What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

শিক্ষার্থীদের জন্য লিংকডইনের ৫ ব্যবহার (1 Viewer)

TyNgfFS.jpg


লিংকডইন শুধু পেশাজীবীদের জন্য নয়, শিক্ষার্থীদের জন্যও বেশ কাজের একটি পেশাদার সামাজিক যোগাযোগ মাধ্যম। এর মাধ্যমে একদিকে যেমন বর্তমান সময়ে বিভিন্ন পেশা খাতে কী চলছে সে সম্পর্কে জানা যায়, তেমনি ভবিষ্যতের কোন দক্ষতাগুলো সামনে কাজে আসতে পারে, কোন পেশায় কেমন সুযোগ, কোন পেশার দক্ষতা বিষয়ক পরীক্ষায় কী কী সনদ প্রয়োজন...ইত্যাদি সম্পর্কে ধারণা পাওয়া যায়। শিক্ষার্থীরা কীভাবে লিংকডইন কাজে লাগাতে পারেন, জানিয়েছেন ব্র্যাকের ডেভেলপমেন্ট অ্যান্ড ডেলিভারি লার্নিং লিডারশিপের সিনিয়র ফ্যাসিলিটেটর মায়িশা তাসনীম।

১. কোথায় কী কাজের সুযোগ

বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা লিংকডইনের মাধ্যমে কাজের সন্ধান পেতে পারেন। অনেক করপোরেট প্রতিষ্ঠান এই ওয়েবসাইটেই আবেদনপত্র গ্রহণ করে। বিভিন্ন ইন্টার্নশিপ ও খণ্ডকালীন কাজের সুযোগের খবর লিংকডইনে পাওয়া যায়। লিংকডইন প্রোফাইল থেকে সরাসরি এসব কাজের জন্য আবেদন করা যায়। এ ছাড়াও অনেক প্রতিষ্ঠানের মানবসম্পদ কর্মকর্তা ও কর্মীদের কাছ থেকে নানা প্রকল্প ও টুকরো কাজের খোঁজ পাওয়া যায়। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষকদের সহযোগী কিংবা অনুবাদক হিসেবে কাজের সুযোগের খবরও চোখে পড়ে নিয়মিত।

২. শেখার আছে কত কী

লিংকডইনের মাধ্যমে বিভিন্ন পেশা সংশ্লিষ্ট দক্ষতা সম্পর্কে ধারণা যেমন পাওয়া যায়, তেমনি তৈরি হয় শেখার সুযোগ। এ ক্ষেত্রে লিংকডইন লার্নিংসহ এ ধরনের ভিডিও পোস্টের মাধ্যমে জানার সুযোগ আছে। বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের কর্মী ও নির্বাহীরা নিজেদের পেশা সংশ্লিষ্ট ভাবনা লিংকডইনের মাধ্যমে প্রকাশ করেন। তাঁদের ভাবনা ও লেখা সরাসরি শিক্ষার্থীরা পরামর্শ হিসেবে অনুসরণ করতে পারেন। মাইক্রোসফট এক্সেল, এসএপিসহ বিভিন্ন সফটওয়্যার কীভাবে পেশাজীবনে কাজে আসে, সে সংক্রান্ত পরামর্শও পাওয়া যায়।

৩. ভার্চ্যুয়াল মেন্টর তৈরি

ধরুন, আপনি আজ থেকে পাঁচ বছর পর মাইক্রোসফটের মতো কোনো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করতে চান। এখন থেকেই কিন্তু লিংকডইনের মাধ্যমে বিভিন্ন তথ্য জেনে প্রস্তুতি শুরু করে দিতে পারেন। মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা লিংকডইনে বেশ সক্রিয়। নিজের ভাবনা এবং পেশা সংশ্লিষ্ট বিভিন্ন মতামত ও পরামর্শ তিনি লিংকডইনে শেয়ার করেন। একজন শিক্ষার্থীর জন্য এই প্রোফাইল খুব কাজের। এ ছাড়াও করপোরেট দুনিয়ায় আলোচিত যাঁরা; যেমন বিল গেটস, রিচার্ড ব্র্যানসন, সাইমন সিনেক, জ্যাক ওয়েলশসহ অনেকের নিবন্ধ পড়ার সুযোগ মেলে এখানে।

৪. নেটওয়ার্কিংয়ের সুযোগ

কোন প্রতিষ্ঠানে কাজের পরিবেশ কেমন, কোথায় কর্মীদের কী কী দক্ষতা প্রয়োজন, তা জানার ক্ষেত্রে নবীন শিক্ষার্থীদের জন্য লিংকডইন নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করে দিচ্ছে। লিংকডইনের বিভিন্ন গ্রুপের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর মানবসম্পদ বিভাগসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের প্রাতিষ্ঠানিক কাজ সম্পর্কে ধারণা পাওয়া যায়; যা পরে চাকরি খোঁজা বা ইন্টারভিউয়ের সময় কাজে লাগে।

৫. করপোরেট আচরণ জানার উপায়

করপোরেট দুনিয়ার পেশাদার আচরণ সম্পর্কে জানতে লিংকডইন কার্যকর একটি মাধ্যম। শুধু ইমেইল লেখা নয়, কীভাবে ভাইবা বোর্ডে নিজেকে উপস্থাপন করতে হয়, এ সময়ের করপোরেট ট্রেন্ড কী, এ ধরনের লেখা পড়ে নিজেকে প্রস্তুত করার সুযোগ থাকে।
 
আমার অ্যাকাউন্ট আছে। তবে এমনটা আগে ভাবিনি। খুব ভাল লাগল
 
One of the things I love most about LinkedIn is the ability to connect with people who I would never have met otherwise. I've been able to connect with people who work at my dream companies, learn from experts in my field, and even get advice from people who have been in my shoes.
 

Users who are viewing this thread

Back
Top