What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

অঘটন ঘটন পটীয়সী (1 Viewer)

kader_Saimon

Member
Joined
Jul 12, 2023
Threads
2
Messages
119
Credits
1,640
এই গল্পটা আমার লেখা। আপাতত চলমান একটা গল্প। অন্য একজন গল্পটি এই ফোরামে পোস্ট করা শুরু করলেও আমি উনাকে অনুরোধ করেছিলাম গল্পটি পোস্ট না করতে। আপাতত আমি নিজেই নিজের গল্প পোস্ট করছি। ধীরে ধীরে সব গুলো পর্ব এক এক করে দিয়ে দিব নির্জন মেলায়। আপনাদের ভাল লাগা মন্দ লাগা গুলো জানাবেন আশা করি।
 
আপডেট ১

অনেকক্ষণ ধরে আমরা বসে আছি। কেউ কথা বলছে না। অবশেষে সিনথিয়া কথা বলল- দেখ, আমাদের কোন ভবিষ্যত আমি দেখতে পারছি না। আমি জানতাম এই ধরনের কথা আসছে তাই হাতের কফির কাপটা নিয়ে পরের কথা শুনার জন্য অপেক্ষা করছি। বাসায় কেউ তোমার কথা মেনে নিবে না। আমার বাসা সম্পর্কে তো জান সবাই নাক উচু। এটা বলে সিনথিয়া অন্যদিকে তাকালো। সিনথিয়ার চোখ ভিজে আসছে বলে মনে হল। একটা নিরবতা আমারদের চারপাশে। কফিশপের চারপাশের শব্দ আমাদের স্পর্শ করতে পারছে না। ভবিষ্যত নিয়ে এইরকম একটা দোলাচালে কথা হারিয়ে ফেলেছি দুইজন। তিন বছরের সম্পর্ক। সংখ্যার হিসেবে মাত্র তিন বছর হলেও এর মাত্রা যে কত গভীর আমার জীবনে সেটা বোঝানো যাবে না। সিনথিয়ার চোখের পানি এখন আর স্পষ্ট। আমার চোখ শুকনো কিন্তু গলা ধরে আসছে। আমরা দুই জনেই জানি সম্পর্কের ইতি টানার কোন ইচ্ছা আমাদের দুইজনের নেই কিন্তু এর মাঝে পাহাড় প্রমান বাধা হয়ে আছে সিনথিয়ার পরিবার।
সিনথিয়া করিম। নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে অনার্স শেষ করেছে কয়দিন আগে। ভাল ছাত্রী, সুন্দরী । বাবা কর্পোরেটের বড় অফিসার আর মা একটা সরকারী কলেজের এসোসিয়েট প্রফেসর। ঢাকায় বনেদি পরিবার বলতে যা বোঝায় ঠিক সেটাই ওদের পরিবার। কয়েক পুরুষ ধরে ঢাকায় ভাল চাকরি করছে পরিবারের লোকেরা। মামা চাচা খালারা সব ভাল ভাল জায়গায় জব করে না হয় ভাল জায়গায় বিয়ে করেছে। এই ধরনের পরিবারের সন্তানরা বড় হয় দেশের ভাল স্কুল কলেজে পড়ে আর স্বপ্ন দেখে বিদেশে যাওয়ার নাহয় কর্পোরেটের বড় অফিসার বা সরকারি ক্যাডার সার্ভিসের বড় কোন পদে যাওয়ার। সিনথিয়াও এর ব্যতিক্রম ছিল না। ঢাকার হাই ক্লাস ফ্যামিলির ট্রাডিশনাল বাচ্চাদের মত সব ক্রাইটেরিয়া পূরন করেই জীবনের একেক ধাপ সামনে আগাচ্ছিল সিনথিয়া। এর মধ্যে একটাই ব্যতিক্রম ছিল সিনথিয়ার জীবনে। আমার সাথে দেখা হওয়া।
আমি সৈয়দ মাহফুজ। সিনথিয়ার সাথে আমার ব্যাকগ্রাউন্ড যতটুকু পার্থক্য হওয়া সম্ভব সেটাই হয়েছে। আমরাও কয়েক পুরুষধরে ঢাকার বাসিন্দা তবে আমাদের পরিবারের ইতিহাস একটু অন্যরকম। পরিবারের মধ্যে প্রথম ইন্টার পাশ করা মানুষটাই আমি। সিনথিয়ার পরিবারের লোকেরা যখন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাতিয়ে কর্পোরেট বা সরকারি অফিসের গদি দখল করে বসছে, আমার পরিবারের লোকেরা তখন ঢাকায় ছোটখাট ব্যবসা করছে কেউ কেউ। ব্যতিক্রম ছিল আমার বাবা। এইসব ছোটখাট ব্যবসার সাথে সাথে রাজনীতির খাতায় নাম লিখিয়েছিল সৈয়দ মারুফ। ঢাকার ওয়ার্ড পর্যায়ের জটিল রাজনীতির হিসাব কিতাবে ত্রিশ বছর রাজনীতি করে একটা ওয়ার্ডের সরকারী দলের সেক্রেটারি এখন সৈয়দ মারুফ, আমার বাবা। মায়ের সাথে বাবার বিয়েও এই রাজনীতির পরিচয় সূত্রে। আমার নানার সাথে একই গ্রুপ করত বাবা, সেখান থেকে মেয়ের জন্য পছন্দ করে বাবার হাতে মায়ের হাত তুলে দেন নানা। ঢাকার এই ওয়ার্ড পর্যায়ের পলিটিক্সে বছরের পর বছর বিভিন্ন দলের রাজনীতি জিইয়ে রাখে শতশত রাজনৈতিক কর্মী। এদের বেশিরভাগ জীবনে টাকা বা ক্ষমতার সেভাবে স্বাদ পায় না। আমার বাবা বা নানা কেউ এর ব্যতিক্রম নয়। তাই আমাদের পরিবার স্বচ্ছল হলেও টাকাওয়ালা না, আর কোন ভাবেই শিক্ষিত সমাজে দাম পাওয়ার মত এডুকেশন সার্টিফিকেট নেই। কয়েক দশক ধরে চাকরি আর আত্মীয়তার জোরে ক্ষমতার কাছাকাছি থাকা সিনথিয়ার পরিবারের লোকদের কাছে আমি তাই নিন্মস্তরের ক্যাডার পলিটিক্স করা একজনের ছেলে। এমন কার সাথে আত্মীয়তার বন্ধনে জড়ানো ওদের জন্য তাই বহুত দূর কি বাত।
সিনথিয়ার সামনে কফি ঠান্ডা হচ্ছে। সিনথিয়ার মনে কি হচ্ছে সেটাই বোঝার চেষ্টা করছি। এই ব্রেকাপ আলাপের সম্ভাবনায় এমনিতে মন ভার হয়ে আছে কিন্তু সিনথিয়ার কাতর মুখটা দেখে বুকের ভিতরটা ভেংগে যাচ্ছে। ঠিক এমন সময় মনের ভিতর বাস করা শত সহস্র বছরের প্রেমিক পুরুষ যেন ডাক দিয়ে উঠল। এমন ডাকে শত বিপদের সম্ভাবনা জেনেও প্যারিস, হেলেন কে চুরি করে ট্রয়ে নিয়ে যায়। আমার কাছে তখন বাকি সব বাধা তুচ্ছ মনে হয়। তাই আমি সিনথিয়ার হাতটা ধরি। সিনথি অবাক হয়ে আমার দিকে তাকায়। এই পুরোটা সময় সিনথি বলেছে আমি চুপ করে শুনেছি, কোন ইমোশন শো না করে। তাই এবার ওর হাতটা নিয়ে গাড় গলায় জিজ্ঞেস করলাম আমাকে ভালবাস? সিনথিয়া উত্তর দিল তুমি জান এর উত্তর। আমি জিজ্ঞেস করলাম আমাকে বিশ্বাস কর। সিনথিয়া বলল এটাও জান তুমি। আমি বললাম তাহলে এটা জেনে রাখ যে কোন মূল্যে আমি তোমাকে চাই। যেভাবেই হোক আমি তোমার ফ্যামিলিকে রাজি করাবো। সিনথিয়ার চোখ যেন অনেকক্ষণ পর ঝকমক করে উঠল। একটা তিলের জন্য সামারখন্দ বোখরা এনে দিতে চাওয়া কবি এই ঝকমকে চোখের জন্য পুরো পৃথিবীটা এনেদিত। আমি তো অবশ্যই কিছু লোককে রাজি করাতে পারব, যে কোন মূল্যেই।
 
