What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Windows 10 কে কিভাবে Hotspot বানাবেন এবং Internet Share করবেন Mobile or অন্য PC তে (1 Viewer)

mahabub1

Member
Joined
Mar 4, 2018
Threads
93
Messages
103
Credits
13,877
আশাকরি সবাই ভাল আছেন। আর ভাল থাকুন এটাই কামনা করছি। আজ একটা খুবই গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার IT Related YouTube Channel Era IT তে সাবস্ক্রাইব ও ভিডিও গুলো দেখার জন্য। যারা এখনও Subscribe করেননি তারা এখনই সাবস্ক্রইব করুন কারন আমি প্রতিদিনই নতুন নতুন ভিডিও আপলোড করছি। কোন না কোন ভিডিও আপনার কাজে লাগবেই। মূল কথায় আসি।
ADs by Techtunes tAds

আমরা আমাদের পিসির ইন্টারনেট অন্য কোন মোবাইল বা পিসিতে শেয়ার করার জন্য অনেক ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি। কিন্তু এই সফটওয়্যারগুলো র কিছু সমস্যা আছে। যেমন: ইন্টারনেট স্লোা এবং সিকিউরিটি কম। তাই আজ আমি দেখাব কিভাবে আপনি কোন ধরনের সফটওয়্যার ছাড়া আপনি Laptop কে Hotspot বানাবেন।


স্টেপ ০১ :

প্রথমে আপনার ল্যাপটপ হটস্পট এর উপযোগী কিনা তা চেক করে দেখতে হবে। তার জন্য আপনার পিসির Search এ গিয়ে CMD লিখুন এবং Command Prompt পেইজ ওপেন করুন। এবং NETSH WLAN show drivers এই কোডটা লিখে Enter Press করুন।

স্টেপ ০২ :

এখন আপনার ল্যাপটপের ইটস্টপ এর ID and Password সেট করতে হবে। তার জন্য NETSH WLAN set hostednetwork mode=allow ssid=Your_SSID key=Your_Passphrase এই কোডটা টাইপ করতে হবে। এখানে কোডটার আনডারলাইন করা লেখাগুলো আপনি ইচ্ছে করলে Edit করতে পারেন। SSID এটা হল আপনার ID and Key হল পাসওয়ার্ড। এখন NETSH WLAN start hostednetwork এই কোডটা আবার কপি পেষ্ট করে এন্টার দিন তাহলে আপনার পিসির হটস্পট অন হবে। এখন আপনার আপনার মোবাইলের Wifi অন করে দেখুন এবং পাসওয়ার্ড দেন এবং ব্যবহার করুন।
 

Users who are viewing this thread

Back
Top