সবার সঙ্গে বসেছিলাম, পথের পাশের চায়ের দোকান
মাথার ওপর খড়ের চালা, ছই
আবার কেন ডাক পাঠালে, ও অন্ধকার বসন্ত দিন,
এখন আমার ভূমিকা অল্পই
ওরা কেমন ভেসে আসছে, দোলের ছেলে দোলের মেয়ে
সারা শরীর আবীর ওদের, পায়ের তলায় সমুদ্র থৈ থৈ
এমন সময় ঝড় নেমে আয়, আয়রে আমার শুকনো পাতার
ডালে ডালে ঝড় নেমেছে ওই
উড়িয়ে নিলো কে জানে কার পাগল করা গানের গলা
হাত থেকে কার ভাসিয়ে নিলো বই
ফিরলো যখন, চুলের উপর ঝড়ের কুটো আটকে আছে,
সরিয়ে দেবো ? -- কিন্তু আমার ভূমিকা অল্পই
একটা দুটো চুল রূপোলী, আমি তো তার মেয়ের বন্ধু,
তাই বলে কি বসন্তদিন মনে মনেও তার বন্ধু নই ?
ঝড়কে গিয়ে জানিয়ে এসো, কী মানে হয় এমন করার ?
সে বুঝবে না?- আমি যে তার শুকনো পাতা হই
আবার আমার ডাল কাঁপছে, সমস্ত ডাল কাঁপছে আমার--
কিন্তু বলো বসন্ত দিন, তার সঙ্গে তলিয়ে যাবার উপায় আমার কই !