কেউ কথা রাখেনা! যথার্থই তুমিও রাখনি!
বিশ্বাস কর: এমনটি করবে একটুও বুঝিনি৷
তোমার নিঃশ্বাসের শব্দ পেতে বহুদূর যেতে পারি
আমি রেখেছি তার স্বাক্ষর, তুমি কিন্তু একটুও রাখনি!
যখনই তোমার নির্লিপ্ততায় আমি হয়েছি আহত,
তখনই আমার হৃদ-দুয়ারে কড়া নেড়েছ অনাহুত৷
আমি পাগল-প্রাণ, আবেগ প্রবণ- ভুলে যাই যা বিগত!
আবেগ নিয়ে খেলা কর, খেলা শেষে কর তাকে আহত৷
তোমার দুয়ারে ভিখ মেগেছি, পাষাণ দাওনি সাড়া,
কশা দিয়ে কশাঘাত করেছ, করেছ কুকুর-প্রতিম তাড়া!
বল তো সখী, মম প্রাণ কি দেয়নি তোমায় ধরা?
আমার তরে তব হৃদয়ে কেন বল তবে এত খরা?
জানি প্রিয়ে মম রিক্ত প্রাণ এক, তাই কি এ অবহেলা?
আমায় নিয়ে করে যাও তুমি শুধুই হেলা-ফেলা?
সময় আমার ফুরিয়ে আসছে, ডুবে যাচ্ছে বেলা!
আর ছলনার পথ পাবেনা, সখী তব সাঙ্গ হবে খেলা৷
বিশ্বাস কর: এমনটি করবে একটুও বুঝিনি৷
তোমার নিঃশ্বাসের শব্দ পেতে বহুদূর যেতে পারি
আমি রেখেছি তার স্বাক্ষর, তুমি কিন্তু একটুও রাখনি!
যখনই তোমার নির্লিপ্ততায় আমি হয়েছি আহত,
তখনই আমার হৃদ-দুয়ারে কড়া নেড়েছ অনাহুত৷
আমি পাগল-প্রাণ, আবেগ প্রবণ- ভুলে যাই যা বিগত!
আবেগ নিয়ে খেলা কর, খেলা শেষে কর তাকে আহত৷
তোমার দুয়ারে ভিখ মেগেছি, পাষাণ দাওনি সাড়া,
কশা দিয়ে কশাঘাত করেছ, করেছ কুকুর-প্রতিম তাড়া!
বল তো সখী, মম প্রাণ কি দেয়নি তোমায় ধরা?
আমার তরে তব হৃদয়ে কেন বল তবে এত খরা?
জানি প্রিয়ে মম রিক্ত প্রাণ এক, তাই কি এ অবহেলা?
আমায় নিয়ে করে যাও তুমি শুধুই হেলা-ফেলা?
সময় আমার ফুরিয়ে আসছে, ডুবে যাচ্ছে বেলা!
আর ছলনার পথ পাবেনা, সখী তব সাঙ্গ হবে খেলা৷