[HIDE]অভিষেক বাবু সস্ত্রীক শপিং মল এর গিয়ে তাদের পুরস্কারের ডেলিভারি নিয়ে এসেছেন. শপিং মল তাদের লটারী জেতার জন্য এবং বিশেষ করে দুটো প্রাইজ জেতার জন্য তাদের ছবি তুলে নিয়েছেন তাদের রেকর্ডে রাখা হবে আবার বড়ো করে একটা ছবিও টাঙানো থাকবে মল এ বিশেষ জয়ী হিসাবে. কোম্পানির লোক নিজেরা এসে গাড়ি আর বাইক ডেলিভারি দিয়ে গেছেন. ফর্মালিটি মেটার পর গাড়ির নাম্বার ও পেয়ে যাবেন. তাদের বাড়ির গেটটা আর ভেতরের এলাকাটা বেশ বড়ো. গাড়ি আর বাইক দুটোই খুব সহজেই রাখা যায়. এলাকার অনেক লোক এসে তাদের অভিনন্দন জানিয়ে গেলো এমনকি ওই রমণী দুজনও. সবাইকে লুকিয়ে একবার অভিষেক বাবুকে বলেও গেলো রিয়া যে কবে গাড়িতে চড়াবে? কিন্তু অভিষেক বাবু গাড়ি চালাতে পারেননা. বাইকটা তিনি চালাতে পারেন কারণ তার এক বন্ধুর বাইক আছে তিনি প্রায়ই ওটা চালাতেন. তাই ঐটা নিয়ে কোনো প্রব্লেমই হলোনা. কিন্তু এসবের থেকেও বড়ো পুরস্কার ছিল সিঙ্গাপুর যাওয়ার পুরস্কারটা. সেটা যে অভিষেক বাবুর জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে সেটা কে জানতো. অভিষেক বাবুর যাওয়া আসা থাকা সবই ফ্রি ছিল. শুধু কেনাকাটা নিজেদের টাকায় করতে হবে. কোম্পানি কে শুধু আগে জানিয়ে দিতে হবে কবে যেতে চান. অভিষেক বাবু ঠিক করলেন পুজোর 2 দিন আগে বেরোলে ফিরে এসে অষ্টমী আর নবমী তারা কলকাতার ঠাকুর দেখতে পারবেন. পুজোর সময় ছুটিটা খারাপ কাটবেনা. সেই মতো সব ঠিক হয়ে গেলো. তিনি এখন সিনিয়র প্রজেক্ট ম্যানেজার তাই একটু আগে থেকে ছুটি নিতে খুব একটা অসুবিধাও হলোনা. এদিকে রিয়া আর চামেলীকে চার দিন সুখ দিতে পারবেননা তাই ওদের মনটা একটু খারাপ. কিন্তু অভিষেক বাবু কথা দিলেন ফিরে এসে ওদের সব পুষিয়ে দেবেন. আর ওখান থেকে ওদের জন্য উপহারও নিয়ে আসবেন. রিয়া তার বাচ্চার মা হতে চলেছে একদিক দিয়ে রিয়া এখন তার বৌয়ের মতোই আর চামেলী তার প্রেমিকার মতো. যাওয়ার আগে তিনি অফিসে সব কাজ গুছিয়ে নিলেন যাতে কোনো অসুবিধা না থাকে. [/HIDE][HIDE][/hide][HIDE][/hide]
[HIDE]
দরকারি সব জিনিস কিনে নেওয়া হলো. ঠিক করা হলো ফিরেই টিবি গাড়ি চালানোটা শিখে নেবেন. যাওয়ার আগে কোম্পানি তাদের সব ডিটেলস পাঠিয়ে দিলেন. কোথায় কোন হোটেলে থাকা হবে, সেখানে কেমন পরিবেশ সব কিছুই জানিয়ে দেওয়া হলো. Fullerton নামক হোটেলে তাদের থাকতে হবে. অভিষেক বাবু সেই হোটেলের ছবি দেখে ভাবলেন এটা হোটেল নাকি প্রাসাদ? এইসব হোটেলে সব রকম ব্যবস্থা থাকে. মদ জুয়া মেয়েছেলে সব. তিনি ভাবলেন এতো সুন্দর হোটেলে থাকাও তার ভাগ্যে ছিল? তিনি তার বাবা মা আর স্ত্রীকে ওই হোটেলের ছবি দেখালেন. তারাও হা হয়ে গেলো. এতো সুন্দরী জায়গায় তারা থাকতে যাচ্ছে ভেবে মনে প্রচন্ড খুশিও হলো. দেখতে দেখতে সেইদিন এসে গেলো. এই প্রথম বিদেশ ভ্রমণ. কোথায় তারা ভাবছিলো দীঘা পুরি বেড়ানোর কথা আর আজ তারা সিঙ্গাপুরের পথে যাত্রা শুরু