What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

অনেক ব্রান্ডের নামের পাশে ছোট করে TM লেখা থাকে। এইটার মানে কী? (1 Viewer)

NewAlien

Member
Joined
Mar 30, 2021
Threads
96
Messages
128
Credits
5,511
অনেক ব্রান্ডের নামের পাশে ছোট করে TM লিখা থাকে। এই TM লিখাটা নিয়ে আমিও ছোটবেলা থেকেই চিন্তা করতাম কিন্তু কখনও জানতে পারি নাই। কারণ তখন কাওকে জিজ্ঞেসই করা হয়নি। গত বছর এক বড় ভাইয়ের কাছে জানতে পারলাম এই TM মানে কী।TM ছাড়াও অনেক ব্রান্ডের নামের পাশে ছোট করে ® লিখা থাকে।

main-qimg-2d36a2dceb2973d67c70317caafc1b8d

main-qimg-809ff9b694a9d820cf867b2438d64af4


TM লেখাটির পূর্ণরূপ হলো Trademark(ট্রেডমার্ক)। কোনো ব্রান্ডের নামের পাশে ছোট করে TM লিখা থাকলে বুঝতে হবে নামটি তাদের ব্রান্ডের প্রতীক। আবার ® লেখাটির মানে হলো Registered Trademark (রেজিস্টারড ট্রেডমার্ক)। কোনো ব্রান্ডের নামের পাশে ছোট করে ® লিখা থাকলে বুঝতে হবে তাদের ব্রান্ডের প্রতীকটি রেজিষ্ট্রেশনভুক্ত। ফলে অন্য কোনো ব্রান্ড এই প্রতীকটি ব্যবহার করতে পারবেনা। অন্য কোনো ব্রান্ড প্রতীকটি ব্যবহার করলে সেই ব্রান্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।

আশা করি এবার জানতে পেরেছেন কোনো ব্রান্ডের নামের পাশে ছোট করে TM কেন লিখা হয়।
 

Users who are viewing this thread

Back
Top