আপডেট ২

সিনথি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু আগে ভার হয়ে থাকা চোখে একটু আলোর আভাস। আমার মাথার ভিতর তখন সুপার কম্পিউটার চলছে। গাদা গাদা হিসেব নিকেশ। কীভাবে এই অসম্ভব কে সম্ভব করা যায়। সিনথিয়ার বনেদি নাক উচু পরিবারের কাছে কিভাবে এই সম্পর্কের একটা গ্রহনযোগ্যতা পাওয়া যায়। সিনথিয়ার সাথে এতদিনের কথা থেকে বোঝা গেছে ওদের পরিবারের বিভিন্ন ডিসিশনের মূল চাবিকাঠি আসলে তিনজনের কাছে। সিনথিয়ার বোন, সাবরিনা করিম। সিনথিয়ার ফুফু, নুসাইবা করিম এবং সবচেয়ে গূরুত্বপূর্ন সিনথিয়ার মা, সাফিনা করিম। সিনথিয়ার বাবা পরিবারের বড় ভাই তাই তার উপর কার কথা বলার সাহস নেই তবে তিনি চলেন সিনথিয়ার মায়ের কথায়। সুন্দরী বউয়ের একদম অনুগত মিজবাহ করিম, সিনথিয়ার বাবা। বাড়ির বড় বউ হিসেবে অন্যদের কাছেও সিনথিয়ার মায়ের গ্রহণযোগ্যতা অনেক। সিনথিয়ার কথা শুনে মনে হয় যথেষ্ট বুদ্ধি রাখেন ওর মা। কোথায় কিভাবে কথা বলতে হবে বা কাকে কি বলে শান্ত রাখতে হবে এই কায়দা ভাল বুঝেন। সৌন্দর্য আর বুদ্ধির সম্মিলন। মিজবাহ করিমের তাই বউয়ের কথায় না চলে উপায় নেই। দাদা দাদী বেচে নেই সিনথিয়ার তাই ওদের এক্সটেন্ডেড পরিবারের মেইন দুই অভিভাবক সিনথিয়ার বাবা মা।
বংশের বড় নাতী হিসেব বেশ দাপট সিনথিয়ার বড় বোনের, সাবরিনা করিম। বয়স সাতাশ। চাচা ফুফুদের ভীষণ আদরের। সিনথিয়ার কথা শুনে মনে হয় খানিকটা বিচি, ডমেনেটিং। ছোটবেলা থেকে সব কিছুতে হ্যা শুনে শুনে না শোনার অভ্যাস নাই। সিনথিয়া প্রথম আমাদের প্রেমের কথা বলেছিল সাবরিনার কাছে। বোন প্রেম করছে শুনে প্রথম প্রশ্ন ছিল ছেলে কি করে, এমন কি নাম জানতে চায় নি। ব্যবসা করে সাথে পলিটিক্স এটা শুনে বলেছিল গুন্ডা বদমাশ ক্যাডারের সাথে বোনের সম্পর্ক কোনভাবেই মেনে নিতে পারবে না। আমার সম্পর্কে কোন কথা না শুনেই গুন্ডা, বদমাশ তকমা জুড়ে দিয়েছিল। তার এক কথা এমন কাউকে যদি বোন বিয়ে করে তাহলে মুখ দেখাবে কীভাবে সবার কাছে। সিনথিয়া যখন বলেছিল আমার সাথে ওর আন্ডারস্ট্যান্ডিং তখন নাকি বলেছিল মানুষ যে বাজে কথা বলবে সে তুলনায় এই আন্ডারস্টান্ডিং কিছু না। আর আমার সম্পর্কে প্রসংসা করার চেষ্টা করা মাত্র নাকি বলেছিল রাস্তায় ঘুরলে এমন ভুরি ভুরি ছেলে পাওয়া যাবে। শুনেই আমার রাগ হয়েছিল। চোখে মুখে সেটার ছায়া পড়েছিল তাই সিনথিয়া তখন বলেছিল রাগ করো না। আপু এরকম। রাগলে কাকে কি বলে হিসাব নেই। বাসার প্রথম বাচ্চা তো সবাই খুব আদর করে। আমি রাগ চেপে খালি বলেছিলাম ২৫ বছর বয়সে কেউ বাচ্চা থাকে না।
সিনথিয়ার মা আর বোন দুইজনের উপর যার প্রভাব সে হচ্ছে নুসাইবা করিম, সিনথিয়ার ফুফু। তিন ভাইয়ের এক বোন তাই সিনথিয়ার বাবা চাচারা নুসাইবা বলতে পাগল। তার উপর সবচেয়ে ছোট। সিনথিয়ার মা যখন বিয়ে করে এই বাড়িতে আসেন তখন নুসাইবার বয়স ১৪ আর। আর সিনথিয়ার মায়ের বয়স ২০। মাত্র ছয় বছরের পার্থক্য। বাড়ির ভর্তি ছেলের মাঝে তাই এই দুই মেয়ের বন্ধুত্ব গড়ে উঠে বয়স ছাপিয়ে। স্বভাবসুল্ভ ননদ ভাবীর টানাপোড়েনের স্থান হয় নি এর মাঝে। এরপর যখন নুসাইবার প্রেম হল ভার্সিটিতে পড়ার সময় তখন বাসার সবাই এর বিরোধী ছিল এক সাফিনা ছাড়া। সাফিনাই এক এক করে শ্বশুড় শ্বাশুড়ি সব পরিবারের সবাই কে এই বিয়ের পক্ষে এনেছিল। তাই ভাবীর উপর তার অগাধ আস্থা। আর সিনথিয়াদের পরিবারে যে কোন সিদ্ধান্তে সাফিনার একনিষ্ঠ সমর্থক নুসাইবা। বয়স বাড়ার সাথে সাথে তাদের এই সম্পর্ক আর গাড় হয়েছে। ৪০ বছরের নুসাইবা আর ৪৬ বছরের সাফিনা তাই এক পরষ্পরের ক্লোজ ফ্রেন্ড।
সব চিন্তা করে আমার মাথায় একটাই কথা ঘুরছে। সিনথিয়া কে আমার চাই । তবে সিনথিয়া পরিবারের অমতে বিয়ে করবে না,দরকার হলে আজীবন বিয়ে না হলেও না। সিনথিয়া আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বললাম চল বিয়ে করবে। তুমি যদি বল আমি এখনি তোমাকে বিয়ে করব। আমার বাসা নিয়ে চিন্তা কর না। আমি বললে আমার বাসার সবাই রাজি হবে। সিনথিয়ার মুখ কাল হয়ে গেল। বলল তুমি জান আমি তোমাকে কতটা চাই কিন্তু তুমি এটাও জান আমি পরিবারের অমতে বিয়ে করতে চাই না। ঢাকার এলিট কনজারভেটিভ ফ্যামিলির সব বৈশিষ্ট্য সিনথিয়ার ভিতর আছে। পরিবারের বিরুদ্ধে যাওয়া ওর জন্য তাই একটা বিশাল মানসিক বাধা, যেটা অতিক্রম করা ওর জন্য কঠিন। আমি যদি জোরাজুরি করি হয়ত রাজি করাতে পারব কিন্তু এরপর আমরা কতটুকু সুখী হতে পারব সেটা নিয়ে সন্দেহ আছে। এভাবে অমতে বিয়ে করলে সিনথিয়ার পরিবার সিওউরলি আমাদের কোন কালেই মেনে নিবে না এবং সিনথিয়ার সাথেও সম্পর্ক হয়ত ছেদ করবে। আর সিনথিয়া কে যতটা চিনি ও কখনোই এভাবে ওর পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ভাল থাকতে পারবে না। সিনথিয়া হল আমার জীবনে লাকি চার্ম। গত চার বছর ধরে ওর সাথে আমার সম্পর্ক আর এই পুরোটা সময় যেন আমার ভাগ্য বদলানোর সময়। এর আগের রাগী উড়োনচন্ডি, ক্ষেপাটে আমার যে পরিবর্তন হয়েছে সেটা বিশাল। এর প্রভাব আমার কাজেও পড়েছে। ঢাকা দক্ষিণের সরকারী দলের যুব সংগঠনের আমি অর্গানাইজিং সেক্রেটারি। এক সময় সবাই আমাকে জানত সংগঠনের কাজে দক্ষ কিন্তু প্রচন্ড মেজাজি একটা ছেলে। সিনথিয়ার স্পর্শে আমার পরিবর্তন সংগঠনে আমার ইমেজ ভাল করেছে গত কয়েক বছর। আর বাবা যখন লাস্ট মেয়র ইলেকশনে দক্ষিণের মেয়রের পিছনে লয়ালটির