What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Self-Made আবোল-তাবোল (ভাবনার উক্তি) (3 Viewers)

প্যাঁচে পড়ে যদি ভুলা যায় দুঃখ
দিতে চাই আমি আরও প্যাঁচ সুক্ষ্ম,
বন্ধু ভাই সব সুখে হোক মত্ত
ভুলে যাক সব যাতনা আর কষ্ট।
 
মোরা আপনারে ভুলি
পরের সিদ্ধিলাভে,
আপনার তরে আপন বলতে
কিছুই কি বাকি থাকে!
আপনাকে লও আপন করিয়া
ভুলে যাও পিছুটান,
শেষ বিকেলে কেউ রবেনা
ধরিতে বৈঠাখান।
 
হৃদয় মাঝে বাসা বেঁধেছে দুরারোগ্য ব্যাধি
মরণ হাসে দূরে বসে, সুখ দেয় শুধু ফাঁকি।
সুখের লাগি ছুটে মরি, পাইনা খুঁজে তারে
সুখ এদিকে লুকিয়ে আছে হৃদয় বাহির দ্বারে।
ইতিউতি উঁকি দিয়ে শুধুই হতাশ হই
হৃদয় দুয়ার খুলতে গেলেই দম্ভ ধরে রই।
কোথায় পাবো সুখ তবে বলো, সুখ কি এতই সোজা!
হৃদয় দুয়ার খুললেই পাবে ভালোবাসার সুধা।
ভালোবাসার অভাব বড়ই অহংকারীর পানে
মুক্ত হৃদয় যাহার আছে সুখ তাহারেই টানে।
ভেঙ্গে ফেল শৃঙ্খল দ্বার, ছুড়ে ফেল অহমিকা
ভালোবাসা আর সুখের রাজ্য পড়াবে তোমায় টিকা।
 
হঠাৎ করেই হলো দেখা
চোখের ভাষায় কিছু কথা,
বিনি সুতোয় বাঁধলে হৃদয়
আটকে গেলো আমার দু'পা।

হারিয়ে গেলো চোখের ঘুম
হৃদয়ে বাদ্য বাজে ধুমধুম,
স্বপ্ন দেখি দিবা-নিশি
তুমি আমি আর বৃষ্টি ঝুমঝুম।।
 
মন খারাপের কারণগুলো থাকনা অতি গোপন
ভালোবাসার স্মৃতিগুলো যতনে করিও লালন,
ইচ্ছে ঘুড়ির নাটাইটাকে লুকিয়ে রেখ গোপনে
যেন সুতো ছিড়লেও আরেকটা ঘুড়ি উড়াতে পারো যতনে।
নিঃস্ব তুমি তখনই হবে বিলাও যদি অকাতরে
সেটা ভালোবাসা কিংবা ঘৃণা, যা'ই হোক
জেন যতন পিয়াসি সকলেই।
 
মন খারাপের কারণগুলো থাকনা অতি গোপন
ভালোবাসার স্মৃতিগুলো যতনে করিও লালন,
ইচ্ছে ঘুড়ির নাটাইটাকে লুকিয়ে রেখ গোপনে
যেন সুতো ছিড়লেও আরেকটা ঘুড়ি উড়াতে পারো যতনে।
নিঃস্ব তুমি তখনই হবে বিলাও যদি অকাতরে
সেটা ভালোবাসা কিংবা ঘৃণা, যা'ই হোক
জেন যতন পিয়াসি সকলেই।
কতটা একা হলে কেউ এত আবেগ নিয়ে লিখতে পারে
 
তোমার মন খারাপের একডালি কারণ
পাঠিয়ে দাও সঙ্গোপনে হাওয়ায় খামে ভরে
আমি অপেক্ষায় আছি আকাশের পানে চেয়ে
হাওয়ার থেকে বুঝে নিবো তোমার কষ্টের মহারণ।
প্রত্যুত্তরে ভালোবাসার ডালি ভাসিয়ে দিবো হাওয়ায়
তুমি দু'হাত দিয়ে লুফে নিও ছুড়ে ফেলে দ্বিধা-সংশয়।
 
Onek shundor shundor lekha. Thank you for sharing with us.

Onek shundor shundor lekha. Thank you for sharing with us. (Sorry eta network error er karone double reply hoye gese)

Onek shundor shundor lekha. Thank you for sharing with us.
 
আমি আফসোসের অনেক উর্ধ্বে,
অনুভূতি যখন নিস্তেজ হয়ে যায়
তখন আফসোস মুখ থুবড়ে পড়ে থাকে
হৃদয়ের বন্ধ দুয়ারের বাহিরে।
হতাশ হয়ে মাথার চুল ছিড়তে থাকে
আফসোস রত ক্রন্দন দেখতে আসা
গুটিকয়েক মনুষ্যত্বহীন দর্শক।
আর আমি অট্টহাস্যে গেয়ে বেড়াই
বিজয়ের গান, আফসোস জয়ের।
আমি আফসোসের অনেক অনেক উর্ধ্বে।
 

Users who are viewing this thread

Back
Top