আসলে পয়সাওয়ালা মানুষের দিকে তাকালে মেলা কিছু আন্দাজ করা যায়। এরা সারা শীতে একটা স্যান্ডো গেঞ্জি (৬৫-৮৫ টাকা মুল্যের) পরে ঘুরবে (এদের খুব একটা শীত লাগে না), এরা ধুমসে গরমে সুটেড-বুটেড হয়ে ঘুরবে (এদের গরম লাগে না), বৃষ্টিতে লোক দেখানো ভিজবে (এদের সর্দি লাগে না)। আসলে এরা সব সময়ই থাকে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে, যার কারনে বাইরে বের হবার সময় আর বাইরের তাপমাত্রা বা পরিবেশের আচরনের কথা খেয়াল থাকে না। আমার প্যান্টের এক পা ভাঁজ করা থাকলে বাসায় শাসানি শোনা লাগে আর এরা দিব্বি জামা উলটা করে পরে বেড়াচ্ছে, এটা স্টাইল হয়ে যাচ্ছে।
আসলে এরা না গন্ডার, না পোলার বিয়ার, এরা আসলে পয়সাওয়ালা।