Collected তোমাকে অর্ঘ্য

lamiaantara

Banned
Joined
Mar 7, 2021
Messages
12
Credits
4,105
তোমাকে অর্ঘ্য
মাহবুব খান
(শ্রদ্ধেয় বাবা নুর মোহাম্মাদ খানকে উৎসর্গ)

সম্রাট বাবরের মতো পিতৃস্নেহে কতরাত তুমি জেগেছ শিয়রে
দেখেছি তোমার উদ্বিগ্ন চোখে রোহিনী তারকা- নির্ঘুম রাতে।
দিনের আলোয় শিরিশের ডালে বাদুর ডানা যেমন দোলে
তালপাখাটা দুলতো তেমন জ্বরের ঘোরে
ভরাজামিনী তোমার পূণ্য হাতে।

আশৈশব নিঃশ্বাসে তোমার দেহের মিষ্টি ঘ্রাণ
আজো মাতাল করে আমাকে, ব্যাকুল পরাণ
জড়িয়ে মাথায় প্রণয় পাগড়ী
শ্যামল কন্যার মায়াবী আঁচলে দিয়েছিলে সঁপে সারাটি জীবন।
অসীম নিষ্ঠা আর সাধনায় জ্ঞানী মহান
জাত-পাত ভুলে গুনিশিল্পি প্রজ্ঞা সাগরের জল সিঞ্চন।

আজো তোমার সেলফে গুলিস্তা-বোস্তা
খৈয়ম থেকে হাফিজের বাণী সাদি-জামি হয়ে
সাহারা মরুতে পথ খুঁজে নেয় বুলবুলি পাখা।
তুমিই প্রথম শোনালে পরম আদরে প্রিয় পংক্তিমালা-
আগার আ-তুর্কে সিরাজি
বদাস্ত আয়াদ দেলেমারা
বখালে হিন্দুহাস বখসাম
সমরকন্দ ও বুখারারা।

অমরাবতির যাচিনা জীবন
ক্ষণকাল এই পৃথিবী ভ্রমন।
তোমার আশীষ শিরপরি ধরে চাই যে বিদায়
নির্ভার ক'রো অধম আমাকে অসীম ক্ষমায়।
আজো ভালোবাসি বাবা খুব ভালোবাসি
গুরুজি তোমায়।
দুঃখ যদি দিই কোন দিন ক্ষমীও অধমে ক্ষমীও আমায়।
 

Users who are viewing this thread

Back
Top