আমারো কিছু সীমাবদ্ধতা আছে,
আছে কিছু ব্যার্থতা,
মৌনতা আমাকেও গ্রাস করে,
আমারো আসে মন খারাপের পালা,
ভীষণ বেগে ভালবাসতে বাসতে আমারো আসে ক্লান্তি।
তোমার সাথে কিছু মিত্থ্যে অহংকার করতে
ইচ্ছে করে মাঝে মাঝে,
তোমার প্রেমকে দুহাতে দূরে ঠেলে দিতে ইচ্ছে করে,
নিজেকে পাথুরে দেয়ালে ঠেকাতে ইচ্ছে করে।
নিজেকে শূন্য করে পাগলের মত হাত পা ছুরে চিৎ কার করতে ইচ্ছে করে,
দেখতে ইচ্ছে করে তুমি ছারা আমার চোখ কতটা লাল হয়, আমিও কতটা কাঙ্গাল হতে পারি, আমার গায়ের রং বদলে যায় কি না, বৃষ্টির শব্দ আগের মতই ভাল লাগে কি না, জীবনের পানি ঘোলা হয় কি না, বিছানা নরম লাগে কি না, চোখের কোণে জল ছল ছল করে কি না?
আমি ছারা তুমিই বা কতটা আলো ছরাও, বিষন্নতা তোমাকে কতটা গ্রাস করে, সেল ফোনে আমার ছবির ওয়াল পেপার বদলে দাও কি না, ফেসবুক এ ব্লক দাও কি না, ভালবাসার চোর পুলিশ খেলায় তুমি আমি কে কতটা হারে খুব জানতে ইচ্ছে করে!
তুমি যখন আমাকে ছারা, আমাকে নিশ্চিত হারিয়ে ফেলেছ এমনটা ভাব, তুমি কি তখন বেচে থাক, গান শোন, গান গাও, ছিনেমা দেখে কাঁদ? তোমার কন্ঠ কি ভারী হয়ে আসে, আমার কথা গান, কবিতা কি তোমার মনে হতে থাকে, আমার ষ্পর্ষ কি আবারো ষ্পর্ষ করতে থাকে তোমায়, তোমার মনকে তখন তুমি কি শান্তনা দাও, হাতের কাছের গ্লাসটা কি ভেঙ্গে ফেলতে ইচ্ছে করে, পায়ের কাছের পিঁপড়েকে কি পিশে ফেল তে ইচ্ছে করে, তোমার দেহের তাপমাত্রা, মোনের মধ্যে যে ঝর সেখানটায় নিজেকে দাড় করাবার বিক্রিত এক বাসনা জাগে!
আমার মন তখন এক ভয়ংকর খেলায় মেতে উঠে, সুন্দর ভালবাসার ফুল কুটি কুটি করে কাটে, নিজেকে ক্লান্ত করতে অকারণে হাটে, প্রিয় বই গুলি দূরে সরিয়ে রাখে, হাতে জ্বালতে থাকে সিগারেটের আগুন, মুখ অমানুষের মুখের মত হালকা বাকা হয়ে থাকে, নিজেকে ধ্বংস করে সাপের মত নতুন খলসে পুরতে ইচ্ছে করে!
তোমাকে যতই বলি ভালবাসি না , যতই দূরে ঠেলে রাখি, যত অনাদর অবহেলা করি, সবই তোমাকে ভালবেসে করি, তোমাকে সকাল বিকাল হত্যা করে, রাতে আমিও আত্নহত্যা করি...
আছে কিছু ব্যার্থতা,
মৌনতা আমাকেও গ্রাস করে,
আমারো আসে মন খারাপের পালা,
ভীষণ বেগে ভালবাসতে বাসতে আমারো আসে ক্লান্তি।
তোমার সাথে কিছু মিত্থ্যে অহংকার করতে
ইচ্ছে করে মাঝে মাঝে,
তোমার প্রেমকে দুহাতে দূরে ঠেলে দিতে ইচ্ছে করে,
নিজেকে পাথুরে দেয়ালে ঠেকাতে ইচ্ছে করে।
নিজেকে শূন্য করে পাগলের মত হাত পা ছুরে চিৎ কার করতে ইচ্ছে করে,
দেখতে ইচ্ছে করে তুমি ছারা আমার চোখ কতটা লাল হয়, আমিও কতটা কাঙ্গাল হতে পারি, আমার গায়ের রং বদলে যায় কি না, বৃষ্টির শব্দ আগের মতই ভাল লাগে কি না, জীবনের পানি ঘোলা হয় কি না, বিছানা নরম লাগে কি না, চোখের কোণে জল ছল ছল করে কি না?
আমি ছারা তুমিই বা কতটা আলো ছরাও, বিষন্নতা তোমাকে কতটা গ্রাস করে, সেল ফোনে আমার ছবির ওয়াল পেপার বদলে দাও কি না, ফেসবুক এ ব্লক দাও কি না, ভালবাসার চোর পুলিশ খেলায় তুমি আমি কে কতটা হারে খুব জানতে ইচ্ছে করে!
তুমি যখন আমাকে ছারা, আমাকে নিশ্চিত হারিয়ে ফেলেছ এমনটা ভাব, তুমি কি তখন বেচে থাক, গান শোন, গান গাও, ছিনেমা দেখে কাঁদ? তোমার কন্ঠ কি ভারী হয়ে আসে, আমার কথা গান, কবিতা কি তোমার মনে হতে থাকে, আমার ষ্পর্ষ কি আবারো ষ্পর্ষ করতে থাকে তোমায়, তোমার মনকে তখন তুমি কি শান্তনা দাও, হাতের কাছের গ্লাসটা কি ভেঙ্গে ফেলতে ইচ্ছে করে, পায়ের কাছের পিঁপড়েকে কি পিশে ফেল তে ইচ্ছে করে, তোমার দেহের তাপমাত্রা, মোনের মধ্যে যে ঝর সেখানটায় নিজেকে দাড় করাবার বিক্রিত এক বাসনা জাগে!
আমার মন তখন এক ভয়ংকর খেলায় মেতে উঠে, সুন্দর ভালবাসার ফুল কুটি কুটি করে কাটে, নিজেকে ক্লান্ত করতে অকারণে হাটে, প্রিয় বই গুলি দূরে সরিয়ে রাখে, হাতে জ্বালতে থাকে সিগারেটের আগুন, মুখ অমানুষের মুখের মত হালকা বাকা হয়ে থাকে, নিজেকে ধ্বংস করে সাপের মত নতুন খলসে পুরতে ইচ্ছে করে!
তোমাকে যতই বলি ভালবাসি না , যতই দূরে ঠেলে রাখি, যত অনাদর অবহেলা করি, সবই তোমাকে ভালবেসে করি, তোমাকে সকাল বিকাল হত্যা করে, রাতে আমিও আত্নহত্যা করি...