What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

অভিশপ্ত ডায়েরী (Completed) (1 Viewer)

প্রথম খণ্ড
পর্ব ১- সাইদুলের নজরঃ
মালতী দেবীঃ ওহ হতচ্ছাড়া ঝুমা টা আজও এলনা। একা হাতে আর যে কত করব সত্যি ই আর এভাবে চলেনা। কতবার তোমায় বললাম কাজের মেয়েটাকে বদলাতে। তোমার তো আর আমার কষ্ট চোখে পড়েনা।
এটা সুবীর বাবুর বাড়ীর অতি পরিচিত একটা কথা। ২-৩ দিন ছাড়াই কাজের মেয়ে ঝুমা কামাই করে আর একা হাতে সমস্ত কাজ ই মালতী দেবীকে করতে হয়। আর এর প্রত্তুত্তর তাও খুব পরিচিত।
সুবীর বাবুঃ আরে মালতী কলকাতায় কি এত সহজে কাজের মেয়ে পাওয়া যায়। যাকে পেয়েছ তাকেই ঠিক করে নিজের মত করে নাও।
মালতী দেবীঃ হা তাই তো করে ফেলেছি। নিজের লোক বানিয়ে ফেলেছি বলেই তো এই অবস্থা। তুমি দেখে নিয়ো ও আরও ২ দিন আসবেনা। নির্ঘাত দাদার বাড়ী গিয়ে বসে আছে।
সুবীর বাবুঃ তুমি জানো কাল মনিশ বাবুদের বাড়ীতে সর্বস্ব লুট হয়ে গেছে। পুলিশ সন্ধান নিয়ে দেখেছে যে পেছনে সেই কাজের মেয়ে। তোমার তো আর সেই প্রবলেম টা নেই। ঝুমাকে আমরা জন্ম থেকেই দেখছি। আর যাই হোক মেয়েটা বিশ্বস্ত।
মালতী দেবীঃ কি বলছ চুরি হয়েছে। দেখলে তো কতদিন ধরে তোমায় বলছি এই জায়গাটা ভালো নয়। আমার কথা তো তুমি কানেই দাওনা। সাউথ এর দিকে কত নতুন নতুন ফ্ল্যাট হচ্ছে, একটা কি নিতে পারনা তুমি। কি যে মধু তুমি পেয়েছ এখানে। বাসের আওয়াজ এ রাতে ঘুম আসেনা। লোকজন কেমন টাইপ এর যেন।
তিলত্তমাঃ আবার মা তুমি শুরু করেছ। সাউথ এ যেতে হলে আমাদের জন্মের পর পর ই যেতে হত। আমাদের বন্ধুবান্ধব সব এখানে এখন আর যাওয়ার কোনও মানেই হয়না।
মালতী দেবীঃ বন্ধু না ছাই। ওই তো রিম্পি না কি যেন যা ড্রেস পরে। ছি ছি। ওর বাবা মা কেন যে এগুলো মেনে নেয় কিজানি।
রূপসাঃ ওহ মা তুমি বড্ড সেকেলে। আমাদের তো সালোয়ার ছাড়া কিছুই পড়তে দিলেনা। ওরা মডার্ন তো ওদের ওভাবে থাকতেই দাও তোমার তো আর কোনও অসুবিধা হচ্ছেনা।
মালতী দেবীঃ ব্যাস বাপ বেটি মিলে শুরু হোল আবার। দাড়া ২ দিনের জন্য যদি বাপের বাড়ী চলে যাই তাহলে বুঝবি মা কি করে তোদের জন্য।
সুবীর বাবুঃ আমি আবার কি করলাম। আমি তো পেপার পরছি।
তিলত্তমাঃ ওহ মা আর ঘ্যান ঘ্যান করোনা। ৮তার সময় সুব্রত কাকু আসবেন। আমার খুব খিদে পাচ্ছে আমায় আগে জলখাবার বানিয়ে দাও।
মালতী দেবীঃ এখন কি জলখাবার বানাব রে। এখনো তো ঘরদোর পরিষ্কার করা হয়নি। আগে পরিষ্কার করে নি তারপর না হয় বানাব।
তিলত্তমাঃ না আগে খাবার বানাও, আমার খুব খিদে পেয়েছে।
মালতী দেবীঃ তোরা বাবার আদরে একদম বাঁদর হয়ে গেছিস। ঠিক আছে আমি জলখাবার বানিয়ে দিচ্ছি।
সুবীর বাবুঃ তিলোত্তমা আজ কি সুব্রত আসবে নাকি, আগে বলিস নি তো।
তিলত্তমাঃ আরে না বলা হয়নি। পরের মাসে পিএমটি আছে। কিছু ডাউট রয়ে গেছে। তাই আজ সকালে একবার ফোন করেছিলাম।
রূপসাঃ তুই সত্যি। এই তো জয়েন্ট এ র*্যাঙ্ক হয়ে গেলো। আবার পিএমটি টা সিরিয়াসলি দেওয়ার কি দরকার শুনি।
তিলত্তমাঃ ওহ তারমানে তুই বুঝি আইআইটি জয়েন্ট এ বসবি না।
রূপসাঃ না সেরকম নয়, কিন্তু পরছিও তো না।
তিলত্তমাঃ তো আমি কোথায় পরছি।
মালতী দেবীঃ এই রূপসা, তিলোত্তমা তোমরা নাইটি পরে থাকবেনা সুব্রতদার সামনে। আগে সালোয়ার পরে নাও।
সুবীর বাবুঃ এই তুমি কি বলত। সুব্রত ওদের পিতৃতুল্য।
মালতী দেবীঃ তুমি মেয়ে গুলোকে আরও নষ্ট করো। সামর্থ্য মেয়ে সামান্য ওড়না টুকুও ইউস করেনা।
[Hidden content][Hidden content][Hidden content]
[Hidden content]
I like read long story.
 
প্রথম খণ্ড
পর্ব ১- সাইদুলের নজরঃ
মালতী দেবীঃ ওহ হতচ্ছাড়া ঝুমা টা আজও এলনা। একা হাতে আর যে কত করব সত্যি ই আর এভাবে চলেনা। কতবার তোমায় বললাম কাজের মেয়েটাকে বদলাতে। তোমার তো আর আমার কষ্ট চোখে পড়েনা।
এটা সুবীর বাবুর বাড়ীর অতি পরিচিত একটা কথা। ২-৩ দিন ছাড়াই কাজের মেয়ে ঝুমা কামাই করে আর একা হাতে সমস্ত কাজ ই মালতী দেবীকে করতে হয়। আর এর প্রত্তুত্তর তাও খুব পরিচিত।
সুবীর বাবুঃ আরে মালতী কলকাতায় কি এত সহজে কাজের মেয়ে পাওয়া যায়। যাকে পেয়েছ তাকেই ঠিক করে নিজের মত করে নাও।
মালতী দেবীঃ হা তাই তো করে ফেলেছি। নিজের লোক বানিয়ে ফেলেছি বলেই তো এই অবস্থা। তুমি দেখে নিয়ো ও আরও ২ দিন আসবেনা। নির্ঘাত দাদার বাড়ী গিয়ে বসে আছে।
সুবীর বাবুঃ তুমি জানো কাল মনিশ বাবুদের বাড়ীতে সর্বস্ব লুট হয়ে গেছে। পুলিশ সন্ধান নিয়ে দেখেছে যে পেছনে সেই কাজের মেয়ে। তোমার তো আর সেই প্রবলেম টা নেই। ঝুমাকে আমরা জন্ম থেকেই দেখছি। আর যাই হোক মেয়েটা বিশ্বস্ত।
মালতী দেবীঃ কি বলছ চুরি হয়েছে। দেখলে তো কতদিন ধরে তোমায় বলছি এই জায়গাটা ভালো নয়। আমার কথা তো তুমি কানেই দাওনা। সাউথ এর দিকে কত নতুন নতুন ফ্ল্যাট হচ্ছে, একটা কি নিতে পারনা তুমি। কি যে মধু তুমি পেয়েছ এখানে। বাসের আওয়াজ এ রাতে ঘুম আসেনা। লোকজন কেমন টাইপ এর যেন।
তিলত্তমাঃ আবার মা তুমি শুরু করেছ। সাউথ এ যেতে হলে আমাদের জন্মের পর পর ই যেতে হত। আমাদের বন্ধুবান্ধব সব এখানে এখন আর যাওয়ার কোনও মানেই হয়না।
মালতী দেবীঃ বন্ধু না ছাই। ওই তো রিম্পি না কি যেন যা ড্রেস পরে। ছি ছি। ওর বাবা মা কেন যে এগুলো মেনে নেয় কিজানি।
রূপসাঃ ওহ মা তুমি বড্ড সেকেলে। আমাদের তো সালোয়ার ছাড়া কিছুই পড়তে দিলেনা। ওরা মডার্ন তো ওদের ওভাবে থাকতেই দাও তোমার তো আর কোনও অসুবিধা হচ্ছেনা।
মালতী দেবীঃ ব্যাস বাপ বেটি মিলে শুরু হোল আবার। দাড়া ২ দিনের জন্য যদি বাপের বাড়ী চলে যাই তাহলে বুঝবি মা কি করে তোদের জন্য।
সুবীর বাবুঃ আমি আবার কি করলাম। আমি তো পেপার পরছি।
তিলত্তমাঃ ওহ মা আর ঘ্যান ঘ্যান করোনা। ৮তার সময় সুব্রত কাকু আসবেন। আমার খুব খিদে পাচ্ছে আমায় আগে জলখাবার বানিয়ে দাও।
মালতী দেবীঃ এখন কি জলখাবার বানাব রে। এখনো তো ঘরদোর পরিষ্কার করা হয়নি। আগে পরিষ্কার করে নি তারপর না হয় বানাব।
তিলত্তমাঃ না আগে খাবার বানাও, আমার খুব খিদে পেয়েছে।
মালতী দেবীঃ তোরা বাবার আদরে একদম বাঁদর হয়ে গেছিস। ঠিক আছে আমি জলখাবার বানিয়ে দিচ্ছি।
সুবীর বাবুঃ তিলোত্তমা আজ কি সুব্রত আসবে নাকি, আগে বলিস নি তো।
তিলত্তমাঃ আরে না বলা হয়নি। পরের মাসে পিএমটি আছে। কিছু ডাউট রয়ে গেছে। তাই আজ সকালে একবার ফোন করেছিলাম।
রূপসাঃ তুই সত্যি। এই তো জয়েন্ট এ র*্যাঙ্ক হয়ে গেলো। আবার পিএমটি টা সিরিয়াসলি দেওয়ার কি দরকার শুনি।
তিলত্তমাঃ ওহ তারমানে তুই বুঝি আইআইটি জয়েন্ট এ বসবি না।
রূপসাঃ না সেরকম নয়, কিন্তু পরছিও তো না।
তিলত্তমাঃ তো আমি কোথায় পরছি।
মালতী দেবীঃ এই রূপসা, তিলোত্তমা তোমরা নাইটি পরে থাকবেনা সুব্রতদার সামনে। আগে সালোয়ার পরে নাও।
সুবীর বাবুঃ এই তুমি কি বলত। সুব্রত ওদের পিতৃতুল্য।
মালতী দেবীঃ তুমি মেয়ে গুলোকে আরও নষ্ট করো। সামর্থ্য মেয়ে সামান্য ওড়না টুকুও ইউস করেনা।
[Hidden content][Hidden content][Hidden content]
[Hidden content]
I am liking the beginning of this beautiful story. Let's see where it ends
 

Users who are viewing this thread

Back
Top