প্রাপ্য দাবি করে আমার জন্য লবিং করল সব মিলেয়ে ঢাকা দক্ষিনের মত গুরুত্বপূর্ণ জায়গায় সরকারী দলের যুব সংগঠনের অর্গানাইজিং সেক্রেটারি। আর সিনথিয়ার কথা শুনেই সরকারি টেন্ডারের কাজ শুরু করা। অত পুজি নেই তাই অন্যদের সাথে জোট বেধে সরকারি বিভিন্ন বড় বড় টেন্ডারের সাব টেন্ডার বাগানোর কাজ শুরু করেছি লাস্ট তিন বছর। নিজের আর বাবার পলিটিক্যাল কানেকশন ব্যবহার করে বেশ ভাল দাড় করাচ্ছি ব্যবসাটা। শুরুতে ব্যবসা ভাল না বোঝায় বেশ কয়েকটা ধাক্কা খেয়েছি কিন্তু সিনথিয়ার উতসাহে লেগে ছিলাম। শিখছি আস্তে আস্তে। ব্যবসাটা দাড়াচ্ছে তাই। হাতে টাকাও আসছে। কিন্তু সিনথিয়ার পরিবারের কাছে এখনো আমি আর আমার পরিবার একটা ক্যাডার ফ্যামিলি। ওদের এলিট ফ্যামিলির কাছে রাজনীতি করা লোকদের মধ্যে হয়ত মন্ত্রী এমপিদের কদর আছে আর বাকি পলিটিক্যাল কর্মীরা সব লো ক্লাস। তাই ওরা মানবে না সম্পর্কটা, অন্তত এই মূহুর্তে। আবার সিনথিয়া কে পরিবারের অমতে বিয়ে করলে সিনথিয়া খুশি হবে না। আমার লাকি চার্ম কে আমি অখুশি রাখতে পারি না আবার ওকে ছাড়া আমি থাকতেও পারব না। তাই আমার ভিতর জেদী সত্ত্বাটা জেগে উঠল। যেভাবেই হোক সিনথিয়া আমার হবে। ওর পরিবারে সম্মতিতেই হবে।
আমি সিনথিয়া কে জিজ্ঞেস করলাম যদি তোমার পরিবার রাজি হয় তাহলে আমাকে বিয়ে করবে? সিনথিয়া উজ্জ্বল একটা হাসি দিয়ে বলল ইয়েস। আমি এবার জিজ্ঞেস করলাম ধর হাইপোথেটিক্যালি তোমার পরিবারে কাকে কাকে রাজি করালে পুরো পরিবার রাজি হবে। আমার জানা উত্তরটাই সিনথিয়া দিল- আপু, ফুফু আর আম্মু। আমি বললাম তুমি সিওউর। সিনথিয়া বলল হ্যা, তুমি যদি এই তিনজনকে রাজি করাতে পার তাহলে বাকি পরিবার এমনিতে রাজি হবে আর যারা রাজি হবে না তাদের এই তিনজন রাজি করাবে। তবে তুমি কি আসলেই পারবে? আপু, ফুফু, আম্মু কিন্তু খুব রাগী। ওদের মানানো কিন্তু সহজ হবে না। আমি বললাম মাই ডিয়ার সুন্দরী তোমার রাগ কেমন? সিনথিয়া খলখল করে হেসে বলল তুমি জান, জান না? আমি হাসতে হাসতে বললাম হ্যা জানি। তাই তো বললাম এক রাগী সুন্দরী কে রাজি করাতে পারি তবে বাকি তিন রাগী সুন্দরীকেও রাজি করাতে পারব।
 
আপডেট ৩

কফি হাউজে বসে আমাদের সেদিন পরিকল্পনা ঠিক হল। আমাদের পরিকল্পনার দুই পার্ট। সিনথিয়ার উপর বিয়ের চাপ আছে ওর ফ্যামিলির। অনার্স শেষ হয়েছে কিছুদিন। ভাল ছাত্রী সিনথিয়া। ইংল্যান্ডে এক বিশ্ববিদ্যালয়ে অলরেডি মাস্টার্সের একটা অফার আছে। দুই বছরের মাস্টার্স। সিনথিয়ার ওর ফ্যামিলি কে বলবে এই মূহুর্তে ও বিয়ে করবে না কারণ ও বাইরে গিয়ে মাস্টার্স করতে চায়। সিনথিয়ার ফ্যামিলি রাজি হবে কারণ গত কয়েক মাস আমাকে নিয়ে ওদের ভিতর ভাল মন কষাকষি হয়েছে। তাই ওরা ভাববে দেশের বাইরে গেলে হয়ত মেয়ের মাথা থেকে আমার ভূত নামবে। আর ওর উপর থেকে বিয়ের চাপ কমবে। এটা পরিকল্পনার প্রথম পার্ট। আর দ্বিতীয় পার্ট আমার উপর। সিনথিয়ার বোন, ফুফু আর মা কে রাজি করানো। কীভাবে রাজি করাবো জানি না ঠিক তবে সিনথিয়া কে কথা দিলাম রাজি করাবো যেভাবেই হোক। মেয়েটা এখন খড়কুটু ধরে আমাদের সম্পর্কটাকে বাচাতে চাইছে। না হলে ওর মা, ফুফু, বোন কার সাথে আমার কোন দিন এক শব্দ বাক্য বিনিময় হয় নি, আমাকে দেখেও নি কোন ভাবে। তাদের দৃষ্টিতে যা যা লোক্লাস কাজ সব আমি করি- টেন্ডার পলিটিক্স। তাই আমার কথায় তাদের রাজি হওয়ার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায়। সেটা আমিও জানি। কিন্তু প্রেম এমন একটা জিনিস যেখানে অসম্ভব কে সম্ভব মনে হয় প্রেমিক হৃদয়ে।
তবে একটাই পজিটিভ দিক আমাদের হাতে সময় আছে দুই বছর। সিনথিয়া বাসায় গিয়ে যখন বলল যে ও মাস্টার্স করতে বাইরে যাবে তখন ওর বাবা মা নাকি এক কথায় রাজি হয়ে গেছে। সিনথিয়ার ভাষ্যমতে ওরা ভাবছে বিদেশে পড়তে গেলে এই দুই বছরে এই লোক্লাস ছেলেটার পাল্লা থেকে তাদের সুন্দরী মেয়ে বের হতে পারবে। তাদের কাছে এটা না চাইতেই বৃষ্টি। প্রেম নামক রণক্ষেত্রে যে আসলে এটা একটা ছায়া যুদ্ধ হয়ত সেটা তাদের বোঝা হল না। বাংগালী সমাজের প্রেম বিরোধী চিরন্তন বাবা-মা কে তাই সিনথিয়া অনেকটা ঝপ দিয়ে বিদেশে পড়তে যাওয়ার পারমিশন ম্যানেজ করে নিল। প্রথাগত ভাবে সিনথিয়ার বাবা মা একবার বলতে চেয়েছিল বিয়ে করে গেলে হত না, ভাল ছেলে আছে তাদের খোজে। সিনথিয়ার এক জবাব এখন বিয়ে করলে খালি মাহফুজ কে বিয়ে করব। এই টোটকায় কাজ হল। এরপর থেকে নাকি সিনথিয়ার বাবা, মা, বোন সবাই বলছে আমাদের এই ছোট মেয়েটার এখন বিয়ের কি দরকার। আগে মাস্টার্স টা কর তারপর নাহয় দেখা যাবে।
