What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Self-Made আবোল-তাবোল (ভাবনার উক্তি) (4 Viewers)

জনম তোমার হয়না যেন
শুধুই নিজের খুশির হাওয়া,
তোমার কর্মে হাসুক ভূবণ
কাঁদুক দেখে চলে যাওয়া।।।
 
আমার মাঝে নেই তো আমি
হারিয়েছি তোমাতে,
ভালোবাসার অগ্নিকুন্ডে
পুড়িয়েছি নিজেরে।।
 
শুন্যে কেন ভাসবে তুমি!
থাকবে আমার বুকে,
ভালোবাসার নাও যে আমি
সাজিয়েছি খুব যতনে।।
 
তুমি ঘাসের উপর শিশির দেখে
আনন্দে হও আপ্লুত,
আমি ধুলোয় ঢাকা ঘাসের কষ্টে
বারে বারে হই আহত...
 
আমি অবাক হয়ে তাকিয়ে দেখি
তোমাদের পথ চলা,
পথের প্রতিটি বাঁকে তোমরা
বসিয়েছ ষড়ঋতুর মেলা,
আমি অবাক হয়ে শুধু চেয়েই থাকি
পারিনা নিজেরে মিলাতে,
পথ চলতে যদি হোঁচট খেয়ে পড়ি
তাই সরে যাই নিরবে...
 
চলো হারিয়ে যাই স্বপ্নের দেশে
তুমি আমি দু'জনে পাখিদের বেশে।
চলো যাই ভেসে বেড়াই অসীম ঐ নীলে
পাশাপাশি দুজনে শরীরটা ঘেষে,
মাঝে মাঝে মুখ দুটো কাছা কাছি নিয়ে
চুম্বন নয়, শুধু নিঃশ্বাসের রেশে,
চলো হারিয়ে যাই স্বপ্নের দেশে
তুমি আমি দুজনে পাখিদের বেশে।।
 
আমি লাল রঙে রাঙ্গিয়ে নিজেকে
অপেক্ষার প্রহর গুনেছিলাম তোমার জন্য
বহুকাল ধরে,
তুমি আসবে, বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকবে
শুধু আমার পানে,
ভালোবাসার মোহে বসে থাকবে পাশে
আর গুনগুনিয়ে গান গাইবে।
কিন্তু, আর কতকাল অপেক্ষা করা যায় বলো!
তাই তো আমি ধিরে ধিরে খুলতে শুরু করলাম
শরীরে জড়িয়ে রাখা লাল গহনাগুলো,
ভাগ্যিস সবগুলো খুলে ফেলার আগেই তুমি এসেছো,
নাহলে যে এই স্ববিস্মিত ভালোবাসার দৃষ্টি
আমার অনুভূতির দরজার সামনে থেকেই ফিরে যেতো...
 
দুঃখগুলো সিকেয় তুলে রেখেছি
তোমার সাথে বাঁধব ঘর, স্বপ্ন বুনতে বসেছি...
 

Users who are viewing this thread

Back
Top