আপনি গল্প পড়তে দেবেন নাকি ছবি দেখাবেন? গল্পের মধ্যে বিকট আকারের অপ্রাসঙ্গিক ছবির উৎপাত বড্ড বিরক্তি উদ্রেককর। বাচ্চাদের স্টোরীবুক তো নয় যে ইরোটিকার প্রতি পৃষ্ঠায় ছবি লাগাতে হবে। বরং পাঠকের নিজস্ব চিন্তার স্বাধীনতা দেয়া উচিৎ। চরিত্রগুলো সম্পর্কে পড়ে পাঠক আপন মানসে নিজের মতো করে চরিত্রগুলোকে কল্পনা করে নেবে, তাতেই তার আনন্দ বেশি।
আমি নিজেও কিছু গল্পে এরকম ছবি ব্যবহার করেছিলাম - তবে পরবর্তীতে সে গল্প পড়তে গিয়ে দেখি নিজেরই কল্পনার তার কাটা পড়ছে...
অতিরিক্ত আযাইরা ছবির উৎপাতে আপনার গল্পটি পড়া অসাধ্য হয়ে গেছে।