What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

ভারজিনিয়া বুলস (Virginia Bulls) বাবার গল্পের সম্ভার (6 Viewers)



লেখকের বক্তব্যঃ৪৫০ বা ৫০০ মত ছোট গল্প আছে আমার লেখা ৷ কোনো সংগ্রহ নয় ৷ প্রত্যেকটা হাতে লেখা , টাইপ করা নয় ৷ অনেক অনেক বছর আগে লিখেছিলাম ৷ তবে জানিনা আপনাদের ভালো লাগবে কিনা ৷ যদি ভালো লাগে রিপ্লাই দেবেন ৷




আমার বক্তব্যঃ ভারজিনিয়া বুলস মামা আমার প্রিয় লেখকদের একজন। কারণ তার গল্পে বাস্তবতা সহ আমি গ্রাম বাংলার মাটির যৌনতার গন্ধ পাই। আমার কাছে তার গল্পগুলোর কিছু কালেকশন আছে; যা আমি এক এক করে পোস্ট করব। তবে আমার কাছে সব গল্প নাই। ধারণা ৫-৭ টা গল্প মিস করেছি যেমনঃ মাটি তবুও সবুজ , ঝিনুক, ছায়া আলোর চারপাশে, যাক না যেদিকে যায় যাক প্রাণ ইত্যাদি। এই গল্পগুলো সহ আমার মিস করা গল্পগুলো কারোর কাছে থাকলে, আর তা আমাকে দিলে খুব উপকৃত হব। আর যদি স্বয়ং ভারজিনিয়া বুলস (Virginia Bulls) মামা উদয় হয় তাহলে ত কথাই নাই।

আর তার অজাচার (Incest) গল্পগুলো এখানে পোস্ট করা আছে - Virginia Bulls - ভারজনিয়া বুলস দাদার Incest গল্পমালা [বড়-ছোট গল্প]


Great Contents Please carry on
 
very well written . thank you very much
Excellent post dada many thanks
চমংকার কালেকশন, পুরানো গল্পগুলো পেয়ে ভাল লাগল
SOb kata galpo chai kintu dada. Bullsda amar priyo writer.
please go ahead , thanks
Great Contents Please carry on
All your story awesome
এতে জিজ্ঞাসা জবাবদিহির আছেটা কি !? - দিন । কুঈঈক ।
Oner writing josh chilo.
looks like a good story
ধন্যবাদ সবাইকে উৎসাহ প্রদানের জন্য:love:
আর Sorry for Late Post:whistle:
 
জমি


জহর এর ৩ বিঘে ধান জমি ছাড়া আর কিছুই নেই বললেই চলে৷ বাবা মারা যাওয়ার সময় আরো ৫ বিঘে জমি ছিল কিন্তু সনাতন এর দল বল সে জমি আগেই কেড়ে নিয়েছে ৷ সনাতন ঘোষাল এতল্লাটের মোড়ল ৷ গত ১০ বছরে গোটা গ্রাম কে তছ নছ করে ফেলেছে সে ৷ তবুও লোকে তাকেই মোড়ল বানায় ৷ বিয়ের সময়, এই হবে বছর চারেক আগের কথা সনাতন কথা দিয়েছিল কিছু টাকা দিয়ে ৫ বিঘে জমির রফা করে দেবে কিন্তু দেবেন হালদার আজ সে টাকা দেয় নি ৷ দেবেন হালদার সনাতনের সম্পর্কে সমন্ধি ৷ তাই অনেক চেয়েও হতাশ জহর আজকাল আর টাকা কথা বলে না ৷ জহরের বয়স একটু বেশি ৷ দুটো বোন কে বিয়ে দেওয়ার পর তাকে বিয়ে করতে হয়েছে ৷ তারা গরিব হলেও সুখেই সংসার করে ৷ কিন্তু জহর এক ফোটাও সুখে নেই ৷ সান্তনা কে বিয়ে করার পর থেকে তার ভাড়ারে যেন টান পরে গেছে ৷ ৩ বিঘের দো ফসলি জমিতে এক বার ধান আর আরেকবার সর্ষে চাষ করলেই বছরের খরচ উঠে আসত, নিজেও সখ করে ৪ টে গাই কিনেছিল , ভালো দুধ পায় দিন গেলে তাতেও বেশ কিছু পয়সা আসে ৷ গাছ নিরন , মাঠ নিরন সেসব করে সময় সময় ৷ কিন্তু সান্তনা জবে থেকে তার বউ হয়ে এসেছে তার পর থেকে একটার পর আরেকটা সমস্যা যেন লেগেই আছে ৷ খরচের বহরে নাজেহাল জহর বাধ্য হয়ে দারস্ত হলো সনাতনের কাছে ৷ ৫ বিঘার জমি কম করে হলেও লাখ দুই টাকা পেতে হয় তার, আবার খাস জমি ৷ সে টাকা পেলে নিজে গ্রামে দোকান দেবে ৷ মুদির দোকানে ভালো লাভ পাওয়া যায় গ্রামে ৷ শহরেও জোতদার দের সাথে কথা বলে এসেছে ৷ তারা জহর কে চেনে জানে , সৎ চাষী ৷

