দুটি কথাঃ চেষ্টা করেছি বানান ভুল যতটা সম্ভব পরিহার করতে। তারপরেও থেকে যায়। যাকে বলে ‘টাইপিং মিস্টেক’। নিজ গুণে শুদ্ধ করে পড়ে নিবেন। ব্যবহৃত ছবিগুলি এই গল্পের কাহিনীর সাথে সম্পৃক্ত কোন প্রকৃত ব্যক্তিদের নয়, শুধুই পাঠকের আনন্দ বৃদ্ধির জন্যে দেয়া হলো। তবে কোন কোন ক্ষেত্রে কাহিনীর সাথে সামঞ্জস্য থাকলেও থাকতে পারে। আমার নিজের বানানো কিছু ছবি বাদে প্রায় সব ছবিই ইন্টারনেট থেকে কালেকশন করা। তাই কখনো সখনো অন্য কারো আপলোড করা ছবি আমার গল্পের সাথে মানানসই মনে হলে কপি-পেস্ট করেছি, এটা স্বীকার করতে আমার কোন কুন্ঠা নেই। যদি করে থাকি, ঐসকল ছবির প্রথম আপলোডকারীর জন্যে আমার আন্তরিক কৃতজ্ঞতা রইলো। আশা করি আমার সাথে সময়টা ভাল কাটবে।
আমার মোটকা ছাত্র আর ওর মা (মাঝে আমি) – পর্ব-৩ (এখানে)
Last edited: