ছাদ গরমের সমাধান

Joined
Sep 21, 2022
Messages
139
Credits
3,076

সূর্যের তাপে বাড়ির ছাদ গরম হয়ে যায় এবং সারাদিন, সারারাত এই গরম আমাদের কষ্ট দিয়ে থাকে। অনেকে এসি লাগিয়ে থাকেন, যার মাধ্যমে বাতাস ঠান্ডা হয় কিন্তু ছাদ গরম হয়েই থাকে। ঠান্ডা বাতাস এবং গরম ছাদ, এই বিপরীতধর্মী ব্যাপার এ আমাদের শরীর অভিযোজন কঠিন হয়ে যায় এবং অনেকেই অসুস্থ বোধ করেন।

আমাদের দেশ এ জলছাদ এবং ওয়াটার প্রুফিং কেমিকাল দিয়ে হিট প্রুফিং এর চেষ্টা করা হয়, যার কোনোটাই কার্যকর নয়।

ছাদ কে ঠান্ডা রাখার জন্য কার্যকর বিজ্ঞানসম্মত পরীক্ষিত ব্যবস্থা হলো " সেলুলার কংক্রিট"। এটি অত্যন্ত তাপ অপরিবাহী বিশেষ ভাবে তৈরিকৃত অত্যন্ত হালকা কংক্রিট। এটি কাজ করে অনেকটা "কর্ক শিট" এর মতো। আমরা অনেকেই জানি "কর্ক শিট" এর বক্স এ ২৪ ঘণ্টা বরফ দিয়ে মাছ রাখা যায়।

সেলুলার কংক্রিট উন্নত দেশ গুলোতে এবং মিডিল ইস্ট দেশ গুলোতে বহুল প্রচলিত। বর্তমান এ বাংলাদেশ এও এই প্রযুক্তি চলে এসেছে। বাড়ির ছাদ এ ৪-৬ ইঞ্চ ঢালাই করলে ছাদ গরম হয় না। সেলুলার কংক্রিট এর ওজন সাধারণ ঢালাই এই ৬ ভাগের ১ ভাগ মাত্র। এই কারণে ৪-৬ ইঞ্চ ঢালাই এ ছাদ এর উপর চাপ পড়ে না।
এটির খরচ ও বেশি নয়। বর্তমান এ ১২০-১৫০ টাকা পার স্কোযার ফিট এ এই কাজ করা যাচ্ছে। এই খরচ অবশ্যই লোকেশন, ভবন উচ্চতা এসব ভেদ এ ভিন্ন হয়ে পরে।
সংগৃহীত
 

Users who are viewing this thread

Back
Top