সান্তনার বাবা মধ্যবিত্ত চাষী , তার হাথে টান , তিন মেয়ে পার করে বয়সের ভারে নুইয়ে পড়েছে ৷ এক ছেলে শহরে রোজগারের আশায় গেলেও ফিরে আসে নি ৷ আর খোজ-ও রাখে না বার বাপের ৷ তাই সান্তনাও জানে যে তার বাপের কুলে আর কেউ নেই সম্পর্ক রাখার !সান্তনা উগ্র সুন্দরী , জহরের বয়স ৩৫ হলেও সান্তনা ২২ ছেড়ে ২৩ এ পা দেবে, আর চঞ্চল স্বভাবের জন্য গ্রামের পুরুষদের নজরে থাকে ৷ তার শরীরে অনেক আগুন , জহর জানলেও কিছু বলে না ৷ মাঝে মাঝে নিজেই সামলে উঠতে পারে না সান্তনাকে বিছানায় ৷ সান্তনার পুরুষ্ট শরীরে হাথ পড়লেই জহরের কেমন যেন হয় ৷ নিজেকে সামলে রাখতে পারে না ৷ নিজের ধাতু ধরে রাখার জন্য অনেক বার মহিন কবরেজের কাছে ওষুধ খেয়েছে কিন্তু তাতে খুব বেশী লাভ হয় না ৷ এটাও তার আরেক অশান্তির মূল ৷ রাতে সান্তনা সময় সময় ঝগড়াও করে ৷ জহর খুসি করতে পারে না তাকে ৷ সান্তনাও বুঝতে চায় না জহরের শরীরে সেই রক্ত কেন নেই ৷ সান্তনার ২৩ -২৪ বছরের যুবতী শরীরের কাম ক্ষুধা মেটে না ৷ লজ্জার ধার ধারে না বলেই এদিক ওদিক মুখ মারতে চায় সান্তনা ৷ কিন্তু আজ কালকার ছেলেদের বিশ্বাস নেই বলে দমে যায় সে ৷

"এস ভাই এস অনেক দিন পর তা কি মনে করে ?" আগ্রহের সাথে সম্ভাষণ জানায় সনাতন ৷

আজ জহর পয়সার একটা হেস্তনেস্ত করেই ছাড়বে ৷ তার অনেক পয়সার দরকার ৷ চাষ করে পেটের ভাত জুটছে না ৷

" সব ভালো তো সনাতন কাকা !" সাবেকি শুভ সংবাদ বিনিময় করে কথা পাড়ে জহর !

" বলছিলাম আপনি দেবেন দেবেন করেও জমির টাকা দেওয়া হয় নি , আমার যে টাকার খুব দরকার ! গতবার পঞ্চায়েতে পর্চী লিখেছিলেন ২ লাখ ১০ হাজার টাকা জমি বাবদ দেবেন ৷ দেবেন কাকাও আমায় কিছু বলে না ৷ টাকা না পেলে যে আমার দিন চলছে না ! টাকা না পেলি আমি জমিতে ফসল লাগাবো ! আর যদি আপনারা জোর করে গরিব মানুষেরে খেতি না দেন তাইলে আমি মামলা করব ! পয়সা আমার খুব দরকার !"

"হমম " গম্ভীর চিন্তায় পরে সনাতন বললেন চল দেখি দেবেন এর বাসায় সামনা সামনি কথা বলে একটা বিহিত করে দেখি !"
 

Users who are viewing this thread

Back
Top