What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

সেপ্টেম্বর-২০২১ মাসের হাজিরার ফলাফল (3 Viewers)

ছোটভাই

Super Moderator
Staff member
Super Mod
Joined
Mar 4, 2018
Threads
774
Messages
50,763
Credits
371,053
Glasses sunglasses
Sunflower
T-Shirt
Sari
Sari
Thermometer
আসসালামু আলাইকুম।

আচ্ছা আপনার জীবনের শ্রেষ্ঠ পাওয়া কি?
জিজ্ঞাসা করা হিয়েছিল আনন্দবাজার পত্রিকার একজন সুপরিচিত লেখক কে। তিনি মুচকি হেসে বলেছিলেন, এটা নির্ভর করে আপনি কি আশা করেন তার উপর। একেকজনের চাহিদা একেক রকম তাই তাদের পাওয়াটাও ভিন্ন রকমের। তারপর বলতে লাগলেন মজার একটা ঘটনা। যা এমনটি ছিল;

একদিন আমি ......... জায়গাতে গেছিলাম, বেশ কিছুদিন থাকার পর আমার কোলকাতায় জরুরী ভিত্তিতে আসার দরকার পড়ল। দিনে একটি মাত্র ট্রেন চলাচল করে সবচেয়ে কাছের স্টেশন থেকে। যথা সময়ে টিকেট কেটে রাখলাম। যেদিন কোলকাতা আসব সেদিন ঘোড়া গাড়ি করে রওনা হতে একটু দেরি হয়ে গেল। পথি মধ্যে কিছু সমস্যা মোকাবেলা করে যখন স্টেশনে পৌছুলাম তখন দেখলাম ট্রেন হুইসেল দিচ্ছে। বাক্স পেটরা নিয়ে ছুট লাগাতেই দেখি আমাকে পাছা দেখিয়ে সামনে এগিয়ে গেল। হাফাতে হাফাতে স্টেশনের একটা ব্রেঞ্চে বসে পড়লাম। আর ভাবতে লাগলাম, কোলকাতার কাজটি বোধ হয় আর করতে পারলাম না। আবার ট্রেন কালকে। মাথা নিচু করে ভাবছি, কি করি এখন। ফিরে যাব নাকি স্টেশনেই থেকে যাব।

বেশ কিছুক্ষন আবারো ট্রেনের শব্দ শুনতে পেলাম। মনে হচ্ছে আরেকটা ট্রেন কাছে এগিয়ে আসছে। উলটো দিকে তাকিয়ে দেখি ফাঁকা। এবার যেদিকে ট্রেন চলে গেছে সেদিকে তাকিয়ে দেখি আমার যে ট্রেনে যাবার কথা ছিল সেই ট্রেনখানা আবার প্লাটফর্মে ফিরে আসছে পেছন দিকে চলে। অবাক হয়ে তাকিয়ে দেখছি। ট্রেন টা আমার কাছাকাছি এসেই থেমে গেল। আমার ঘোর তখনও কাটেনি। যখন এসে একজন আমাকে জিজ্ঞাসা করল "স্যার আপনি অমুক লেখক না?" আমি আপনাকে চিনি স্যার, আপনার সব লেখা আমি আর আমার স্ত্রী পড়ি। আপনাকে কাছ থেকে দেখার অনেক দিনের ইচ্ছে ছিল। আমি প্রশ্নবোধক দৃস্টিতে তাকিয়ে আছি দেখে আবারো বলল, "আমি এই ট্রেনেরই ড্রাইভার স্যার, আপনাকে দৌড়ে আসতে দেখে বুঝে গেছিলাম যে আপনি জরুরী দরকারে বোধহয় কোলকাতা যাবেন, আজ যেতে না পারলে আবার কালকের ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে বলে ট্রেন থামিয়ে আবার ফেরত আনলাম। এখন চলেন স্যার।

আমার কি বলা উচিৎ বুঝতে পারছি না। এখনও তার সেই চেহারাখানা আমার সামনে ভাসে। আর আমি আবেগে আপ্লুত হই। আমি লেখক হিসেবে সেদিন নিজেকে ভাবতে পারছিলাম। আমার সবচেয়ে বড় বা শ্রেষ্ঠ পাওয়া মনেহয় এটাই।

~~

আমি আপনি কি কখনও ভেবেছি এমন ছোট ছোট কত উপহার আমাদের নিকটজনদের কাছ থেকে পেয়েছি। শুকরিয়া উপরওয়ালার কাছে আদায় করা উচিৎ আর মনের গহীনে সেই সকল মানুষদের অবস্থান শক্ত করে রেখে দেয়া উচিত নয় কি?

