What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

YouTube Videos ডাউনলোড করার সকল যন্ত্র-মন্ত্র – সফটওয়্যার সাইট ব্রাউজার এক্সটেনশন মোবাইল (1 Viewer)

mahabub1

Member
Joined
Mar 4, 2018
Threads
93
Messages
103
Credits
13,506
জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব থেকে আমরা সরাসরি পিসিতে কিংবা মোবাইল ডিভাইসে ভিডিও গুলো ডাউনলোড করতে পারিনা। কিন্তু কেন? কারণ ইউটিউবে আপলোডকৃত সকল ভিডিওই ইউটিউবের আইনের মতে ইউটিউবের একটি ডিজিটাল সম্পত্তি হয়ে যায় এবং একমাত্র ইউটিউবের পারমিশন ছাড়া সেটা অন্যত্র ব্যবহার করা যায় না। তাই প্রথম দিকে অফলাইনে দেখার ফিচারটি না থাকলেও এখন শুধুমাত্র অ্যান্ড্রয়েড এবং আইওএস এর জন্য ইউটিউব এপ্লিকেশনে অফলাইন ফিচারটি গুগল সম্প্রতি যুক্ত করেছে। কিন্তু আমরা চাইলে সহজেই অন্য মাধ্যম বা পদ্ধতি বা উপায় ব্যবহার করে সরাসরি পিসিতে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে নিতে পারি। কিন্তু সবথেকে বড় কথা হলো এটি কি বেআইনি?
কারণ ইউটিউবের সকল ভিডিওই গুগলের ইউটিউব আইনের মাধ্যমেই আপলোড এবং স্টোর করা হয়ে থাকে। আর ইউটিউবে ডাউনলোডের ক্ষেত্রে এই আইনটি বর্তমানে প্রযোজ্য রয়েছে:
“You shall not download any Content unless you see a 'download' or similar link displayed by YouTube on the Sercie for that Content."
মানে ইউটিউব নিজে থেকে যতদিন না ডাউনলোড বাটন আনছে ততদিন আমরা অফিসিয়ালী ইউটিউব থেকে কোনো ভিডিও নামাতে পারবো না। কিন্তু আজকে আমি টেকটিউনসে নিয়ে এসেছি যে সকল সব উপায় যেগুলো আপনি ফলো করে সহজেই ইউটিউব থেকে আপনার পছন্দের ভিডিও টি পিসিতে ডাউনলোড করতে পারবেন। তো চলুন ভূমিকায় আর কথা না বাড়িয়ে সরাসরি টিউনে চলে যাই।
সফটওয়্যার!
অনলাইন ভিডিও ডাউনলোডের জন্য অনেকেই এসকল থার্ড পার্টি সফটওয়্যারের উপর নির্ভর করে থাকেন এবং অনান্য পদ্ধতির থেকে এই সফটওয়্যারের উপরেই অনেকে বেশি ব্যবহার করতে পছন্দ করেন। সাধারণত এসকল সফটওয়্যারে আপনি যে ইউটিউব ভিডিওটি ডাউনলোড করতে চান সেটার URL কপিপেস্ট করে সরাসরি ভিডিওটির সর্বোচ্চ কোয়ালিটিকে সাধারণত mp4 ফরমেটে ডাউনলোড করবে এবং আপনার পিসিতে সংরক্ষন করে রাখবে। নিচে ইউটিউব ভিডিও নামানোর জন্য প্রযোজ্য কিছু সফটওয়্যারের সংক্ষিপ্ত বিবরণ আমি দিয়ে দিচ্ছি:
4K Video Downloader

৪কে ভিডিও ডাউনলোডার হচ্ছে একটি ইউটিউব ভিডিও ডাউলোডের এপপ যেটি প্রতি নিয়তই আপগ্রেড হচ্ছে এবং এতে আপনি কোনো ঝামেলা এবং এড ছাড়াই ভিডিও ডাউনলোড করতে পারবেন। এবং নামের মতোই এটি কাজেও একই কাজ করে, আপনি বিভিন্ন ফরমেটে এবং এমনকি সাবটাইটেল সহ ভিডিওগুলোকে ডাউনলোড এবং স্টোর করে নিতে পারবেন। এমনকি আপনার সাবক্রাইবকৃত পুরো একটি ইউটিউব চ্যানেলকে এটির সাহায্যে মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমেই সকল ভিডিওগুলোকে ডাউনলোড করে নিতে পারবেন। ইউটিউব ছাড়াও সাইটটি ভিমিও, ফেসবুক সহ বেশকিছু সাইট থেকেও আপনি এই সফটওয়্যারটির সাহায্যে ভিডিওগুলোকে ডাউনলোড করে নিতে পারবেন।
4K Video Downloader ডাউনলোড করে নিন এই লিংক থেকে
Freemake Video Downloader

ফ্রিমেইক এর ওয়েবসাইট এর ভাষ্য অনুযায়ী এই সফটওয়্যারটি প্রায় ১০০০০ এর বেশি সাইট থেকে ভিডিও নামাতে পারে এবং বিশ্বব্যাপী প্রায় ৮৩ মিলিয়ন ইউজার এদের রয়েছে। যাই হোক ফ্রিমেইক ভিডিও ডাউনলোডার দিয়ে আপনি ইউটিউব থেকে যেকোনো ফরম্যাটের জন্য ভিডিও নামাতে পারবেন। সফটওয়্যারটি দিয়ে একই সাথে একাধিক ইউটিউব ভিডিও নামানোর সুযোগ রয়েছে। ফ্রি এই সফটওয়্যারটির ব্যবহারের মাঝেমধ্যে এটি আপনাকে বিভিন্ন এড দেখাবে! তবে ইউটিউব ভিডিও থেকে শুধু অডিও নামাতে চাইলে আপনাকে অন্য আরেকটি সফটওয়্যার Freemake YouTube to MP3 Boom ব্যবহার করতে হবে।
 

Users who are viewing this thread

Back
Top