প্ল্যানের একটা অংশ সিনথিয়া ঠিকমত এক্সিকিউট করেছে। তবে মূল অংশটা কীভাবে এক্সিকিউট করব সেটাই ভাবছি রাতে বাসায় বসে। সিনথিয়ার সাথে একটু আগে কথা হল। প্রথম অংশ ঠিক হওয়ার মেয়েটা দারুন এক্সাইটেড। বারবার খালি বলছে দেখ তুমি ঠিক পারবা। তুমি অসাধ্য সাধন করতে পার। মনে নাই তোমার আমার কীভাবে দেখা হইছিল। তখন তুমি কি করছিল? সিনথিয়ার সাথে আমার দেখা একদম আকস্মিক একটা ব্যাপার। আমি তখন মাস্টার্সের ছাত্র, সিনথিয়া ফার্স্ট ইয়ার। আমাদের বিশ্ববিদ্যালয় ঢাকার দুই প্রান্তে আর ঠিক দুই রকম বিশ্ববিদ্যালয়। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। রাজনীতির জন্য দুই বছর লস দিয়ে মাস্টার্স করছি তখন আর সাথে সরকারী দলের ছাত্র সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কে আড়ালে এখনো লোকজন হাসাহাসি করে জগাবাবুর কলেজ ডাকে। পুরান ঢাকার ভিতর শতবর্ষী একটা কলেজ কে হঠাত বিশ্ববিদ্যালয় বানিয়ে দেওয়া হয়েছে। পুরান ঢাকার মত তাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় মলিন তবে এর একটা ঐতিহ্য আছে যাকে আবার নতুন ঢাকার লোকেরা গোনে না। আর তাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ সময় আসে বড় বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়া ছেলেমেয়েরা। আমার ক্ষেত্রে অবশ্য বিবেচনা আলাদা। বাবার রাজনীতি দেখে আমি সব সময় অনুপ্রানিত। আর বাবা পুরান ঢাকার এক ওয়ার্ডের সরকারি দলের সেক্রেটারি তাই পুরান ঢাকায় তার ভাল প্রভাব। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করলে তাই রাজনীতির সিড়ি বেয়ে উপরে উঠা আমার জন্য সহজ। আর সিনথিয়া তখন ভর্তি হয়েছে নর্থ সাইউ ইউনিভার্সিটিতে। বাংলাদেশের প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি। পশ। এর ছাত্র ছাত্রী শিক্ষক সব ফিটফাট। ঢুকলেই মনে হয় একটা কর্পোরেট হাউজ। আর অবস্থান একদম উত্তর ঢাকায়। বড়লোক পাড়ার কাছাকাছি। জগন্নাথ আর নর্থ সাউথ ভার্সিটির যেমন আকাশ পাতাল ফারাক সব কিছুতে আমাদের ঠিক তেমন। তাই আমাদের কোন ভাবে দেখা হওয়ার কথা না কিন্তু ঠিক দেখা হয়ে গেল একদম আচমকা।
সিনথিয়া কিভাবে কিভাবে জানি একটা ছেলের সাথে জড়িয়ে পড়ে ভার্সিটির একদম প্রথম দিকে। হালকা একটা উইকনেস ছিল ওর ছেলেটার প্রতি। এক ব্যাকগ্রাউন্ড, চকলেট বয় চেহারা, চোস্ত ইংলিশ বলে। প্রেম প্রেম হই হই ভাব। এমন সময় ও টের পেল ছেলেটা খালি ওকে না সাথে আর চারপাচ জন কে ঘোরায়। টের পেয়েই সিনথিয়া বের হয়ে আসতে চাইছে কিন্তু ছেলেটা হুমকি দিচ্ছে প্রেম না করলে তুলে নিয়ে যাবে। সিনথিয়া বাসায় বলতে চাচ্ছে না একটা ঝামেলা হবে আবার ছেলেটার এইসব হুমকিও অস্থির করে রাখছে ওকে। নিজে থেকে প্রথমে ছেলেটাকে বোঝানোর চেষ্টা করেছে সফল হয় নি। একদিন নাকি সবার সামনে চড়ও মেরেছে ছেলেটা সিনথিয়াকে। মিউচুয়াল পরিচিত কিছু সিনিয়র কে হেল্প করতে বলেছিল সমাধান করার জন্য কিন্তু কেউ রাজি হয় নি। ছেলেটা ক্ষেপাটে। ফ্যামিলির ভাল টাকা আছে। সবচেয়ে বড় কথা ছেলেটার সাথে নাকি গুন্ডা টাইপ কিছু ছেলেপেলের খাতির। কেউ তাই আগ বাড়িয়ে ঝামেলায় পড়তে চাচ্ছে না। সিনথিয়া তখন প্রায় অসহায়। ঠিক তখন ওর কথা হল মুবিনের সাথে।
মুবিন আমার এলাকার ছেলে। পুরান ঢাকাইয়া পোলা। ভাল ছেলে। বাপের ইসলামপুরে কাপড়ের ব্যবসা। টিপিক্যাল পুরান ঢাকাইয়া ফ্যামিলি। কোটি টাকা আছে তবে পড়াশুনা নাই ফ্যামিলিতে। ওর বাপ তাই ছেলেকে ভার্সিটিতে পড়ানোর জন্য নর্থ সাউথে ভর্তি করিয়ে দিল। টাকা আছে তাই সেটা সমস্যা না। ছেলে সেখানে গিয়ে একটু চোস্ত ইংলিশ শিখবে এটাই চাচার আশা। তার ফ্যামিলির একটু ইজ্জত বাড়বে। কোন এক কোর্সে মুবিন আর সিনথিয়ার এসাইনমেন্ট গ্রুপ এক ছিল। সেখানে এসাইনমেন্ট করতে গিয়ে মুবিন সিনথিয়ার প্রবলেম শুনে প্রথম। ভাল ছেলে তাই হেল্প করার মেন্টাটিলিটি থেকে ও বলে আমার এক বড় ভাই আছে, যে তোমাকে হেল্প করতে পারে। সিনথিয়া নাকি তখন বলছিল মুবিন তুমি জান না ছেলেটা কতটা বদমাশ। মুবিন নাকি উত্তরে বলছিল মাহফুজ ভাইকে তুমি চিন না। পুরান ঢাকায় জগন্নাথ ভার্সিটিতে ছাত্র সংগঠনের সেক্রেটারি হতে গেলে খালি ব্যাকিং থাকলে হয় না সাথে সাথে ক্যাডার হতে হয়। ভাই সব ঠিক করে দিব। মুবিনের এই আস্থাই সেদিন দুই পৃথিবীর প্রথম স্বাক্ষাত ঘটায়।
সন্ধ্যার পর ধানমন্ডি এলাকায় আমি আড্ডা দিই মাঝে মাঝে মুবিন সেটা জানত। সেখানেই প্রথম নিয়ে আসে সিনথিয়া কে মুবিন। একটা কফি শপের বাইরে রাস্তায় আড্ডা দিচ্ছি। মুবিন ফোন দিয়ে জিজ্ঞেস করেছিল ভাই কি ধানমন্ডি। হ্যা উত্তর দেওয়ার পর ও বলল ভাই একটু থাকেন আধাঘন্টার মধ্যে আসতেছি। একটু দরকার ছিল। সেখানেই মুবিন হাজির। সিনথিয়াদের গাড়িতে। আমরা কয়েকজন রাস্তায় আমাদের বাইক পার্ক করে আড্ডা দিচ্ছি। হাতে চায়ের কাপ, কার হাতে সিগারেট। রাস্তার ল্যাম্পপোস্টের আলো আর সামনের ক্যাফে থেকে কাচের দরজা ভেদ করে আসা আলো এর মাঝে রাস্তায় একটা আলো আধারি। এর মাঝে কাল একটা কার থামল। এই দোকানটা ধানমন্ডি এলাকার কম বয়েসি পয়সাওয়ালা ছেলেমেয়েদের আড্ডার জায়গা। তাই এই জায়গায় একটু পর পর গাড়ি থামে। ছেলেমেয়েরা নামে বা উঠে চলে যায়। তাকানোর কিছু নেই। তবে এবার খোলা দরজা দিয়ে সবুজ সালোয়ার কামিজ পড়া একটা মেয়ে নামতেই চোখ আটকে গেল। কিছু একটা ছিল যেন মেয়েটার মাঝে। সৌন্দর্য, কনফিডেন্স সব মিলে চোখ আটকে গেল। রাস্তায় মেয়ে গেলে চেক আউট তো কত করি কিন্তু এইবার একদম চোখ আটকে গেল নিশানায়। রাস্তার আলো আধারিতে মনে হচ্ছে যেন এই সবুজ কামিজটা বুঝি খালি এই মেয়েটার জন্য তৈরি হয়েছে।
সাধারণত গাড়ি থেকে নামা ছেলেমেয়েরা আমাদের এড়িয়ে ক্যাফেতে ঢুকে যায় এই মেয়েটা দেখি আমাদের দিকে আসছে। আরেকটু ভাল করে তাকাতেই দেখি মেয়েটার পিছনে মুবিন। কাছে এসে মুবিন প্রথম কথা বলল। ভাই আসসালামুলাইকুম। এতা সিনথিয়া, আমার ফ্রেন্ড। ও একটা ঝামেলায় পড়ছে। আমি বলছি মাহফুজ ভাইকে বললে ভাই সমাধান করে দিবে। মুবিন কথা বলছে আর আমি মেয়েটার দিকে তাকিয়ে আছি। শার্প চেহারা আর কি কনফিডেন্স যেন চোখে মুখে। জিজ্ঞেস করলাম কি সমস্যা বলেন আপনি। সিনথিয়া বলল ভাইয়া আমাকে তুমি করে বলেন আমি আপনার ছোট হব আর আপনি মুবিনের বড় ভাই। সেই থেকে শুরু। গলার স্বর শোনার পরেই যেন আমি হুকড আপ। আর কোন মুক্তি নেই এখান থেকে। আমি আটকে গেলাম।
বাংলাদেশে কি বিশাল বৈপরীত্য। সিনথিয়ার মত হাইক্লাস কনফিডেন্ট মেয়েও একটা ফাউল ছেলের থ্রেটে মুষড়ে পড়ে। মেয়েরা এত আগানোর পরেও সমাজের চোখ রাংগানির ভয়ে এই একটা জায়গায় ভয়ে কুকড়ে যায়। যাবেই না কেন? গরীব বড়লোক, শিক্ষিত অশিক্ষিত যে পরিবার থেকেই আসেন না কেন এই একটা জায়গায় দিন শেষে দোষটা পড়ে মেয়েটার কাধে। আমি এইসব জায়গায় এমনিতেও মেয়েদের পক্ষে। রাজনীতিতে আমাকে নিয়ে অনেক কথা আছে কিন্তু মেয়েদের ব্যাপারে আমি ক্লিন। বাবা অনেক আগেই বলে দিয়েছিল, বাপ রাজনীতিতে ভাল করতে চাইলে মেয়ে মানুষের দূর্নাম গায়ে লাগতে দিবি না, এটা লাগলে সামনে আগানো কঠিন। তারপর সিনথিয়া যখন বলল প্লিজ ভাইয়া কিছু একটা করেন তখন ওকে না বলার সাধ্য আমার ছিল না।
ঘটনা সমাধান করতে আমার লেগেছিল দুই দিন। ঐছেলের বন্ধু বান্ধব সব মহাখালি এলাকার ছিছড়ে পোলাপাইন। যে কোন এলাকায় কিছু করতে গেলে ঐ এলাকার কমিটি কে জানিয়ে করা ভাল তাই তীতুমীর কলেজের সেক্রেটারি কে সাথে নিয়ে খোজ বের করলাম। দাবড়ানি দিতেই বলল ভাই আমরা ওর সাথে নাই আপনি যা খুশি করেন। আর ছেলেটাকে ধরে এক অন্ধকার গলিতে নিয়ে দুই একটা চড় থাপ্পড় মারতে প্রথমে হুমকি দেওয়ার চেষ্টা করেছিল। এরপর যখন পরিচয় দিয়ে বললাম সিনথিয়ার সাথে কথা বলার চেষ্টা করলে লাশ খুজে পাওয়া যাবে না তখন একদম ঠান্ডা হয়ে গেল। মাফটাফ চেয়ে বলল ভুল হয়ে গেছে আর কখনো করবে না। এই ঘটনার পর সিনথিয়া যখন সামনা সামনি এসে ধন্যবাদ দিল তখন ওর চোখে একটা মুগ্ধতা ছিল। পরে সিনথিয়া বলেছিল আমার মত ছেলেদের সব সময় এড়িয়ে চলতে শিখে এসেছে ও। তাই যখন মুবিন সাহায্য নেওয়ার কথা বলছিল তখন দো'মনা করছিল ও কিন্তু এত ডেসপারেট ছিল যে শেষ পর্যন্ত আমার কাছে এসেছে। পরে আমার সাথে কথা বলে বা আমার সাহায্যে সমস্যা সমাধান হওয়ায় ওর মনে হল এতদিন যা যা শুনে এসেছে আমার মত ছেলেদের সম্পর্কে সব বুঝি মিথ্যা। আমি বুঝি ওর বই থেকে উঠে আসা নাইট ইন এ শাইনিং আর্মর।
আমাদের প্রেম হতে সময় লাগে নি। মাস দু'য়েক। সিনথিয়ার ক্ষেত্রে ব্যাপারটা ছিল অপজিট এট্রাক্টস। ওর এতদিনের চেনাজানা ছেলেদের থেকে আমি আলাদা। আমার চেহারায় একটা রুক্ষ ভাব সব সময় ছিল। আমি যথেষ্ট লম্বা। পাচ এগার হব। কলেজে থাকতে মারামারি করে পাওয়া গালে একটা কাটা দাগ যেন চেহারা আর রুক্ষ একটা ভাব এনে দিয়েছে। ঘাড় অব্দি চুলে রুক্ষ চেহারায় আমার মাঝে নাকি একটা রহস্য রহস্য ভাব আছে সিনথিয়া বলে। আর বলে এই রুক্ষ রাগী চেহারা নিয়ে আমি যখন মাঝে মাঝে হাসি দিই তখন নাকি এমন একটা রহস্য তৈরি হয় যে, যে কোন মেয়ের নাকি ইচ্ছা করবে গোয়েন্দা হয়ে সে রহস্য ভেদ করতে। আর কেউ সেই রহস্যের ফাদে পড়ুক না পড়ুক সিনথিয়া যে পড়েছিল এটা নিশ্চিত। আর আমার ক্ষেতে প্রাথমিক মোটিভেটর ছিল চিরন্তন মেইল হরমোন। এমন মেয়ের প্রেমে না পড়ে পাড়া যায়? পাচ ফুট পাচ। ফর্সা, ধারালো চোখ মুখ নাক। গলার স্বরে যেন বুকে ছুরি বসে যায়। আর? আর ওর ফিগার। এমন কোন রিভেলিং ড্রেস যে পড়ত তা না কিন্তু এর মাঝেও বোঝা যেত ভিতরে একটা চিতা লুকিয়ে আছে। স্কুল লাইফ থেকে মেয়েদের চেক আউট করে করে অভিজ্ঞ চোখ। তখন মোটে ১৮ বা ১৯ বয়স ওর। পাপড়ি থেকে ফুল ফুটে নি তখনো। তখনি ওর বেশ ধারালো বুক। ৩২ বি হবে হয়ত। পিনন্নীত পয়োধর। আর পিছন দিক? উফ। গুরুনিতম্বিনী। জামা ভেদ করে আসা বিশাল নিতম্ব না। তবে ওর শরীরের সাথে মানান সই। ওর পিছনে হাটলেই চোখে পড়বে। সব সময় সোজা হয়ে হাটে সিনথিয়া। তাই পিছন থেকে দেখলে মনে হয় ফর্সা লম্বা ঘাড়, এরপর পিঠ, আর ঠিক এরপর পরেই যেন উচু হয়ে আসা একটা পাহাড়। ঘাড়ের উপর আলতো করে পড়ে থাকা চুলের গোছা আর কোমড় থেকে উচু হওয়া নিতম্ব কোনটায় যে চোখ যাবে বুঝে পায় না। আমার ওর পিছনে দাড়ালেই মনে হয় জড়িয়ে ধরে ঘাড়ে চুমু দিই। এরপর চুমুর রেলগাড়ি চালিয়ে পিঠ থেকে নিচে নেমে আসি। আর ওর নিতম্বে গিয়ে চুমুর বন্যা বইয়ে দিই। জিন্স পড়লে ওর পিছন টা যেন ঝলসে দেয় চোখ। বডি ফিটিং জিন্স একদম জড়িয়ে ধরে থাকে ওর পাছা। মনে হয় আমিই যেন জিন্স হয়ে যায়। জড়িয়ে ধরে মিশে যাই মনহরনী নিতম্বের মাঝে। তাই মেইল হরমোন বলুন আর সৌন্দর্যের জয় বলুন সিনথিয়ার প্রেমে আমার না পড়ে উপায় ছিল না।
 
পর্ব ৪


রাজনীতির ক্ষেত্রে একটা নীতি আমি সবসময় মানি। ইনফরমেশন ইজ পাওয়ার। তোমার বন্ধু, শত্রু যাই হোক যার সাথে ডিল করবে তার সম্পর্কে যতবেশি জানা যায় জান। এটা সব সময় কাজে দেয়। আমার পলিটিক্যাল লাইফে এটার ব্যতিক্রম হয় নি। অনেক সময় খাদের কিনারা থেকে ফিরে এসেছি কারণ যার সাথে ডিল করছি তার অনেক তথ্য জানা থাকায়। বেশি তথ্য জানা মানে একটা লোক কে অনুমান করা সহজ। কোন পর্যায়ে কি সিদ্ধান্ত নিবে। কি জিনিস পছন্দ, কেমন ব্যক্তিত্ব। রাজনীতির ডিলে এগুলো খুব দরকার কারণ কাকে কি টোপ দিতে হবে আর কার কি টোপ খাওয়া নিরাপদ সেগুলা বুঝার জন্য অনেক অনেক তথ্য দরকার। সিনথিয়া কে দেওয়া কথা রাখতে গেলে তাই আমার পূর্ব পরিচিত বহুল ব্যবহৃত রাস্তায় হাটতে হবে। ইনফরমেশন। সাবরিনা করিম, নুসাইবা করিম আর সাফিনা করিম আমার লক্ষ্য অর্জনের চাবি এই তিনজনের হাতে। আপাতত এরা আমার লক্ষ্যের বিরুদ্ধে। তবে রাজনীতিতে একটা কথা আছে চিরন্তন শত্রু বলে কিছু নেই। তুমি যদি যার যা দরকার তা দিতে পার তবে শত্রু থেকে মিত্র হতে বেশি দেরি হয় না। কথায় বলে Politics can make strange bed fellows ।
মোবাইলে ফেসবুকে সার্চ করছি। সিনথিয়ার বোন, ফুফু আর মা কে নিয়ে কি জানা যায় দেখার জন্য। সিনথিয়া অনেক তথ্য দিয়েছে দরকার লাগলে আর জিজ্ঞেস করা যাবে। তবে সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে এমন তথ্য পাওয়া যায় যেটা দেখার আগে নিজের মাথাতেও আসে না যে এই তথ্যটা দরকার। তাই ফেসবুকে খুজছি। সিনথিয়ার বোনের প্রোফাইল ভালভাবে লক করা কিছুই দেখা যায় না। ওর ফুফু আর মায়ের প্রোফাইলের সিকিউরিটি অত ভাল না। ফ্রেন্ডলিস্টে না থেকেও বহু কিছু দেখা যাচ্ছে, ফ্রেন্ড লিস্টও। সিনথিয়ার প্রোফাইলে ওর বোন, মা আর ফুফুর বহু ছবি। আগেও দেখেছি কিন্তু ভাল করে খেয়াল করি নি। লাইক, লাভ দিয়ে খালাস। এখন ভাল করে দেখছি। দেখতে দেখতে একটা জিনিস সিওর হলাম সিনথিয়ার শার্প হটনেস বংশগত। খুটিয়ে খুটিয়ে দেখছি বলে এখন চোখে পড়ছে। তিনজনেই হট। নিজের হবু বউয়ের বোন, মা, ফুফু নিয়ে এমন ভাবা ঠিক না কিন্তু ছবি দেখতে দেখতে এই কথা ছাড়া আর কিছুই মাথায় আসছে না। এজন্য অবশ্য সিনথিয়াও খানিকটা দায়ী।
আজকে বিকাল বেলা ঘুরতে বের হয়েছিলাম সিনথিয়া সহ। মোটরসাইকেল সিনথিয়ার প্রিয়। বাসার লোকজনের কারণে মোটরসাইকেলে কখনো চড়া হয় নি সিনথিয়ার তাই আমার সাথেই সিনথিয়ার প্রথম বাইক ভ্রমণ। প্রথম ভ্রমণের পরেই বাইকের প্রেমে পড়ে গেছে। আমাদের ডেটিং এ ওর প্রিয় একটা কাজ বাইকে করে আমার সাথে ঘোরা। পিছে বসে আমাকে জড়িয়ে ধরে থাকে। উত্তরার দিয়াবাড়ির দিকে বা পূর্বাচলের দিকে অনেক খালি জায়গা আছে জোরে বাইক ছোটানোর জন্য। আর বাইক চালানো শেষে বসে ডেট করার জন্য ভাল ভাল রেস্টুরেন্ট আছে ঐদিকে। তাই আমাদের প্রিয় ডেটিং এক্টিভিটিস এটা। আজকেও বিকেলের দিকে আমরা বের হয়েছিলাম। সিনথিয়া পড়ে ছিল জিনস আর টপস। পিছন থেকে যখন জড়িয়ে ধরে তখন পিঠের উপর যে নরম মোলায়েম অনুভূতিটা পাওয়া যায় সেটা অসাধারণ। এর উপর ঢাকায় ব্রেক কষার মত খানাখন্দ আর হঠাত করে রাস্তায় নেমে আসা লোকের অভাব নেই। তাই কয়েক মিনিট পর পর ব্রেক। আর তখনি পিঠে যেন একটা নরম তুলোর দলা ঠেসে আসে। সিনথিয়া পিছন থেকে হেসে হেসে কানের কাছে মুখ নিয়ে এসে বলে ইউ আর এ ডেভিল। কোন সুযোগ কাজে লাগাতে ছাড় না। আমি না বোঝার ভান করে বলি কি বলছ। সিনথিয়া কানের কাছে আলতো করে কামড় দিয়ে বলে বোঝা লাগবে না। মনে রেখ তুমি ডেভিল হলে আমি শি ডেভিল। প্রতিবারের মত তাই বাইক রাইডের পর রক্তপ্রবাহ সব জননাংগের দিকে চলে গিয়ে মাথায় একটা ঝিম ধরিয়ে দিয়েছে। প্যান্ট যেন টাইট হয়ে গেছে। সিনথিয়া বুঝতে পেরে খিল খিল করে হাসছে। এক গোছা চুল কপালের পাশ দিয়ে বাম চোখটা ঢেকে রেখেছে ওর, আর সেই খিল খিল হাসি যেন বুক ভেদ করে বিধছে। একই সাথে লাস্ট এন্ড লাভ, কাম এবং প্রেম বুঝি একমাত্র সিনথিয়ার প্রতিই অনুভব করা সম্ভব। টপসের উপর দিয়ে উকি দিয়ে থাকা বুকটা যেন দুই হাত দিয়ে ধরে মুচড়ে দিতে ইচ্ছা করছে। এতক্ষন বাইকের পিছে যে নরম অত্যাচার করেছে এর শাস্তি দেওয়া উচিত এই নরম বুক জোড়া কে। এরপর হামলে পড়ে কামড়ে খাওয়া উচিত দুধ দুইটা। আবার যখন মুখের হাসির দিকে চোখ যায় তখন যেন বুক থমকে যায়। চুলের আড়ালে ঢেকে পড়া চোখ আর হাসি মিলিয়ে যেন মনে হয় বিশ্বজয় করা যায় বুঝি এই চোখ আর হাসির জন্য। লাভ এন্ড লাস্ট। প্রেম এবং কামের দেবির যৌথ প্রতিমূর্তি যেন সিনথিয়া।
আজকে গিয়েছিলাম পূর্বাচলের ঐদিকে। বাইক চালানো শেষে একটা রেস্টুরেন্টের পিছন দিকে গিয়ে বসলাম। খোলা জায়গায় রেস্টুরেন্ট। বেশ ভাল চলে। মালিক পরিচিত এক পলিটিক্যাল বড় ভাই তাই ম্যানেজার বেশ খাতির করে গেলে। নরমাল কাস্টমাররা সামনের খোলা জায়গায় পাতা টেবিলগুলোয় বসে। আমরা পিছন দিকে একটা আম্ব্রেলা টেবিল আছে ঐটায় বসি। কেউ আসে না সাধারণত এদিকে। টেবিলে বসেই সিনথি আমার হাতটা টেনে ধরে। আমি বলি কি? আজকে বেশ হট হয়ে আছ মনে হয়। খিলখিল করে হেসে সিনথি বলল কেন তুমি হট না? আমি না বলতেই আমার রানের উপর হাত দিয়ে আলতো করে হাত বোলাতে বোলাতে বলল চেক করব। সিনথির কথা শুনে আগে থেকে টাইট হয়ে থাকা প্যান্ট যেন ফেটে বের হয়ে আসতে চাইছে। আমি বললাম আপাতত চেক করা লাগবে না তুমি থাকলে এমনিতেই আমি হট হয়ে থাকি সব সময়। সিনথি ফিসফিস করে বলল, কেন? আমি বললাম বিকজ মাই লেডি ইউ আর ইভিল হট। সিনথি বলল তাহলে আমাকে বিয়ে করলে কি হবে? আমি বললাম আমি জানি কীভাবে ইভিল হট কে ঠান্ডা করতে হয়। সিনথি বলল আই নো। তাই তো তোমাকে পছন্দ করি। আই লাইক ব্যাড বয়েজ, তোমার মত। আমি বললাম আমি ব্যাড বয়? তা আমার মত ব্যাড বয় কে কেন পছন্দ? সিনথি বলল এই যে তুমি যা চাও তা পাওয়ার জন্য জান লাগিয়ে দাও। যে কোন মূল্যে সেটা হাসিল করে ছাড় এটা আমার পছন্দ। তোমার রাফনেস আমার পছন্দ। এই বলে গালে কাটা দাগটায় হাত বুলিয়ে দিল। তোমার ইভিলনেস আমার পছন্দ। দ্যা ট্রিক ইউ প্লেইড টু এচিভ থিংস আই লাইক দ্যাট। আমি বললাম সবাই তো ব্যাড বয়েজদের অপছন্দ করে। আমি বললাম তোমার বাসার লোকেরা নিশ্চয় ব্যাড বয়েজ পছন্দ করে না। তোমার আম্মু, আপু আর ফুফু। যাদের পারমিশন আমার দরকার এই শি ডেভিলটা কে নিজের করে পেতে। সিনথি বলল আমি জানি তুমি পারবে। তোমার মত ট্রিকি বাস্টার্ড কোন একটা না একটা ট্রিক বের করবেই। আর ঐ ট্রিকে আম্মু, আপু আর নুসাইবা ফুফু কাত হবে আমি জানি।
সিনথির ঐ কাত হবার কথাটাই মাথায় ঘুরছে। "আর ঐ ট্রিকে আম্মু, আপু আর নুসাইবা ফুফু কাত হবে আমি জানি"। ফেসবুকে আপাতত সিনথির আম্মু, আপু আর ফুফুর প্রোফাইল স্টক করছি আর ওর শেষ কথাটা মাথায় ঘুরছে। হ্যা, একটা ট্রিক বের করতেই হবে। ওনাদের নজরে আমি ব্যাড বয়। নিজেদের মেয়ে, বোন, ভাতিজির জন্য আমাকে হ্যা কখনো বলবেন না। অন্তত সোজা রাস্তায় না। তাই কোন ট্রিক বের করতে হবে। প্রোফাইল গুলা স্টক করতে করতে হেসে দিলাম। স্কুল কলেজে আমরা বদ ছেলেরা কাত করার আরেকটা মানে বের করেছিলাম। কাত করা বলতে আমরা বুঝতাম ফাক করা। বাংলায় চোদা আর ইংলিশে ফাক তো সবাই বলে। আমাদের স্কুলের গ্যাং এর কুল সাজার জন্য আলাদা টার্ম দরকার ছিল। যেটা আগে কেউ ব্যবহার করে নি এই অর্থে, অন্তত আমরা জানি না। সেখান থেকেই কিভাবে কিভাবে জানি কাত করা শব্দটার উৎপত্তি। আমরা নিজেদের ভিতর এটা ব্যবহার করতাম। যেমন দেখ দেখ দোস্ত ঐ মেয়েটা, কী রকম দুধ পাছা দেখেছিস। দেখলেই মনে হয় কাত করে দিই। অনেক বছর টার্ম টা শুনি না বা নিজেও ইউজ করি নাই। আজকে ওনাদের ছবি দেখতে দেখতে কেন জানি মাথায় আসল টার্মটা। অবশ্য সিনথির দোষ আছে। বিকালবেলা মেক আউট সেশনের পর থেকেই হট হয়ে ছিলাম। আমাদের বন্ধু বেলাল বলত দোস্ত হট হয়ে থাকলে মাল ফেলতে হয় আর মাল না ফেললে ছেলেরা মাথা নিয়ে চিন্তা করে না, ধোন দিয়ে চিন্তা করে। আমার এখন তেমন অবস্থা। বাইক রাইডে সিনথির পারফিউমের গন্ধ আর গায়ের সাথে লেগে থাকা বুকজোড়া এক দফা হাই করে দিছিলো এরপর সন্ধ্যা হয়ে আসলে অন্ধকারে মেক আউট সেশন। সিনথি মনে হয় আজকে একদম আমার ঠোটটা খেয়েই ফেলতে চেয়েছিল। আমার হাত দিয়ে জামার উপর দিয়েই ওর বুকে অল্প অল্প চাপছিলাম। একটু পর ওর এগ্রেসিভনেস কমে যেন একদম গলে যাচ্ছিল আমার হাতের চাপের সাথে সাথে। অল্প একটু হা করে মুখ ফাক করে নিশ্বাস নিচ্ছিল। চোখ বন্ধ। আমি ঠোটটা চুষে যাচ্ছি আর মাঝে মাঝে ভিতরে আমার জিহবা ঠেলে দিচ্ছি। প্রতিবার মুখের ভিতর আমার জিহবা টের পেলেই যেন একদম মিইয়ে গিয়ে আদুরে গলায় উম্ম,ইম্ম, আহ করে উঠছিল। ঠিক সেই সময় ওর মায়ের ফোন আসল। বাসায় আজকে মেহমান আসবে। কই ও। তাড়াতাড়ি আসে যেন। এরপর তাড়াতাড়ি উঠতে হল। শুরু হবার আগে সব শেষ।
এখন তাই এমন সুন্দরীদের প্রোফাইল চেক আউট করতে করতে যে মাথা একটু উলটা পালটা চিন্তা করবে তাতে আর দোষের কি। সাবরিনা মানে ওর বড় বোন প্রোফাইল লক করা তাই সিনথির প্রোফাইল দিয়ে দেখছি। সিনথি দুই দিনের জন্য পাসওয়ার্ড দিয়েছে। ও বলেছিল কি কি জানতে চাও বল। আমি বলেছি সেটা তো জানা যাবেই তোমার কাছ থেকে বাট প্রোফাইল ভালভাবে স্টক করলে অনেক কিছু চোখে পড়বে আর তোমার প্রোফাইল দিয়ে স্টক করলে সবচেয়ে ভাল এক্সেস পাওয়া যাবে। তখন সিনথি বলেছিল আপুর প্রোফাইল বেশি দেখ না, নাহলে আবার প্রেমে পড়ে যাবে। দুষ্টমি করে বলা কথা বাট কথা মিথ্যা না। ওর বোন সুন্দরী। অনেক সুন্দরী। সিনথি না সাবরিনা কে বেশি সুন্দরী এটা বলা ছবি দেখে কঠিন। দুইজনেই স্টাইলিশ। সিনথির থেকে একটু খাট। হাইট পাচ চার হবে। আইবিএ থেকে বিবিএ করা এখন মাল্টিন্যাশনালে আছে। হট করপোরেট সুন্দরীদের যা যা বৈশিষ্ট্য থাকা লাগে সিনথির ভাষায় সাবরিনার সব বৈশিষ্ট্য আছে। সুন্দরী, স্টাইলিশ, ভাল ডিগ্রি, পয়সাওয়ালা জামাই, বিচি ডমিনেটিং। ছবি দেখে মনে হল কথা ঠিক। মুখে একটা অহংকারী ভাব আছে। সাবরিনার বিয়ের ছবি দেখছি। লেহেংগা পড়েছে। এক সাইড থেকে তোলা ছবি। পাছাটা ভারী বোঝা যাচ্ছে। মেরুন লেহেংগায় যেন জ্বল জ্বল করছে নিতম্ব। আরেকটা ছবিতে কোন পার্টির, অফিস পার্টি হবে হয়ত। একটা বেশ স্বচ্ছ শাড়ি পড়েছে। ভিতরের নাভীটা দেখা যাচ্ছে। গভীর। দেখেই মনে হয় চেটে দিই। সুরুত করে জিহবা ঢুকিয়ে নাভীটা নাড়িয়ে খাই। মালদ্বীপ ঘুরতে যাবার একটা ছবি দেখলাম। জামাই এর সাথে গিয়েছিল। জামাই এর কোলে হাফপ্যান্ট পড়া। বুকটা টি শার্টের উপর দিয়ে ফেটে বেরোচ্ছে। এই পরিবারের সব মেয়েই উন্নত বক্ষের অধিকারী। সিনথি বলেছে ওর দুলাভাইকে নাকি সারাক্ষণ ঝাড়ির উপর রাখে ওর আপু। বড়লোক বাপের মাম্মি ড্যাডি টাইপ ছেলে। ভাল জব করে, বিদেশি ডিগ্রি আছে। সিনথিদের বাসার উপযুক্ত জামাই। তবে সাবরিনা নাকি বেশ টাইট দিয়ে রাখে ছেলে কে। আর ছেলেও এমন সুন্দরীর গলায় মালা পড়াতে পেরে একদম খুশি। তাই বউয়ের কথার বাইরে কথা বলে না। সিনথি একবার জোক্স করে বলেছিল ওদের দেখে মনে হয় দুলাভাইয়ের কিছু করা লাগে না, আপুই দুলাভাই কে রাতের বেলা ফাক করে। আমি হেসে বলছিলাম ফেমডম। সিনথি হাসতে হাসতে বলেছিল খালি দুষ্ট চিন্তা। ছবি দেখতে দেখতে আমার মনে হচ্ছে এমন কাউকে দেখলে দুষ্ট চিন্তা না আসার কোন কারণ নেই। দুষ্ট চিন্তা কেন আমার তো মনে অনেক চিন্তা ঘুরছে। চোখ বন্ধ করতেই মনে হল আমার সামনে হাফপ্যান্ট আর টিশার্ট পড়ে সামনে দাঁড়িয়ে আছে সাবরিনা। ঠিক ছবির মত কোলে নিলে পুরো নরম শরীর টা আমার কোলে থাকবে। আর যদি সিনথির মত মিষ্টি গন্ধ থাকে শরীরে তাহলে তো মুখ ডুবিয়ে শ্বাস নিতে হবে ঘাড় থেকে। আহহ।