করলেন. সিঙ্গাপুরের যাওয়ার যাত্রা তা সুষ্ঠ ভাবেই সফল হলো. তারা সিঙ্গাপুর পৌঁছানোর পরেই দেখলেন হোটেলের লোক তাদের নিতে এসেছেন. তারা গাড়ি করে হোটেলে পৌঁছে গেলেন 20 মিনিটের মধ্যেই. গাড়ি থেকে নেমে চোখের সামনে ওই বিরাট হোটেল দেখে তাদের মুখ হা হয়ে গেলো. ম্যাগাজিনে বা নেটে হোটেল দেখা আর চোখের সামনে এই বিশাল প্রাসাদ দেখা... প্রভূত পার্থক্য. তারা হোটেলে ঢুকতেই ওখানকার কর্মচারী আর ম্যানেজার তাদের ওয়েলকাম করলো. ওখানকার কর্মচারীরা তাদের গলায় মালা পরিয়ে তাদের অভিবাদন জানালো. অভিষেক বাবুর নিজেকে কেমন যেন বিরাট বড়োলোক মনে হচ্ছিলো. মনে হচ্ছিলো তার ভাগ্যবান বোধহয় আর কেউ নেই. ওখানকার কর্মচারী তাদের রুম দেখিয়ে দিলো. দুটো হোটেল রুম দেওয়া হয়েছে তাদের. একটাতে তাদের বাবা মা থাকবেন আর আরেকটাতে তারা. রুমটা অসাধারণ ভাবে ডেকোরেট করা. Sea facing রুম. আট তলায় তাদের থাকতে দেওয়া হয়েছে. অনিক তো এখানে এসে খুব খুশি. সে খালি লাফালাফি দৌড়ো দৌড়ি করছে. তার মা তাকে চুপ চাপ বসতে বলছে. অভিষেক বাবু পাশের বাবা মায়ের রুম তা গিয়ে দেখে এলো সেটাও অসাধারণ. দুটো ঘরেই সব রকম সুযোগ সুবিধার ব্যাবস্হা আছে. তারা কেউ জীবনে এতো বিলাসবহুল জায়গায় আসেনি এর জন্য শশুর শাশুড়ি তার বৌমা প্রিয়াঙ্কাকেই ধন্যবাদ দিলেন. সেদিন তার বৌমাই তাদের শপিং যেতে বলেছিলো. ওদিকে অনিক বললো সে বাবা মায়ের সাথে নয় অভিষেক বাবুর বাবা মায়ের সাথে থাকবেন কারিনা এই ঘরটা ওর আরো বেশি পছন্দের. অভিষেক বাবু এক কোথায় রাজী. তিনিও তার সুন্দরী স্ত্রীকে একটু একা পেতে চাইছিলেন. সকালে হোটেলের লোক এসে খাবার দিয়ে গেলো. এখানে সব রকমের রান্না হয় দুনিয়ার সব রকমের খাবার এখানে পাওয়া যায় আর হবেই না কেন.... এতো দামি একটা জায়গা. এখানে টাকা দিয়ে থাকতে গেলে অনেককে ভিকারী হয়ে যেতে হবে কিন্তু অভিষেক বাবু এখানে এক পয়সা না দিয়ে থাকবেন. শুধু কেনাকাটার খরচ যেটা সেটা নিজেদের. দুপুরে রুমে খাবারের অর্ডার দেওয়া ছিল. পেট পুরে খাওয়া দেয়া করে অভিষেক বাবু, প্রিয়াঙ্কা তাদের ছেলেদের নিয়ে ক্যামেরা হাতে হোটেলটা ঘুরতে বেরোলেন. তারা দেখলেন এখানে কি নেই? সব রকমের সুযোগ সুবিধা আছে. পুরো হোটেলটা ঘুরে দেখতে গেলে বোধ হয় সন্ধে হয়ে যাবে. তার চেয়ে তারা বাইরে বেরোলেন. অভিষেক বাবু আগেই দেখে নিয়েছিলেন হোটেলের গ্রাউন্ড ফ্লোরে তাদের নিজস্ব মল. এক সময় লুকিয়ে রিয়া আর চামেলীর জন্য কিছু কিনে নিতে হবে. তাদের কে অভিষেক বাবু খুশি রাখতে চান. বাবারে!! বিদেশী লোকে ভর্তি হোটেলটা. হটাৎ পেছন থেকে একটা আওয়াজ : কি মিস্টার অভিষেক? আপনিও এই হোটেলে যে..
অভিষেক বাবু পেছনে ফিরে চাইতেই ভিরমি খেলো. এযে তার বস সামনে দাঁড়িয়ে!! সঙ্গে তার সুন্দরী স্ত্রী উর্বশী আর মেয়ে শ্রেয়া. শ্রেয়া আর অনিক হটাৎ একে অপরকে দেখে খুব খুশি হলো তারা গল্প করতে লাগলো. ওদিকে তাদের বাবা মায়েরাও গল্প করছেন.