~~
আগস্টের হাজিরার ফলাফলও দেয়া হয়নি। এটার সাথে দিয়ে দিচ্ছি। ফলাফলে খুব বেশি পরিবর্তন আসেনি। যেমন @apuvai মামা একাই বারবার
ফার্স্ট এন্ড ফিউরিয়াস পুরোস্কার নিয়ে যাচ্ছেন। পাখি মামা একদিন হাজিরা না দিয়ে পরের দিন দুইবার করে দিচ্ছেন। হয়তো বোঝাচ্ছেন "কাল দেইনি তো কি হয়েছে, আজ দু-দু বার করে দিলাম"। নতুন দুয়েকজন ভাবছেন যতবার ফোরামে ঢুকবো ততবার হাজিরা দিব, দেখি কে ঠেকায়। আবার অনেকে নিজের মেসেজ কাউন্ট বাড়ানর জন্য একদিন হাজিরা দিয়ে লাপাত্তা হচ্ছেন আবার কেও কেও দু-দু বার করে দিচ্ছেন।

যাহোক, সামনের মাসে দেখার জন্য অপেক্ষা করব তুমুল লড়াই, দেখি কে
ফার্স্ট এন্ড ফিউরিয়াস হয় আর প্রথম স্থান আরো কতজন বাড়ে।

শুভ কামনা রইল সবার জন্য। ভাল থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।
 
আইন-কানুনঃ এখানে কোন পরিবর্তন নেই, আগে যা ছিল এখনও তাই

১। অন্তত ১৫ দিন হাজিরা দিতেই হবে, যদি পুরস্কার পেতে চান। ক্ষেত্র বিশেষে ব্যাত্যয় ঘটতেই পারে।


২। পুরস্কার গুলি আপনার প্রোফাইলের নিজের শোকেসে সাজানো দেখতে পাবেন এবং অন্যরাও দেখতে পাবে।

৩। ফলাফল দুইটি (তিনটি থেকে দুইটিতে আনয়ন করা হয়েছে) ধাপে আপনাদের হাতে দেয়া হবে। প্রথমেই পাবেন যারা পুরষ্কার পাবেন তারা। তারপর যারা অল্পের জন্য পুরস্কার বঞ্চিত হয়েছেন এবং পুরো মাস জুড়ে আমাদের সাথে ছিলেন। যারা ১ দিন হাজিরা দিচ্ছেন তাদের এই তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।

৪। এই ধাপে আপনাদের পরিচিত করে দেয়া হবে কারা এই পুরস্কারগুলি পাচ্ছেন।

৫। তারপর যিনি সারা মাস মেহনত কইরা
ফার্স্ট এন্ড ফিউরিয়াস খেতাব হয়েছেন তাকে সম্মানিত করা হবে।
 
তালিকা-১ঃ যারা ১৫ দিন বা তার বেশি দিন হাজির থেকে নিজের পুরষ্কার নিশ্চিত করেছেন।
1.jpg
 
পরিচিতি পর্ব-১ঃ প্রথম স্থান অধিকারীগণ
3.jpg


৩০ দিন হাজিরা দিয়ে প্রথম হওয়ায় নির্জনমেলার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন
Clap-Hands-1.gif
 
পরিচিতি পর্ব-২ঃ দ্বিতীয় স্থান অধিকার করেছেন
4.jpg


দ্বিতীয়স্থান অর্জন করায় নির্জনমেলার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন।
M09_clap001.gif
 

Users who are viewing this thread

Back
Top