What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

যৌনতায় নারী বনাম পুরুষঃ মিথ বনাম রিয়েলিটি (1 Viewer)

WhisperBD

Senior Member
Joined
Jul 24, 2024
Threads
30
Messages
730
Credits
6,985
উপমহাদেশের সমাজ ব্যবস্থায় সেক্স একটি ট্যাবু। সেক্স মানে ভাবা হয় অশ্লীল কিছু। আর তাই সেক্স নিয়ে আছে অসংখ্য মিথ। অথচ প্রতিটি মানুষের জন্ম উৎস দুটি মানব-মানবীর শরীর। সেক্সকে ট্যাবু করা মানেই নিজেদের শেকড়টাকেই ব্যঙ্গ করা। তাই সেক্স কখনোই ট্যাবু নয়, ট্যাবু হওয়া উচিত নয়। কালচারাল পার্থক্যের কারণে কোন কোন সমাজে সেক্সচুয়াল এক্সপ্রেশনের পার্থক্য থাকতে পারে কিংবা থাকবে, কিন্তু তার সম্পর্কে সামাজিক অলিখিত নিয়মের ঘেরাটোপ সেক্সকে অজ্ঞানতা, অজ্ঞানতা থেকে অস্থিরতা এবং অস্থিরতা থেকে অপরাধে রূপান্তরিত করে।

সেক্স নিয়ে আমাদের মতো কনজারভেটিভ সোসাইটিতে আছে অসংখ্য মিথ। আবার সেই মিথগুলোর ধরন নারী-পুরুষে পার্থক্য করে। এ নিয়ে কিছু মিথের সংক্ষিপ্ত আলোচনা।

১. সমাজে চালু আছে যে সব পুরুষ তো পুরুষই, কারণ তার সেক্স ডিজায়ার বেশি। নারীর সেক্স ডিজায়ার কম। কিন্তু এটি ভুল। পুরুষের তুলনায় নারীর সেক্স ডিজায়ার অনেক বেশি। কারণ পুরুষের শরীরে সেনসুয়াল পার্ট নারীর চারভাগের এক ভাগ মাত্র। পুরুষের সেক্স ডিজায়ারটি প্রকাশ পেয়ে যায় বলে বেশি মনে হয়। নারীর ডিজায়ার চার গুণ বেশি হওয়ার পরেও নারী সেগুলো লুকিয়ে রাখে বলে কম মনে হয়।

২. পুরুষ শরীর দিয়ে সেক্স এনজয় করে, নারী মাথা দিয়ে সেক্স উপভোগ করে। সেক্সের ক্ষেত্রে পুরুষ তার মাথাকে বেশিক্ষণ ব্যবহার করতে পারে না। নারী মাথা দিয়ে গোটা সেক্স এন্ড দা সিটির একটি এপিসোড বানিয়ে ফেলতে পারে।

৩. মিথ আছে যে পুরুষ সেক্সের ক্ষেত্রে প্রতারণা করে, নারী সেক্সের ক্ষেত্রে সবসময় লয়াল। এটি ভুল। পুরুষ প্রেমের ক্ষেত্রে প্রতারণা করে বেশি, নারী সেক্সের ক্ষেত্রে বিচিত্রতার সন্ধান করতে গিয়ে লয়ালটিকে মুখে বললেও মনে মনে মানে না তেমন বেশি।

৪. লোকের ধারণা এবং মেয়েরাও বেশিরভাগ ক্ষেত্রে দাবি করে যে মেয়েরা ছেলেদের সাথে কানেক্ট করতে না পারলে সেক্স উপভোগ করে না। কিন্তু গবেষণা এবং পরীক্ষায় দেখা গেছে উল্টো। ছেলেরা যখন কোন মেয়ের সাথে ইন্টিমেট হয়, তখন লয়াল থাকে, মেয়েটির কাছে প্রশংসা শুনতে পছন্দ করে, কেয়ারিং ভ্যালু করে, তাতে ছেলেটির সেক্স ইন্টিমেসি বেড়ে যায়। কিন্তু যে সম্পর্কের মধ্যে ইন্টিমেসি যত কম থাকে মেয়েরা তত বেশি সেক্স এনজয় করে। ইন্টিমেসি মেয়েদের সেক্স ড্রাইভ কমিয়ে দেয়, মেন্টালি ডিপেন্ডেন্ট পার্টনারকে মেয়েটি কেয়ার করে, কিন্তু শরীরে তার জন্যে তেমন সেক্স ডিজায়ার ফিল করে না। সম্পর্ক ধরে রাখতে মেয়েরা বাধ্য হয়ে ঠিক তার উল্টোটি করে এবং দেখায়। তখন মেয়েটি সেক্স করে কেবল, কিন্তু সেক্সটি উপভোগ করে না। রুটিন করে নিয়মের জন্যে বাধ্য হয়ে একটা কিছু করা এবং উপভোগ করা, দুটো ভিন্ন জিনিস। তাই বলা হয়, মেয়েরা সবচেয়ে বেশি এনজয় করে No-strings Sex।

৫. মেয়েরা যৌন উপভোগের সময় চিৎকার করলে ছেলেরা খুশি হয় এবং নিজের পুরুষ বীরত্ব অনুভব করে এই ভেবে যে সে তার পার্টনারকে আনন্দ দিতে পারছে। এই জন্যে অনেক মেয়েরা পুরুষকে খুশি করতে ফেইক সাউন্ড করে অনেক সময়। মেয়েদের অর্গ্যাজম দেখলে পুরুষের সেক্স ডিজায়ার বেড়ে যায়। কিন্তু বিছানায় মেয়েরা চায় ছেলেটি উপভোগের সময় যত বেশি ডার্টি হতে পারে। এটি মেয়েদের সেক্স ডিজায়ার বাড়িয়ে দেয়।

৬. সমাজে কমন মিথ আছে যে ছেলেরা সেক্সের ক্ষেত্রে পলিগ্যামি বা অনেক পার্টনারের সাথে যায়। আর মেয়েদের ক্ষেত্রে বলা হয় মেয়েরা যৌনতায় মনোগ্যামি বা একজনের সাথেই লয়াল থাকে। গবেষণায় দেখা গেছে এটি ভুল। ছেলেরা যখন সত্যিকার ভালোবাসে এবং ইন্টিমেট হয়, তারা মনোগ্যামি হয় বেশি। কিন্তু মেয়েরা সেক্সের ক্ষেত্রে পলিগ্যামি। ছেলেদেরকে যৌনতার ক্ষেত্রে যতটা চিটার বলা হয়, ছেলেরা চিটার নয়। বরং মেয়েরা অনেক বেশি চিট করে সেক্সের ক্ষেত্রে। কিন্তু সমাজে তাহলে এমন মিথ হলো কেন? কারণ হলো, ছেলেদের সেক্স এক্সপ্লোরেশনটি খুব একটা চাপা থাকে না, ছেলেরা চেপে রাখতে পারে না, বেরিয়ে আসে ব্যাপারটি। কিন্তু মেয়েদের সেক্স এপ্লোরেশনের সিংহভাগ গোপনে হয়, গোপন রাখে এবং গোপনে করে বেশি। যে কারণে ঠিক তার বিপরীত চিত্র সমাজে প্রকাশিত হয়ে যায়। ঘরে পার্টনার থাকার পরেও পুরুষ সেক্স এক্সপ্লোরেশনে অন্য নারীর কাছে যায় শরীরের কারণে নয়, বরং যার সাথে ঘরে সেক্স করছে তার কাছ থেকে অথবা তার সাথে ইন্টিমেট কানেকশনটি তৈরি হয় না বা করতে পারে না বলে সে ঘরের বাইরে নিজের সে স্যাটিসফ্যাকশনটি নিজের অজান্তে খুঁজে। কিন্তু নারীর সেক্স স্যাটিসফ্যাকশন আসে যত কম ইন্টিমেসি এবং যত বেশি বিচিত্রতা যেখানে সে পায়। সেটার আয়োজন এবং প্রয়োজনে নারীকে গোপনে কাজটি করতে হয়।

৭. সমাজে প্রচলিত যে, পুরুষ সেক্সের ক্ষেত্রে প্রতারক, নারী ভালোবাসার ক্ষেত্রে প্রতারণা করে। বরং আসলটি তার উল্টো। পুরুষ সেক্সের ক্ষেত্রে প্রতারক নয়, এক্সপোজড। নারী সেক্সের ক্ষেত্রে প্রতারণা করে, কারণ ওটা হাইড। পুরুষ ভালবাসলে উন্মাদের মতো ভালোবাসে, তাই দেখা যায় ভালোবাসার ক্ষেত্রে প্রতারণার শিকার হলে পুরুষ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। সমাজে মজনু পাগল বেশি, লাইলী পাগলী দেখা যায় না। কারণ ভালোবাসায় নারী সবসময় আধাআধি। এই জন্যে ধাক্কা খেলেও নারীরা সময়ে ঠিকই ফিরে আসতে পারে।

৮. ভালোবাসায় মেয়েরা সেক্স স্যাটিসফ্যাকশন বেশি খুঁজে, কিন্তু সেটা আড়ালে রাখে। ছেলেরা সেক্স এনজয় করার জন্যে ভালোবাসায় তেমন গভীরে না গিয়েও স্যাটিসফাইড হতে পারে। এই জন্যে পুরুষ পতিতালয় গিয়েই যৌনতা উপভোগ করতে পারে। পুরুষ ভালোবাসার মধ্যে সেক্সের চেয়ে কানেকশন, ইন্টিমেসি, শেল্টার এবং সাপোর্ট খুঁজে।

৯. ছেলেরা পর্ণ বেশি দেখে, কারণ, ছেলেরা ভিজুয়াল স্টিমুলেটেড হয় বেশি। মেয়েরা কল্পনা করেই স্টিমুলেটেড হয়ে যায় আরও বেশি । এই জন্যে বলা হয়, ছেলেরা পর্ণ দেখে আর মেয়েরা মাথা দিয়ে পর্ণ বানায়।

১০. সমাজে মিথ আছে যে মাস্টারবেশন সেক্স ড্রাইভ কমিয়ে দেয়, সেক্স অর্গ্যানের ক্ষতি করে। এটি সম্পূর্ণ ভুল। মাস্টারবেশনের সাথে সেক্স ড্রাইভ বেড়ে যাওয়া কিংবা কমে যাওয়ার কোন সম্পর্ক নেই। মাস্টারবেশনে পেনিস কিংবা ভ্যাজাইনার কোন ক্ষতি হয় না। বরং গবেষণায় দেখা গেছে, ক্ষতি হওয়া তো দূরের কথা, মাস্টারবেশন শরীর এবং মন, দু’দিক থেকেই অনেকভাবেই উপকারী। মিথ আছে, মাস্টারবেশন শুধু সিঙ্গেল নারী পুরুষ করেন। এটিও ভুল। বিবাহিত হোক এবং যেকোনো বয়সেই হোক, শরীরের প্রয়োজনে নারী এবং পুরুষের মাস্টারবেশন শারীরিক এবং মানসিকভাবে উপকারী। আরেক গবেষণায় দেখা গেছে, শতকরা ৬৪ ভাগ মেয়ে পুরুষের সাথে পেনিট্রেটিভ সেক্স এনজয় করেন না। ভ্যাজাইনাল পেনিট্রেটিভ সেক্স পুরুষ উপভোগ করে বেশি। কিন্তু অধিকাংশ নারী ক্লিটোরাল সেক্স উপভোগ করেন। তাই নারী মাস্টারবেশন করে ক্লিটোরাল অর্গ্যাজম যে পরিমাণ উপভোগ করতে পারে, পুরুষ নারীকে ইন্টারকোর্সে তার এক-তৃতীয়াংশ আনন্দ দিতে পারে মাত্র। যদিও নারীদেরকে পুরুষশাসিত সমাজে পুরুষকে স্যাটিসফাই করতে নিজেদেরকে বঞ্চিত করেই এই এক-তৃতীয়াংশ স্বাদে পরিপূর্ণতার অভিনয় করে যেতে হয়।

১১. মিথ আছে যে ছেলেরা মাস্টারবেট করে বেশি, মেয়েরা কম। বাস্তবে তার উল্টো। মেয়েরা ছেলেদের চেয়ে মাস্টারবেশন বেশি করেন। তবে ছেলেদের চেয়ে ফ্রিকোয়েন্সি কম। কিন্তু মেয়েরা যখন করে, তখন সিঙ্গেল সেশনে তাদের মাল্টিপল টাইম রিলিজ করতে হয় বা করার ইচ্ছে জাগে, ছেলেদের এক্ষেত্রে একবারের পর দ্বিতীয় পুনরুত্থানে যথেষ্ট সময় লাগে। মেয়েদের এমন বেশি করার কারণ হলো, মেয়েদের বেস্ট অর্গ্যাজম আসলে পাওয়া যায় ক্লিটোরাল টাচে, যা মূলত পার্টনারশিপ ইন্টারকোর্সের চেয়ে সোলো মাস্টারবেশনে বেশি পাওয়া যায়। গবেষণায় এটা প্রমাণিত যে ৬৪% মেয়েরা আসলে পার্টনারশিপ সেক্স উপভোগ করেন না। তাদের বেস্ট অর্গ্যাজম আসে মাস্টারবেশন থেকে। এই জন্যে একটা কথা বলা হয় যে, Women become powerful when they masturbate; men become powerful when they penetrate.

একটি সমাজে মিথের জন্ম হয় অজ্ঞতা থেকে। জ্ঞাত হলে মিথ সরে গিয়ে ফুটে উঠে বাস্তবতা। বাস্তবতা মানুষকে অপরাধী করার চেয়ে অন্যের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল করে তুলে। নিজের জন্যে বাস্তবতার অনুভব অন্যের প্রতি সহমর্মিতার হাত বাড়ায়। সেক্স তখন ট্যাবু না থেকে দু’টো মানুষের সুস্থ একটি বন্ধনে পরিণত হয়। চিন্তা শুদ্ধ হয়ে উঠলে শরীরও শুদ্ধ হয়ে ওঠে।


(তথ্যসূত্র: বিভিন্ন মাধ্যম থেকে সংগৃহিত, সংকলিত ও পরিমার্জিত)

আপনার মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ। আশাকরি ফোরামের সাথে থাকবেন এবং একে অন্যকে উৎসাহ যোগাবেন।
 

Users who are viewing this thread

Back
Top