অভিষেক বাবু তার স্ত্রীয়ের সাথে বস আর উর্বশীর পরিচয় করিয়ে দিলেন আর ওদিকে বস ও তার স্ত্রীয়ের সাথে তাদের পরিচয় করিয়ে দিলো.
অভিষেক : স্যার... আমি ভাবতেও পারিনি এখানে আপনাকেও পেয়ে যাবো. সত্যি এতো বড়ো অচেনা জায়গায় নিজের চেনা লোক খুঁজে পাবার আনন্দই আলাদা.
বস : that's absolutely right. This is my 2nd time here. পুজোর সময় ভাবলাম বাইরে থেকে ঘুরে আসি. আগের বারে মেয়েকে নিয়ে বেরোনো হয়নি. তাই মেয়ে বায়না ধরলো... thats why we are here.
অভিষেক বাবু ভাবলেন : বাবা.... মেয়ে বায়না ধরলো বলে সোজা সিঙ্গাপুর ... আর হবে নাইবা কেন..... এতো বড়ো কোম্পানির মালিক বলে কথা.
ওদিকে দুই মহিলা গল্প করছে.
বস : তা কোথায় যাচ্ছিলেন আপনারা?
অভিষেক : এই একটু বাইরেটা explore করতে বেরিয়ে ছিলাম.
বস : তাহলে চলুননা... সামনেই একটা বিচ আছে.... ঐখানটা থেকেই ঘুরে আসি.
বসের কথাতো আর অমান্য করা যায়না. ঠিক হলো হোটেলের গাড়ি করে যাওয়া হবে. গাড়ি বেশ বড়ো. একদিকে দুই মা তাদের বাচ্চাদের নিয়ে বসলো আর আরেকটা দিকে অভিষেক আর বস. অভিষেক বাবু মাঝে মাঝে রূপসী উর্বশী কে দেখছিলেন. কি লাগছে দুই বৌকেই. যেন দুটি অপ্সরা গাড়িতে বসে আছে. প্রিয়াঙ্কা একটা সবুজ রঙের শাড়ি পড়েছে আর ফর্সা গায়ে শাড়িটা যেন ফেটে বেরোচ্ছে. ওদিকে আরেক সুন্দরী জিন্স আর স্লীভলেস ব্লু রঙের ড্রেস পড়েছে.
উর্বশী এখন তাদের ছোট ছেলেকে আদর করছে. ওদিকে দুই খুদে নিজেদের খেলায় মশগুল. কিছুক্ষনের মধ্যেই তারা বিচে পৌঁছে গেলো. কি সুন্দরী বিচ. আর একদম পরিষ্কার পরিছন্ন. বেশ অনেকেই বিচে বেড়াতে এসেছে. ওদিকে দুই বাচ্চা বিচে দৌড়া দৌড়ি শুরু করে দিলো. তাদের মেয়েরা তাদের নিয়ে ব্যাস্ত হয়ে পরলো. ওদিকে অভিষেক বাবু আর তার বস চেয়ারে বসে গল্প করতে লাগলো. অভিষেক বাবু বেশ চালাক মানুষ. তার বস তাকে এরকম বিলাস বহুল জায়গায় দেখে অবাক হয়ে গেছিলো তাই তিনি আগেই তার বসকে সত্যি কথাটা বলে দিলেন যে লটারি জিতে তারা এখানে এসেছেন. তারা গল্পই করছিলো হটাৎ উর্বশী এসে তার বরকে বললো : uffff.... humari beti bahut ziddi hoti jaa rahi hai... kitna bulaya par sunti hi nahi... tum jake usko bulake lau..
অভিষেক বাবু ভদ্রতার খাতিরে বললেন : আপনারা বসুন.... আমি ওদের নিয়ে আসছি. কিন্তু বস বললেন কোনো অসুবিধা নেই... তিনিই নিয়ে আসবেন. বস উঠে যেতেই উর্বশী ওই চেয়ারে গা এলিয়ে দিলেন. ওদিকে প্রিয়াঙ্কাও অভিষেকের পাশে এসে বসলো. প্রিয়াঙ্কা অভিষেকের গায়ে হেলান দিয়ে বললো : উফফফফ... এই তোমার ছেলেটা এক নম্বরের দুস্টু হয়েছে... কিছুতেই কথা শোনেনা.... কত বললাম সাথে সাথে থাক... কিন্তু সে শ্রেয়ার সাথে দৌড়া দৌড়ি করেই চলেছে. তারপর তোমার বস ওদের নিয়ে আইসক্রিম খাওয়াতে গেলো তবে ইরা শান্ত হলো.
