This site uses cookies. By continuing to use this site, you are agreeing to our use of cookies. Learn more.
Guest অত্যন্ত দু:খের সাথে নির্জনমেলা পরিবারের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, কিছু অসাধু ব্যক্তি নির্জনমেলার অগ্রযাত্রায় প্রতিহিংসা পরায়ন হয়ে পূর্বের সকল ডাটাবেজ ধ্বংস করে দিয়েছে যা ফোরাম জগতে অত্যন্ত বিরল ঘটনা। সকল প্রকার প্রতিরক্ষা ব্যবস্থা রাখা সত্বেও তারা এরকম ধ্বংসাত্মক কর্মকান্ড সংঘটিত করেছে। তাই আমরা আবার নুতনভাবে সবকিছু শুরু করছি। আশা করছি, যে সকল সদস্যবৃন্দ পূর্বেও আমাদের সাথে ছিলেন, তারা ভবিষ্যতেও আমাদের সাথে থাকবেন, আর নির্জনমেলার অগ্রনী ভূমিকায় অবদান রাখবেন। সবাইকে সাথে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বি:দ্র: সকল পুরাতন ও নুতন সদস্যদের আবারো ফোরামে নুতন করে রেজিস্ট্রেশন করতে হবে। সেক্ষেত্রে পুরাতন সদস্যরা তাদের পুরাতন আইডি ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।
আমার এই গল্পগুলো Recycle Bin এ চলে গেছে দেখতে পাচ্ছি, কেন গেল বুঝতে পারছি না। যদি আমার ভুলে গিয়ে থাকে তাহলে ঠিক আছে, ওখান থেকে ফিরিয়ে আনার উপায় কি? আর যদি এডমিনের কেউ কাজটা করে থাকে, তাহলে কেন করলো, সেটা আমাকে জানালে ভাল হতো, ভুল ত্রুটি থাকলে আমি শুধরে দেয়ার ব্যবস্থা করতাম। একটা গল্প আপলোড করতে অনেক সময় আর পরিশ্রম ব্যয় হয়, তাই এরকম ফলাফল দেখলে খারাপ লাগে। ধন্যবাদ। গল্পোর লিংকগুলো আরেকটা মেসেজে দিলাম-->