাকবে". গানটা মনে করি মামু আপনার পছন্দ হবে. শেষবার গানটা রেডিও তে শুনেছিলাম সেই ১৯৮৮ সালের শেষ দিকে, আর কাল খুঁজে পেলাম.
 
গতকাল একটা গান খুঁজে পেলাম বেশ অনেকদিন পর, মিলন তারা ছবির "তুমি থাকবে বলো থাকবে". গানটা মনে করি মামু আপনার পছন্দ হবে. শেষবার গানটা রেডিও তে শুনেছিলাম সেই ১৯৮৮ সালের শেষ দিকে, আর কাল খুঁজে পেলাম.

আপনি আমার পছন্দটা ধরতে পেরেছেন বলে অনেক ধন্যবাদ, মামা। গানটা আমার অন্য একটা থ্রেডে শেয়ার করেছিলাম। আবারো দেয়ার চেস্টা করবো...
 
শিল্পীঃ বশির আহমেদ
ছায়াছবিঃ মনের মতো বউ
পরিচালকঃ খান আতাউররহমান
গীতিকারঃ খান আতাউর রহমান
সুরকারঃ খান আতাউর রহমান
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক, সুচন্দা

মুক্তির সালঃ ১৯৬৯


আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো...


আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো
জ্বালো আগুন আরো জ্বালো, ঢালো আরো ব্যথা ঢালো
আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো।।


আমি তো পুড়ে পুড়ে অঙ্গার হয়েছি
দিয়েছো আঘাত যতো, সবই তার সয়েছি
নিঠুর ওগো, তবুও তোমাকে লেগেছে ভালো, তোমাকে বেসেছি ভালো


জ্বালো আগুন আরো জ্বালো, ঢালো আরো ব্যথা ঢালো
আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো।।


এ হৃদয় ধূপসম তোমারি জ্বালায়
যাক যদি জ্বলে পুড়ে ছাই হয়ে যায়


কিছু তার সুরভি, কিছু তার বেদনা
পড়বে তোমার মনে, যেখানেই থাকো না।


সেদিনের সে স্মৃতি, জানি গো তোমার মনে জ্বালবে না আলো
জ্বালো আগুন আরো জ্বালো, ঢালো আরো ব্যথা ঢালো

আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো।।
 
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
ছায়াছবিঃ আসামী

গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরকারঃ সত্য সাহা
পরিচালকঃ দিলিপ বিশ্বাস
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক, শাবানা
মুক্তির সালঃ ১৯৭৮


ওরে ও পরদেশী, ও… পরদেশী...


ওরে ও পরদেশী, ও… পরদেশী

যাবার আগে দোহাই লাগে একবার ফিরে চাও
আবার তুমি আসবে ফিরে আমায় কথা দাও।।


প্রথম বারে তোমায় দেখে আকাশ বাতাস সাক্ষী রেখে।
মন দিয়েছি কখন আমি নিজেই জানি না, নিজেই জানি না
এই মনটারে পায়ে দোলে কেন চলে যাও
আবার তুমি আসবে ফিরে আমায় কথা দাও


এমন আগুন জ্বেলে বুকে অশ্রু দিয়ে দুটি চোখে।
ভালবাসার স্বপ্ন আমার ভেঙ্গে দিও না, ভেঙ্গে দিও না
পাষাণ এ বুক ভেঙ্গো না গো আমার মাথা খাও

আবার তুমি আসবে ফিরে আমায় কথা দাও।।
 
শিল্পীঃ বশির আহমেদ
ছায়াছবিঃ মধু মিলন
গীতিকারঃ সৈয়দ শামসুল হক
সুরকারঃ বশির আহমেদ
পরিচালকঃ কাজী জহির
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক, শাবানা

মুক্তির সালঃ ১৯৭০


কতো আশা ছিলো মনে...


কত আশা ছিল মনে
কত আশা ছিল।

ভাবি শুধু এই মন যে
কী চেয়ে কী পেলো।।


কে জানে গো বারে বারে
কেন স্মৃতি জাগে ও…….