নুসাইবা করিম। ফুফু। উনিও দেখতে দারুণ। বয়স চল্লিশ। এই বয়সে মেয়েদের শরীরে একটা ভারিক্কি আসে। এর ভারে কেউ মোটা হয় আর যে ভালভাবে সেটা সামলাও সেটা শরীরের জেল্লা আর বাড়ায়। নুসাইবা ফুফুর ক্ষেত্রে দ্বিতীয়টা ঠিক। উনার শরীরের জেল্লা আর বেড়ে গেছে। সিনথির কথা মতে রাগী তবে যাকে ভালবাসে তার জন্য সব দিতে পারে। জামাই অন্তপ্রাণ। জামাই বিসিএস ট্যাক্স। ট্যাক্স কমিশনার। নুসাইবা বাংলাদেশ ব্যাংকের ডিডি। ভাল পদ। সাজগোজে একটা ছিমছাম ভাব আছে, উগ্রতা নেই। শরীরে হালকা মেদ আছে সেটা ঠিক রাইট প্লেসে গিয়ে পড়েছে। সিনথির ফুফু, তাই এভাবে বলা ঠিক না কিন্তু না বলে উপায় নেই। নুসাইবার বুক টা সবচেয়ে বড় ওদের মাঝে। এখন যে ছবিটা দেখছি সেটা কোন একটা রেস্টুরেন্টে গিয়ে তোলা। সব বাদ দিয়ে আমার চোখ উনার বুকের দিকে যাচ্ছে। উন্নত বক্ষ। উনার হাইট সিনথি সাবরিনার তুলনায় কম। পাচ ফুট দুই হবে। তাই বুক জোড়া আর বড় মনে হয়। দেখে মনে হয় এর ভিতর মাথা দিয়ে বালিশের মত ঘুমিয়ে থাকা যাবে। উনার বাচ্চা হয় নি তারপরেও এত বড় বুক। যদি বাচ্চা হত তাহলে কী হত এই বুকের? তখন তো এর ভিতর ঢুকে হারিয়ে যাওয়া যেত। ওনার চেহারাটা চোখের সামনে ভেসে উঠল। উফ। এমন ধারালো একটা চেহারা আর এই রকম একটা জোড়া দুধ। দেখলেই মনে হয় ধরে চেটে চেটে ভিজিয়ে দিই। কি ভাবছি এইসব। সিনথির ফুফু। কিন্তু আমার কি করা ইউরোপ ট্যুরের একটা ছবি আছে, জিন্স পড়া। আগেই বলেছিলাম শরীরের ঠিক ঠিক জায়গায় মেদ লেগেছে। নিতম্ব এর ব্যতিক্রম না। ল্যাটিনাদের দেখবেন ওদের নিতম্ব বড় হয়। নুসাইবার ঠিক ওরকমনুসাইবাও ঠিক সাদা ফর্সা না, বরং বাদামী ফর্সা। বড় দুধ, উন্নত পাছা আর এই বাদামী ফর্সা চেহারা। ঠিক যেন বাংলাদেশের বুকে একজন ল্যাটিনা। সিনথির ভাষ্যমতে উনার জীবনের বড় আফসোস সন্তান না হওয়া। চাকরি প্রমোশন ইত্যাদি নানা কারণে বিয়ের পর প্রথম দশ বছর বাচ্চা নেন নি। এরপর চেষ্টা করেও ঠিক সফল হচ্ছেন না। সিনথি ঠিক সিউর না সমস্যা টা কার। নুসাইবার নাকি নুসাইবার স্বামীর। এই তথ্য ঠিই কি কাজে লাগবে জানি না কিন্তু নোট করে রেখেছি।
সব শেষে সাফিনা করিম। সিনথি সাবরিনার মা। ডাকসাইটে সুন্দরী। বয়স ৪৬ , এই বয়সে সৌন্দর্যে ভাটা পড়তে থাকে উনার সেই চিহ্ন নেই। দেখলে কেউ বলবে না তার ২৫ আর ২৩ বছর বয়সী দুইটা মেয়ে আছে। বয়স মনে হয় ৩০-৩৫। সব সময় শাড়ী পড়েন অফিসে যাবার ক্ষেত্রে। অন্য সময় সালোয়ার কামিজ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে পড়েছেন। এখন সরকারী কলেজের এসোসিয়েট প্রফেসর। ঢাকায় একটা বড় সরকারী কলেজের ম্যানেজমেন্ট বিভাগে আছেন। আমার লক্ষ্য অর্জনের জন্য সবচেয়ে বড় দান উনি। উনার আশীর্বাদ বা বিরোধিতা দুইটাই আসলে আমাদের বিয়ের সিদ্ধান্তের ফাইনাল গাইডলাইন হতে পারে। বেশ অল্প বয়সে বিয়ে হয়েছিল, অল্প বয়সে বাচ্চা। দুই বাচ্চা পরপর তাই চাকরিতে ঢুকেছেন একটু পরে। নাহলে হয়ত ফুল প্রফেসর হতে পারতেন। রাজ্য চালায় রাজা আর রাজা কে চালায় রানী। সিনথিদের পরিবারের ক্ষেত্রে এই প্রবাদ শতভাগ সত্য। সিনথি বলে ওর মা ওদের পরিবারে সবচেয়ে ভাল কথা বলে। কখন কোথায় কি বলতে হবে সেটা উনি ভাল জানেন। সিনথি বলে তুমিও ভাল কথা বল। মা ভাল কথা বলা লোকদের লাইক করে। এটা হতে পারে তোমার একটা অস্ত্র। রাজনীতিতে ভাল করার একটা উপায় ভাল কথা বলা, সেটাই হয়ত বছর বছর প্রাকটিস করে ভাল হয়েছে। স্কুল কলেজ ভার্সিটিতে কিছু ম্যাডাম থাকেন যাদের প্রেমে স্কুল কলেজের সবাই পড়ে। উনাকে দেখলে সে কথাই মনে হয়। এমন সুন্দর। সিনথি আর সাবরিনা কে মিলালে যা হবার কথা সেই সৌন্দর্যটা যেন উনার ভিতর মিশে আছে। ছবি দেখেই বোঝা যায় দারুণ রুচি, মার্জিত। কথায় ওস্তাদ। উনাকে পটানো কঠিন হবে তবে একবার পটাতে পারলে উনি হবেন আমাদের মেইন অস্ত্র বাকি পরিবার কে রাজি করানোর। হবু শ্বাশুড়ি তাও ছবি দেখে বলতে হচ্ছে আমার হবু শ্বশুড় দারুণ একটা দাও মেরেছেন। সিনেমার নায়িকাদের মত সুন্দরী। আজকালকার যুগের মেকাপ করা নেপো কিড নায়িকাদের মত না একদম মধুবালার মত, ন্যাচারাল। উনাকে দেখে অনেক কিছুই মাথায় আসছে। দুই দুইটা বাচ্চার পর এমন ফিগার কেমনে ধরে রেখেছেন। পাচ ফুট ছয় ইঞ্চি। বুক খুব বড় না। মাঝারি। পেছন টা বোঝা যাচ্ছে না কোন ছবি দেখেই। এমন ভাবে শাড়ি বা সালোয়ার কামিজ পড়েছেন যে শরীরের পিছন দিকটার আকৃতি বোঝা যায় না। ইন্টেলিজেন্ট। এভাবে কাপড় না পড়লে রাতে কত কলেজ স্টুডেন্টের যে প্যান্ট নষ্ট হত কে জানে। অবশ্য এখনো যে এই মুখ ভেবে কেউ কিছু করে না কে জানে। আমার নিজেরেই তো গরম লাগছে যেন।
এসব ভাবতে ভাবতে প্ল্যান ঠিক করে ফেললাম। সিনথির ফ্লাইট এক মাস পরে। এরমাঝে সিনথি কে সময় দিতে হবে বেশি। এরপর নামতে আসল কাজে। আর এর মাঝে এই তিনজনের সম্পর্কে যত বেশি তথ্য জানা যায় জানতে হবে। সিনথির থেকে, আমার পলিটিক্যাল কানেকশন কাজে লাগিয়ে বা ভার্সিটির বন্ধু বান্ধবদের দিয়ে। সিনথি বলেছে উনাদের রাজি করানো হবে অসাধ্য সাধন তবে কেউ যদি পারে সেটা আমি। দেখা যাক। সিনথি উড়াল দিলেই শুরু করতে হবে প্রজেক্ট অসাধ্যসাধন।
 
কাদের সাইমন ভাই আপনাকে এখানে ( নির্জন মেলায় ) স্বাগতম । আপনাকে আমি টেলিগ্রাম , ওয়ার্ড প্রেস , এক্সওসিপি তেও ফলো করি ( allandrose ) নাম দিয়ে । আপনাকে এখানে দেখে ভালো লাগলো । এখানে ভালো পরিচিতি পাবেন এই আশা করি । ;)😍🥰
 

Users who are viewing this thread

Back
Top