What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

শাওমি মি ৯ এলো ফ্ল্যাগশিপ সব ফিচার নিয়ে! (1 Viewer)

Starling

Board Senior Member
Elite Leader
Joined
Mar 7, 2018
Threads
775
Messages
12,015
Credits
220,609
Recipe wine
Kaaba
Profile Music
Birthday Cake
y5YzAiP.jpg


শাওমি তাদের এ বছরের ফ্ল্যাগশিপ লঞ্চ শুরু করল শাওমি মি ৯ স্মার্টফোন দিয়ে। স্যামসাং গ্যালাক্সি এস১০ লঞ্চ হওয়ার ঠিক একই দিনে বেশ কয়েক ঘন্টা আগে চীনে এক ইভেন্টে শাওমি এমআই ৯ ফোন উন্মোচন করা হয়। চমৎকার সব স্পেসিফিকেশন ও নজরকাড়া ফিনিশিং নিয়েই আসছে ডিভাইসটি।

শাওমি মি ৯ এর বডি ফ্রেম অ্যালুমিনিয়ামের তৈরি। পেছনের কভার কাঁচের যাতে থাকছে গরিলা গ্লাস ৫ প্রোটেকশন।

চলুন জেনে নিই কী কী থাকছে এই ফোনটিতে।

শাওমি মি ৯ স্পেসিফিকেশন

  • স্ক্রিনঃ ৬.৩৯ ইঞ্চি (১০৮০ x ২৩৪০পি, ৪০৩ পিপিআই, ১৯.৫:৯ অ্যাসপেক্ট র‍্যাশিও), সুপার অ্যামোলেড, গরিলা গ্লাস ৬, ছোট্ট ওয়াটার ড্রপ নচ।
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮৫৫ অক্টাকোর ৭ ন্যানোমিটার সিপিইউ, এড্রিনো ৬৪০ জিপিইউ।
  • র‍্যামঃ ৬জিবি/৮জিবি/১২জিবি।
  • স্টোরেজঃ ১২৮/২৫৬ জিবি। কোনো মেমোরি কার্ড স্লট নেই।
  • ক্যামেরাঃ পেছনে ৪৮ + ১৬ + ১২ মেগাপিক্সেল মিলিয়ে মোট ৩টি ক্যামেরা, ডুয়াল এলইডি ফ্ল্যাশ। সামনে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা (ফেইস আনলক, এআই, বিউটিফাই)।
  • ব্যাটারিঃ ৩৩০০ এমএএইচ, বিশ্বের সবচেয়ে দ্রুত ওয়্যারলেস চার্জিং সুবিধা।
  • ওএসঃ এন্ড্রয়েড ৯.০ পাই, এমআইইউআই ১০ স্কিন।
  • সিমঃ ডুয়াল সিম, ফোরজি এলটিই।
  • লক-আনলকঃ স্ক্রিনের মধ্যে (অন-স্ক্রিন) ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেইস আনলক।
  • অন্যান্যঃ এফএম রেডিও নেই। ৩.৫ মিমি হেডফোন জ্যাক নেই, ব্লুটুথ ৫, মাইক্রো ইউএসবি ২.০, টাইপ সি, এনএফসি প্রভৃতি।
  • ওজনঃ ১৭৩ গ্রামের মত, পুরুত্ব ৭.৬ মিলিমিটার।
BnmyiOo.jpg


শাওমি মি ৯ ফোনের পেছনে ছবি তোলার জন্য ৪৮ মেগাপিক্সেল সনি সেন্সর তো আছেই, সেই সাথে আছে আরও দুটি বাড়তি সেন্সর। এটাই হচ্ছে শাওমির প্রথম ফ্ল্যাগশিপ ফোন যাতে এআই ট্রিপল ক্যামেরা আছে।

Wokd0eQ.jpg


শাওমি মি ৯ ফোনের একটি মজার ফিচার হচ্ছে, এটিতে চাঁদের ছবি তোলার জন্য আছে 'মুন মোড' যা দিয়ে আপনি নিখুঁতভাবে চাঁদের ছবি তুলতে পারবেন- চাঁদের তথাকথিত "কলঙ্কের ডিটেইল সহ"। এছাড়া গেম খেলার জন্য বিশেষ গেইম মোড পাবেন।

আরও থাকছে ফোনটির ট্র্যান্সপারেন্ট ও ছোট "এসই" এডিশন।

qUKwfiS.jpg


শাওমি মি ৯ এর জন্য চীনে ইতোমধ্যেই প্রিঅর্ডার নেয়া শুরু হয়েছে। এর ৬জিবি-১২৮জিবি ভ্যারিয়েন্টের দাম ৪৪৬ ডলারের মত, ৮জিবি-১২৮জিবি ভ্যারিয়েন্টের দাম প্রায় ৪৯০ ডলার, এবং ১২জিবি-২৫৬জিবি ট্র্যান্সপারেন্ট ভ্যারিয়েন্টের দাম ৫৯৫ ডলারের মত।

চীনের বাইরে ডিভাইসটি কবে আসবে তা নিশ্চিত না, তবে মার্চে আপনার নিকটস্থ স্মার্টফোন শপে একটু খোঁজ নিয়ে দেখতে পারেন।

আপনি কি কিনবেন শাওমি মি ৯ ফোন? কেমন লাগল ডিভাইসটি?
 

Users who are viewing this thread

Back
Top