অভিষেক : ওরা ছোট.... এখন মজা করবে নাতো কবে করবে.... পরেতো চাপ এসে যাবে.... অবশ্য বড়ো হয়ে অন্যরকম মজা করার সুযোগ আসবে.
প্রিয়াঙ্কা : যা.... অসভ্য.... খালি উল্টো পাল্টা কথা.
অভিষেক : তোমাকে শাড়িটাতে যা লাগছেনা.... উফফফ.... কার চয়েস দেখতে হবে তো? ঘরে যাই একবার তারপর তোমাকে ছারছিনা.
অভিষেক প্রিয়াঙ্কা একে ওপরের চোখে যেন হারিয়েই গেছিলো. ওদিকে তাদের প্রেম উর্বশীর চোখ এড়ায়নি. দুই সন্তান হবার পরেও স্বামী স্ত্রীর মধ্যে এতো প্রেম থাকতে পারে? হটাৎ উর্বশীর একটা প্রশ্নে ওরা সম্বিৎ ফিরে পেলো.
উর্বশী : aap logon ka love marriage hua tha hai na?
প্রিয়াঙ্কা : না.. না... arrange marriage.
উর্বশী : বাবা... বিয়ের এতো বছর পরেও এতো গভীর প্রেম... তাই ভাবলাম shayad arrange marriage hua tha.
প্রিয়াঙ্কা : না না.... ওরম কিছু না.... দুই বাচ্চা সামলাতে সামলাতে সময় কেটে যায়.
উর্বশী : sach mein... abishek ji loves you a lot. Kaash aap jaisa pati sab biwion ko milta.
প্রিয়াঙ্কা লজ্জায় মাথা নামিয়ে নিলো. অভিষেক বাবু উর্বশীর দিকে চাইলো আর দেখলো উর্বশী তারই দিকে চেয়ে আছে. সেই দৃষ্টির মানে অভিষেক বাবু বুঝতে পারলেন না কিন্তু যখন উর্বশী তার থেকে চোখ সরিয়ে প্রিয়াঙ্কার দিকে একবার চাইলো সেই দৃষ্টি যে ঈর্ষার সেটা তিনি স্পষ্ট বুঝতে পারলেন. একটু পরেই বস বাচ্চা দুটোকে নিয়ে ফিরে এলো. দুই জনেই তাদের মায়েদের কাছে বোকা খেলো. আরেকটু গল্প করে তারা উঠে পড়লেন. ফেরার সময় আবার বাচ্চা দুটো দৌড়া দৌড়ি শুরু করলো. প্রিয়াঙ্কা অনিককে নিয়ে ব্যাস্ত হয়ে পরলো. উর্বশী তাদের ছোট ছেলেকে কোলে নিয়ে আদর করতে লাগলো. আর প্রিয়াঙ্কা বড়ো ছেলেকে নিয়ে হাঁটতে লাগলো. ওদিকে বস কাকে অনেক্ষন ধরে ফোন করছে. অভিষেক বাবু উর্বশীর সঙ্গেই হাঁটতে লাগলেন.
উর্বশী : আপনার ওয়াইফ খুব লাকি.... আপনার মতো বর পেয়েছেন উনি.
অভিষেক : না না.... কিযে বলেন.... ও কিছুনা.
উর্বশী : বললে হবে? Maine khud dekha aap log kitna pyar karte hai ek dusreko. Idhar aapka boss.... dekhie ghumne aane ke baad bhi phone pe lage hue hai.
অভিষেক : সেতো একটু হবেই. উনি কোম্পানির বস. তবে হ্যা... এটা আমি বলবোই উনি খুব লাকি..... আপনার মতো সুন্দরী ওনার স্ত্রী. Really ge is a lucky man.
অভিষেকের মুখে প্রশংসা শুনে উর্বশী খুশি হলো আর এক অদ্ভুত দৃষ্টিতে অভিষেকের দিকে চেয়ে বললো : sach mein? But i think unko is baat se faraak nahi parta. But aapke muh se beautiful sunke aacha laga. Thanks.....kisi ne to mujhe praise kia after long time.
অভিষেক বাবু: কি বলছেন ! আপনার মতো সুন্দরীকে সুন্দরী বলবোনা..কিছু মাইনড করবেননা কিন্তু আপনাকে দেখে কিন্তু এজটা বাচ্চার মা বলে মনেই হয়না. আপনারএযে টিও খুব sweet হয়েছে....একদম আপনার মতো. ওর চোখ দুটো একদম আপনার মতো.
উর্বশী : তাই....? আর আপনার বড়ো ছেলের মুখটা একদম ইর মায়ের মতো. আর এর মুখটা অনেকটা আপনার মতো. কি সুন্দরী দেখতে হয়েছে. এই বলে বাচ্চাটাকে চুমু খেলেন.