মুখে মাস্ক পরায় চোখের সাজ পাচ্ছে গুরুত্ব।
মাস্ক এখন সুরক্ষার অন্যতম প্রধান জিনিস। আবার এই মাস্কই এখন ফ্যাশনের অংশ। অফিসের কাজে বা প্রয়োজনে বাইরে যেতে হলে মাস্ক বাধ্যতামূলক। এতে মুখে বেশির ভাগ অংশই ঢাকা পড়ছে। চোখের সাজ এ কারণেই এখন মনোযোগের জায়গা।
‘চোখের সাজ মানেই তাতে থাকবে কয়েকটি ধাপ। প্রতিটি ধাপই গুরুত্বপূর্ণ। কারণ, সাজের সময় যেকোনো একটিও যদি বাদ পড়ে তবে নষ্ট হবে পুরো বিষয়টি। খেয়াল রাখতে হবে সাজের পর যেন থাকে প্রাকৃতিক আমেজ। খুব বেশি গ্লিটার, ভারী আইশ্যাডো, কৃত্রিম পাপড়ি বা লেন্স এখন ব্যবহার না বরলেই ভালো। দিনের বেলায় চোখের সাজ হতে পারে এক রকম ও রাতের বেলায় করা যায় ভিন্ন কিছু। কিন্তু যখনই চোখ সাজি না কেন সাজ হতে হবে এমন যা অল্প সময়েই করা যায়।’ বলছিলেন ল্যাভিস বুটিক স্যালনের রূপবিশেষজ্ঞ সুমাইয়া মৌসিনীন।
চোখের সাজে ভিন্নতা
কালো দাগ দূর করতে
মাস্কে মুখ ঢাকা থাকে বলে চোখের চারপাশের কালো দাগ যেন বেশিই ফুটে আসে। এর সমাধানের জন্য রয়েছে অনেক ধরনের মেকআপসামগ্রী। কিন্তু ভারী এসব সামগ্রী ব্যবহার না করতেই পরামর্শ দিয়েছেন রূপবিশেষজ্ঞ সুমাইয়া মৌসিনীন। চোখের চারপাশের কালো দাগ বা ডার্ক সার্কেল ঢাকতে প্রথমে ত্বকের রঙের ফাউন্ডেশন ব্যবহার করতে হবে। কালার কারেকশন দেওয়া যাবে না। বরং আপনি যে রঙের কালার কারেকশন ব্যবহার করেন সে রঙের পাউডার ফর্মুলা দিয়ে চোখের চারপাশ ব্লেন্ড করে নিন।
বেজ
চোখের বেজের ওপর করা হয়েছে সাজটি
চোখের তিন ধরনের বেজ ব্যবহার করা হয়। যার মধ্যে রয়েছে ভারী, মাঝারি ও হালকা। মাস্কের সঙ্গে চোখের বেজ হতে হবে একেবারেই হালকা। চোখে বাদামি বা ঘিয়ে রঙের বেজই বেশি ব্যবহার হচ্ছে বলে জানালেন এই রূপবিশেষজ্ঞ।
চোখের হাইলাইট
চোখের ওপরের হাইলাইট একেবারেই চকচকে করা যাবে না। কিছুদিন আগেও সোনালি বা রুপালি রং দিয়ে গাঢ় করে চোখের ওপরে হাইলাইট করা হতো। এখন নুড রংগুলোই বেশি প্রযোজ্য।
আইশ্যাডো
জায়গা বুঝে আইশ্যাডো বেছে নিন
দিনের বেলায় চোখের সাজে আইশ্যাডো ব্লেন্ড করে খুব হালকা স্মোকি করে নিতে পারেন। কিন্তু আইশ্যাডোর রং হতে হবে বাদামি বা নুড। এতে চোখে প্রাকৃতিক লুক আসবে। ঝটপট সাজতে চাইলে পেনসিল আইশ্যাডো ব্যবহার করা যায়।
আইলাইনার
রাতের বেলায় চোখের সাজে আইলাইনার ব্যবহার করতে পারেন। তবে মোটা বা গাঢ় করে নয়, বরং উইং বা চিকন করে টেনে আইলাইনার দিতে হবে। তার সঙ্গে চোখের নিচে হালকা করে কাজল দেওয়া যাবে। সাদা কাজল এখন সব থেকে বেশি মানানসই। আবার মাস্কের সঙ্গে রং মিলিয়ে চোখের পাশে হালকা করে রঙিন আইলাইনার বা নিচে রঙিন কাজল দেওয়া যাবে।
মাসকারা
মাসকারা ব্যবহারে চোখ বড় লাগে
চোখের সাজে এই অনুষঙ্গটির গুরুত্ব অনেক। কখনো কখনো বেশি ব্যবহার করতে হবে। চোখে কৃত্রিম পাপড়ি দেওয়া যাবে না। বরং ভারী করে মাসকারা ব্যবহার করুন।
ভুরু
ভুরু খুব বেশি গাঢ় নয় বরং হালকা বাদামি পেনসিল দিয়ে আঁকতে পারেন। আবার চাইলে বাদামি আইশ্যাডো বা মাসকারা দিয়ে একটু ব্লেন্ড করে নিতে পারেন।
অন্যান্য
শুধু চোখ সাজলে মুখের অন্য অংশের সঙ্গে তা বেমানান লাগবে। মুখে হালকা ফেস পাউডার ও ঠোঁটে নুড বা হালকা গোলাপি ম্যাট লিপস্টিক চাইলেই পরতে পারেন। সবার শেষে অবশ্যই সেটিং স্প্রে দিয়ে নিন, যেন মেকআপ থাকে স্থায়ী।
সাজে থাকতে হবে ভারসাম্য