ছিড়ে যাবে বাধা বিনা
বুঝি নি তো আগে ও……


প্রীতি ভরা ফুল মালা
পথে ঝরে গেল


ভাবি শুধু এই মন যে
কী চেয়ে কী পেলো।।


অচেনারে দেখে কেন
ঝরে দুটি আঁখি ও…….


ভাষা লয়ে বোবা হয়ে
শুধু চেয়ে থাকি ও……


ভালবাসা এ জীবনে
একী জ্বালা দিল


ভাবি শুধু এই মন যে
কী চেয়ে কী পেলো।।
 
শিল্পীঃ মুহাম্মদ খুরশীদ আলম
ছায়াছবিঃ জোকার
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরকারঃ আনোয়ার পারভেজ
পরিচালকঃ আযহারুল ইসলাম খান।
গানটিতে অভিনয় করেছেনঃ রাজ্জাক ও ময়না (রাজ্জাক তনয়া)
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক, কাজরী

মুক্তির সালঃ ১৯৮০


বাপের চোখের মনি নয়...
 
শিল্পীঃ মুহাম্মদ খুরশীদ আলম
ছায়াছবিঃ মিন্টু আমার নাম
গীতিকারঃ দেওয়ান নজরুল
সুরকারঃ আলম খান
পরিচালকঃ এ.জে.মিন্টু

মুক্তির সালঃ ১৯৭৮


আজকে না হয় ভালোবাসো আর কোনোদিন নয়...


আজকে না হয় ভালোবাসো আর কোনদিন নয়
ঐ প্রেমের দরজা খোলনা, কাল কি হবে জানিনা

তোমার আমার মাঝে কেন বাঁধা তুমি রাখো
একটু আদর করে আজ নতুন নামে ডাকো
আমায় একা রেখে যদি খিড়কী বন্ধ করো
মনের খিড়কী তোমার জানি খুলে যাবে আরো
স্বপ্নের রানী তুমি দাওনা একটু অনুমতি

মধুরও এই নিবিড়ে এক কামড়ায় দুজনে
বন্দী হয়ে গেলে বলো ক্ষতি কি যে তাতে
শুনেছি এক সিংহ নাকি আছে আশেপাশে
আমার খেয়ে ফেললে তুমি তখন প্রস্তাবে

দরজা খুলে দাও রাখো তোমার পাশে পাশে
 
শিল্পীঃ মোঃ আব্দুল জাব্বার
ছায়াছবিঃ সারেং বউ
পরিচালকঃ আব্দুল্লাহ আল মামুন
গীতিকারঃ মুকুল চৌধুরী
সুরকারঃ আলম খান
শ্রেষ্ঠাংশেঃ ফারুক, কবরী

মুক্তির সালঃ ১৯৭৮



ওরে নীল দরিয়া, আমায় দেরে দে ছাড়িয়া...

gpRSTln.jpg



ওরে নীল দরিয়া
আমায় দেরে দে ছাড়িয়া।
বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে
কান্দে রইয়া রইয়া।

কাছের মানুষ দুরে থুইয়া,
মরি আমি ধড়-ফড়াইয়া,রে।
দারুন জ্বালা দিবানিশি।।
অন্তরে অন্তরে।
আমার এত সাধের মন বধূয়া
হায়রে কি জানি কি করে।

ওরে সাম্পানের নাইয়া,
আমায় দেরে দে ভিড়াইয়া।
বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে
কান্দে রইয়া রইয়া।
ওরে সাম্পানের নাইয়া।

হইয়া আমি দেশান্তরী
দেশ-বিদেশে ভিড়াই তরী,রে।
নোঙর ফেলি ঘাটে ঘাটে।।
বন্দরে বন্দরে।
আমার মনের নোঙর পইড়া আছে হায়রে
সারেঙ বাড়ির ঘরে।

এই না পথ ধইরা
আমি কত না গেছি চইলা।
একলা ঘরে মন মন বধূয়া

আমার রইছে পন্থ চাইয়া।
 

Users who are viewing this thread

Back
Top