নির্জন মেলার সবাইকে নতুন বাংলা বছর ১৪২৫ সালের শুভেচ্ছা; শুভ নববর্ষ।
আমরা যারা নির্জন মেলায় আছি তা পোস্টদাতায় হই আর পোস্ট দর্শনকারী হয়; সবাইই প্রায় অনলাইন ফাইল স্টোরেজ নিয়ে সমস্যায় পড়ি। বিশেষ করে পোস্ট দর্শনকারীরা সমস্যাটা প্রায়ই পড়েন, বিভিন্ন ফাইল স্টোরেজ থেকে ফাইলটা ডাওনলোডের সময়। আর তখন পোস্টদাতাদের এ নিয়ে সমস্যা পড়তে হই।
মাঝে মধ্যেই আপনারা দেখবেন ডাওনলোড লিংক হিডেন থাকে যা আপলোডারের একান্ত ইচ্ছার উপর নির্ভরশীল। আর আপনি যদি লিংকটি দেখতে চান just পোস্টটিতে লাইক দিন। তা না হলে ওই থ্রেডটিতে একটি কমেন্ট করেন তাহলেই লিংক দেখতে পাবেন। |
filesflash.com
Google drive
Openload.co
OpenDrive.com
box.com
dropbox.com
depositfiles.com
keep2share.cc
filejoker.net
mega.co.nz
rapidgator.net
tusfiles.net
uploadgig.com
রুলসটা পাবেন এখানে।
অনেকেই জানেন তবু ও এসকল অনুমদিত বিভিন্ন অনলাইন ফাইল স্টোরেজ থেকে ফাইল ডাওনলোডের নিয়মটা আজ দিয়ে দিলাম আপনাদের কাছে-
কম্পিউটার বা ল্যাপটপে ডাউনলোড করলে Crome, Firefox, Opera, UC Browser, Torch Browser ইত্যাদি ব্যবহার করেন + IDM. অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে Opera Browser Beta, Opera Browser, UC Browser ব্যবহার করেন (আমি এগুলো দিয়ে সহজেই নামতে পারি)। কোন মিনি ব্রাঊওজার যেমনঃ UC Mini, Opera Mini দিয়ে ডাওনলোড নাও হতে পারে। এন্ড্রয়েড ফোনে নামাতে চাইলে Armofly Browser ব্যবহার করতে পারেন। Most Important কথা পিসি, ল্যাপটপ, অ্যান্ড্রয়েড, আইফোন যাই হোক না কেন সবাই ব্রাউজারের Ad Block অফ করে ডাওনলোডের কাজ শুরু করবেন আর আপনাদের ডিফল্ট ব্রাউজার যেমনঃ Internet Explorer, android Default Browser ব্যবহার করে না করা উচিত কারণ এগুলোতে অনেক সময় সাইটে ঢুকা যাইনা কুকিজ প্রবলেম এর কারনে॥ |
filesflash.com: (যা বন্ধ হয়ে গেছে)
Google Drive:
Openload.co:
OpenDrive.com, Box.com, Dropbox.com,Mediafire, Zappyshare ও Mega.co.nz : এই সব কটাতেই ডাউনলোড করা সোজা। জাস্ট ডাওনলোড বাটনে ক্লিক করলেই হই। আর নিজের একাউন্ট থাকলে সেখানে লগইন করুন আর ফাইলগুলো সেখানে নিয়ে নিন। তাই এখানে আপনাদের আমার বকবকানি থেকে বাচিয়ে দিলাম
Depositfiles.com:
Keep2share.cc:
Filejoker.net:
Rapidgator.net:
অনেকেই জানে এসব। তাই অনেকেই বলবে এত সহজ পোস্ট কেন দেয়া। এই কারণে দেয়া আমার পোস্টেই অনেকেই ডাউওনলোড না করতে পারার অভিযোগ তুলেছে তাই।
Mega.co.nz:
আমার খুবই একটা প্রিয় স্টোরেজ।
এখান থেকে একাউন্ট করা সবচেয়ে সহজ উপায় হল এই স্টোরেজে একটা একাউন্ট করা।
আর পিসি থেকে ফাইল নামাবার জন্য ওদের Mega Downloader-MEGAsync
Android/Apple থেকে ফাইল নামাবার জন্য ওদের Mega.nz app- Mobile Apps
নামিয়ে আপনার করা একাউন্টে ঢুকুন আর ডাউনলোড করুন।
বিঃ দ্রঃ আমরা এখানে যারা পোস্ট করি তারা অনেক কষ্ট করে ফাইল বা ছবি নেটে খুজে বা নামিয়ে আপলোড দিই সবাই দেখে আনন্দ পাবে তাই ভেবে। তাই সবার কাছে অনুরোধ আপনারা যদি কোন আপলোডের পোস্ট দেখেন তবে ফাইলটা নামিয়ে দেখুন শুধু পোস্টে কমেন্ট করে চলে যাবেন না। কারণ যখন দেখি পোস্টে কমেন্ট আছে কিন্তু ফাইল চেক করতে গিয়ে দেখি ফাইল নাই।কারণ ফাইলটা না নামানোই বা কম নামানোতে ফাইল স্টোরেজ সাইট ফাইলটি সরিয়ে বা মুছে ফেলেছে তখন খারাপ লাগে। আবার পরে কেউ ফাইলটা চাইলে মন দিতে চাইলেও ইচ্ছে করে না
Last edited: